Tuesday, January 10, 2023

Saraswati Puja Pushpanjali Mantra 2023 : সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র ও প্রনাম মন্ত্র || পুজোর উপকরণ এবং নিয়মাবলী কি জেনে নিন বিস্তারিত!!

  Deb Kumar       Tuesday, January 10, 2023
সরস্বতী পুজো হিন্দু ধর্মের একটি অন্যতম প্রচলিত পূজা। দেবী সরস্বতী কে শিক্ষা, সংগীত ও শিল্পকলার দেবী ও আশীর্বাদাত্রী এবং জ্ঞানের ভাণ্ডারীর দেবী মনে করে হিন্দুরা। তাই তো প্রতিবছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে Saraswati Puja উৎসব পালন করা হয়। এই Saraswati Puja 2023 কবে দেবীর আরাধনা, 26 শে জানুয়ারি 2023 ( 11 মাঘ 1429 বৃহস্পতিবার ) সরস্বতী পূজো। 
saraswati puja pushpanjali mantra bengali

আপনি সরস্বতী পূজোর পুষ্পাঞ্জলি মন্ত্র ও প্রনাম মন্ত্র খুঁজতে চাইছেন? তাহলে আপনি এই প্রতিবেদনে সরস্বতী পূজোর পুষ্পাঞ্জলি মন্ত্র, প্রণাম মন্ত্র, সরস্বতী পূজার স্তব মন্ত্র, ধ্যান মন্ত্র, সরস্বতী পূজায় হাতেখড়ি দেওয়ার মন্ত্র ও উপকরণ ও নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। 

 সরস্বতী পূজোর উপকরণ কি কি প্রয়োজন?  

সরস্বতী পূজো করতে বিশেষ কয়েকটি সামগ্রীর উপকরণ প্রয়োজন হয়। এর মধ্যে বিশেষ কিছু উপকরণ নাম হল- অভ্র-আবির, আমের মুকুল, যবের শিষ, বাংল বা সংস্কৃত গ্রন্থ, শ্লেট-পেন্সিল, দোয়াত-কলম, গাঁদা ও পলাশ ফুল, ফল-মূল, অন্যান্য ফুল ও বেলপাতা এবং তুলসী পাতা। তবে পলাশ ফুল দেবীর পুজোর জন্য অত্যন্ত জরুরি। এছাড়াও সরস্বতী পূজোর দিন বিদ্যার দেবীকে ছোট বাচ্চা তাদের শ্লেট ও বই, আর বড়রা তাদের বইখাতা অর্পণ করে মায়ের আশীর্বাদ লাভ করার জন্য। 

 -: সরস্বতী পূজার কিছু নিয়মাবলী :- 

সরস্বতী পুজো করার জন্য অনেক নিয়ম মানতে হয়, এই নিয়মাবলী গুলো -
দেবী সরস্বতীর মূর্তি শ্বেত বস্র পরিধান করে থাকে যা পবিত্রতার নিদর্শন জন্য জরুরী। দেবীর আসন কে পুষ্পশোভামন্ডিত করে রাখা হয়। পরিবারের সকল সদস্য খুব ভোরে স্নান শেষে পরিস্কার বস্র পরিধান করে দেবীর সামনে অবস্থান করে থাকে। তার কারণ হল মা সরস্বতীর পুজো সকালেই হয়ে থাকে বা আমরা করে থাকি, পুরোহিত পূজা শুরু করবার আগ পর্যন্ত দেবীর মুখমন্ডল ঢাকা থাকে। পূজার অর্ঘ্যর পাশাপাশি দেবীর পূজার আরেকটি প্রধান অংশ ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক। সরস্বতী পূজার একটি বিশেষ অর্য্য হল পলাশ ফুল। দেবীর অঞ্জলীর জন্য এটি একটি অত্যবশ্যকীয় উপাদান। সরস্বতী পুজোর দিন একদম ছোটো শিশুদের হাতেখড়ি, ব্রাহ্মণভোজন ও পিতৃতর্পণের প্রথাও প্রচলিত। বসন্ত পঞ্চমীর দিন ভোরে শিক্ষাপ্রতিষ্ঠান, গৃহ ও সর্বজনীন পূজামণ্ডপে দেবী পূজা করা হয়। নিয়ম অনুযায়ী, সকলে খুব ভোরে স্নান শেষে পরিস্কার পোশাকে দেবীর পুজো করবে। সেদিন মাছ-মাংস খাওয়া যাবে না, নিরামিষ খেতে হয়। পুজোর আগে মঙ্গল কামনায় উপবাস রাখা হয়। ওইদিন লেখাপড়ায় নিষেধ থাকে। পূজার আগে বিদ্যার্থীদের কুল খাওয়া বারণ। পূজার শেষে পুষ্পাঞ্জলি। পূজার দিন সন্ধ্যায় শিক্ষাপ্রতিষ্ঠান ও সর্বজনীন পূজামণ্ডপগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। পরদিন সকালে আবার পূজা করার পর চিড়ে ও দই মেশানো দধিকর্মা নিবেদন করে নিয়মবিধি সমাপ্ত হয়। পূজাশেষে সন্ধ্যায় প্রতিমা বিসর্জন দেওয়া হয়। কোথাও কোথাও পূজার দু-তিন পরে দেবী প্রতিমা বিসর্জন দেওয়া হয়। শাস্ত্রীয় বিধান অনুসারে, শ্রীপঞ্চমীর দিন সকালেই সরস্বতী পূজা সম্পন্ন করা যায়। সরস্বতীর পূজা সাধারণ পূজার নিয়মানুসারেই হয়। তবে এই পূজায় কয়েকটি বিশেষ উপাচার বা সামগ্রীর প্রয়োজন হয়। অভ্র-আবীর, আমের মুকুল, দোয়াত-কলম ও যবের শিষ। পূজার জন্য বাসন্তী রঙের গাঁদা ফুলও প্রয়োজন হয়। হিন্দু সনাতন ধর্মের লোকাঁচার অনুসারে, ছাত্রছাত্রীরা পূজার পূর্বে কুল ভক্ষণ করেন না। পূজার দিন কিছু লেখাও নিষিদ্ধ। যথাবিহিত পূজার পর লক্ষ্মী, নারায়ণ, লেখনী-মস্যাধার, পুস্তক ও বাদ্যযন্ত্রেরও পূজা করার প্রথা প্রচলিত আছে। এই দিন ছোটোদের হাতেখড়ি দিয়ে পাঠ্যজীবন শুরু হয়।পূজান্তে পুষ্পাঞ্জলি দেওয়ার প্রথাটি অত্যন্ত জনপ্রিয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের দল বেঁধে অঞ্জলি দিতে দেখা যায়। পূজার পরদিন পুনরায় পূজার পর চিড়ে ও দই মিশ্রিত করে দধিকরম্ব বা দধিকর্মা নিবেদন করা হয়, এরপর পূজা সমাপ্ত হয়।

Saraswati Puja Pushpanjali Mantra In Bengali 

-: সরস্বতী পূজোর পুষ্পাঞ্জলি মন্ত্র :-

ওঁ জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে। বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে ।। নমঃভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ । বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ ।। এস স-চন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।।

-: সরস্বতী পূজোর প্রণাম মন্ত্র :- 

নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে । বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাংদেহি নমোহস্তুতে ।। জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে । বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।

-: সরস্বতী পূজোর স্তব মন্ত্র :-

শ্বেতপদ্মাসনা দেবী শ্বেত পুষ্পোপশোভিতা । শ্বেতাম্ভরধরা নিত্যা শ্বেতাগন্ধানুলেপনা ।। শ্বেতাক্ষসূত্রহস্তা চ শ্বেতচন্দনচর্চ্চিতা । শ্বেতবীণাধরা শুভ্রা শ্বেতালঙ্কারব‌ভূষিতাবন্দিতা সিদ্ধগন্ধর্ব্বৈর্চ্চিতা দেবদানবৈঃ ।পূঝিতা মুনিভি: সর্ব্বৈঋষিভিঃ স্তূয়তে সদা ।। স্তোত্রেণানেন তাং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীম্ । যে স্মরতি ত্রিসন্ধ্যায়ং সর্ব্বাং বিদ্যাং লভন্তি তে।।
banglaprakalpa google news follow us button

-: সরস্বতী পূজোর ধ্যান মন্ত্র :-

ওঁ তরুনশকলমিন্দোর্বিভ্রতী শুভ্রকান্তিঃ। কুচভরনমিতাঙ্গী সন্নিষন্না সিতাজে ।। নিজকরকমলোদ্যল্লেখনীপুস্তকশ্রীঃ । সকলবিভবসিন্ধ্যৈ পাতু বাগ্-দেবতা নঃ ।।

-: সরস্বতী পুজোর হাতেখড়ি মন্ত্র :-

সরস্বতী পুজোর দিন ছোট ছোট বাচ্চাদের হাতেখড়ি দেওয়া হয়, এই হাতেখড়ি দেওয়ার মন্ত্র-
সরস্বতী নমস্তুভ্যং বরদে কামরূপিণি । বিদ্যারম্ভম্ করিস্যামি সিদ্ধং ভবতু মে সদা॥

প্রিয় দর্শক আজকে এই আর্টিকেল মাধ্যমে "Saraswati Puja 2023" কবে শুরু হবে? কি কি উপকরণ ও নিয়মাবলী এবং সম্পূর্ণ সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র ও প্রনাম মন্ত্র শেয়ার করলাম। এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
Share Post


logoblog

Thanks for reading Saraswati Puja Pushpanjali Mantra 2023 : সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র ও প্রনাম মন্ত্র || পুজোর উপকরণ এবং নিয়মাবলী কি জেনে নিন বিস্তারিত!!

Previous
« Prev Post

No comments:

Post a Comment