pm kisan next installment beneficiary status চেক কিভাবে করবেন?
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় beneficiary status চেক করতে জানুন স্টেপ বাই স্টেপ।
- প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in লিখে গুগলে বা ব্রাউজারে সার্চ করতে হবে।
- এরপর অফিসিয়াল ওয়েবসাইট হোম পেজে নীচের দিকে দেখতে পাবেন "Beneficiary Status" এই অপশনে ক্লিক করতে হবে
- পরবর্তী পেজটিতে আবেদনকারীর Mobile Number বা Registration Number দিয়ে নীচে যে ক্যাপচার কোড রয়েছে সেটি বসিয়ে Get Data এই অপশনে ক্লিক করলে পরবর্তী পেজটিতে Beneficiary Status দেখতে পাবেন।
অফিসিয়াল ওয়েবসাইট লিংক- Click Here
pm kisan next installment beneficiary list চেক পদ্ধতি
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় beneficiary list চেক করতে জানুন স্টেপ বাই স্টেপ।
- প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in লিখে গুগলে বা ব্রাউজারে সার্চ করতে হবে।
- এরপর অফিসিয়াল ওয়েবসাইট হোম পেজে নীচের দিকে দেখতে পাবেন "Beneficiary List" এই অপশনে ক্লিক করতে হবে।
- পরবর্তী পেজটিতে "Beneficiaries list under PMKisan" ওপেন হবে সেখানে আপনাকে আপনার Address বা State, District, Sub-District, Block ও Village Select করে Get Report অপশনে ক্লিক করতে হবে।
এরপর আপনি আপনার এলাকার সম্পূর্ণ লিস্ট দেখতে পাবেন, আপনার নাম আপনি Find in Page অপশনে ক্লিক করে search করলে দেখতে পাবেন।
কিষান সম্মান নিধি যোজনায়" 4000 হাজার টাকা কারা পাবেন?
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা পরবর্তী কিস্তির 4000 টাকা সবাই পাবেন না। শুধু মাত্র সেই কৃষক পাবেন যাদের সেপ্টেম্বর মাসের টাকা এখনও পর্যন্ত আসেনি বা ekyc ছিল না তাই একসঙ্গে 4000 টাকা দিতে চলেছে কেন্দ্রীয় সরকার।
No comments:
Post a Comment