কেন্দ্রীয় মন্ত্রী সভায় বৈঠকে নির্বাচন কমিশন কর্তৃক একটি নির্বাচনী বিল পাশ হয়, এই "নির্বাচনী সংস্কার বিল" মধ্যে ভারতীয় প্রত্যেক নাগরিকদের "Voter card link with aadhar card" আগামী 2022 সালের বিধানসভা নির্বাচনের আগে লিঙ্ক করার অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। এটি সাধারণত ভুয়ো ভোটার রুখতে কেন্দ্রের এই রকম সিদ্ধান্ত। তাহলে আপনি আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক কিভাবে করবেন? জেনে নিন বিস্তারিত আজকের এই আর্টিকেল এর মাধ্যমে।
Voter card link with Aadhar card কীভাবে করবেন?
এতদিন আমরা সবাই প্যান কার্ড, রেশন কার্ড, ব্যাংক একাউন্ট, মোবাইল নম্বর, কিংবা বিভিন্ন প্রকল্পে আধার কার্ডের লিঙ্ক সকলে করেছি। কিন্ত ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে করবেন জানুন। এর জন্য -
- প্রথমে আপনাকে Voter card এর http://voterportal.eci.gov.in অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে।
- এরপর আপনার যদি আগে থেকে একাউন্ট Create থাকে সেক্ষেত্রে আপনি ওই মোবাইল নম্বর কিংবা ইমেইল আইডি ও পাসওয়ার্ড, ক্যাপচার বসিয়ে লগইন করুন। যদি আপনার একাউন্ট Create না থাকে তাহলে Create an account অপশনে ক্লিক করে একাউন্ট Create করতে পারেন।
- পরবর্তী পেজটিতে আপনার Select State, Select District দেবেন।
- এরপর আপনার নাম ও জন্ম তারিখ এবং আপনার বাবার নাম বসিয়ে Surech অপশনে ক্লিক করবেন।
- এবার আপনার ঠিকানা Government Database এক হলে বাম দিকে "Feed Aadhar No" অপশনে ক্লিক করতে হবে।
- পরবর্তী পেজে আবেদনকারীর আধার কার্ডে যে নাম দেওয়া রয়েছে সেই নাম লিখতে হবে, এছাড়াও আধার কার্ডের নম্বর, ভোটার কার্ডের নম্বর, মোবাইল নম্বর বা ইমেইল আইডি বসিয়ে নীচে submit অপশনে ক্লিক করলে একটি মেসেজ আসবে ওখানে আপনার "ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক" সম্পূর্ণ হয়েছে।
বিজ্ঞপ্তি: ওনেকে হয়তো ভাবছেন যে আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে ও কি এই "Voter card link with aadhar card" লিঙ্ক করতে হবে?
এখনও পর্যন্ত এই বিষয়ে বিশেষ কোনো বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সভায় বৈঠকে নির্বাচন কমিশন বলেননি।
voter card and aadhar card link করলে কি সমস্যা হতে পারে?
নির্বাচন কমিশন কেন্দ্রীয় মন্ত্রী সভায় পরবর্তী বৈঠকে যদি "ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক" আইন পাশ হয় তাহলে যে সমস্ত সমস্যা হতে পারে। সেগুলো -
ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করলে বায়োমেট্রিক ইনফরমেশন কেন্দ্রীয় সরকার পেতে পারেন।
এর ফলে ভোটার তালিকায় কোন ব্যক্তি কোন ধর্মের, কোন শ্রেণীর এবং কোন সম্প্রদায় তা সম্পূর্ণ তথ্য বুঝতে পারবে।
তবে এটা জেনে রাখা ভালো যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হলে ভুয়ো ভোটাররা ভোট দিতে পারবেন না।
নতুন ভোটার কার্ড অনলাইন আবেদন পদ্ধতি | New voter card status check online
প্রিয় দর্শক আজকে এই আর্টিকেল মাধ্যমে "voter card and aadhar card link" কিভাবে করবেন তা আপনাদের সম্পূর্ণ তথ্য শেয়ার করলাম, আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো মতামত থাকে বা সমস্যা থাকে সেক্ষেত্রে নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন। এবং এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
No comments:
Post a Comment