Saturday, December 18, 2021

পিএফ একাউন্টে Date Of Exit অনলাইন আপডেট কিভাবে করবেন? || How To Update Date Of Exit In Epf Online

  Deb Kumar       Saturday, December 18, 2021
পিএফ একাউন্ট রয়েছে কিন্ত Date Of Exit আপডেট নেই, এর জন্য আপনি টাকা Withdraw করতে পারছেন না। আপনার মোবাইল এর মাধ্যমে "Date Of Exit Update Online" খুব সহজে করতে পারেন। PF একাউন্টে  Date Of Exit আপডেট অনলাইনে কিভাবে করবেন? Date Of Exit কি? Date Of Exit এর জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন? Date Of Exit না থাকলে কি কি সমস্যা হতে পারে? এই সমস্ত বিষয়টির সম্পূর্ণ তথ্য বিস্তারিত আপনাদের শেয়ার করবো। 
Table of content
  • Date Of Exit কি?
  • Date Of Exit আপডেট এর জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন?
  • Date Of Exit না থাকলে কি কি সমস্যা হতে পারে?
  • PF Account Date Of Exit অনলাইন আপডেট কিভাবে করবেন?
date of exit update in epf online
Date Of Exit কি?
আপনি যে সংস্থা বা কোম্পানির কাজ করতেন, সেটি ছেড়ে দিয়েছেন আপনার PF একাউন্ট ছিল। সেই PF একাউন্টে কোম্পানির তরফ থেকে "PF Account Date Of Exit" আপডেট দেওয়া হয়নি অর্থাৎ আপনি যে দিন কোম্পানির কাজ ছেড়ে দিয়েছেন সেই তারিখ, আপনার PF একাউন্টে আপডেট করেনি। এর জন্য আপনি আপনার PF Account থেকে টাকা Withdraw করতে পারছেন না। এখন আপনি মোবাইল দিয়ে অনলাইনে পিএফ এর "Date Of Exit" আপডেট করতে পারেন  EPFO-র পোর্টালে।
Date Of Exit আপডেট এর জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন?
আপনি মোবাইল দিয়ে অনলাইনে পিএফ এর "Date Of Exit" আপডেট করতে পারেন। এর জন্য যে ডকুমেন্ট প্রয়োজন সেগুলো -
আধার কার্ড PF Account এর সাথে লিঙ্ক থাকতে হবে। 
আধার কার্ড এর সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। 
 যদি আপনার PF একাউন্টে এই লিঙ্ক না থাকে সেক্ষেত্রে অনলাইন "Date Of Exit" করতে পারবেন না। 
Date Of Exit না থাকলে কি কি সমস্যা হতে পারে?
 এমপ্লয়ার প্রফিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) বা PF একাউন্টে এর টাকা তুলতে পারবেন যদি আপনার "Date Of Exit" আপডেট থাকে। আপনার PF একাউন্টে কোম্পানির তরফ থেকে "PF Account Date Of Exit" আপডেট না থাকে অর্থাৎ আপনি যে দিন কোম্পানির কাজ ছেড়ে দিয়েছেন সেই তারিখ, আপডেট আপনার PF একাউন্টে না থাকলে শুধু মাত্র Advance Withdraw এর জন্য ফর্ম- 31 আবেদন করতে পারবেন, এছাড়া ফর্ম-19ফর্ম-10c আবেদন করতে পারবেন না।  
PF Account Date Of Exit Update Online কিভাবে করবেন?
অনলাইন PF একাউন্টে Date Of Exit আপডেট করার জন্য আপনাকে -
  • প্রথমে EPFO-র অফিশিয়াল ওয়েবসাইট UAN পোর্টাল ওপেন করতে হবে। 
  • এরপর আপনার UANPassword Captcha লগ ইন করুন।
অফিশিয়াল ওয়েবসাইট লিঙ্ক - Click Here 
  • এবার UAN-র অফিশিয়াল ওয়েবসাইটে হোম পেজে ড্রপডাউন মেনু Manage অপশনে ক্লিক করে 'MARK EXIT' অপশনে ক্লিক করতে হবে। 
  • পরবর্তী পেজে Select Employment অপশনে আপনার যে কোম্পানির "Pf Account Date Of Exit Update" দেওয়া নেই সেই কোম্পানির Employment Id Select করুন। 
  • এরপর পরবর্তী পেজটিতে Select Date Of Exit(EPF) অপশনে আপনি যে দিন কোম্পানির কাজ ছেড়ে দিয়েছেন সেই তারিখ Select করবেন, এবং নীচে Re-Select Date Of Exit(EPF) অপশনে আপনি পুনরায় ওই Date Select করুন।এছাড়াও Select reason of Exit অপশনে আপনি কি জন্য কাজ ছেড়ে দিয়েছেন সেটি Select করে  নীচের দিকে  চেক বক্সে ঠিক মার্ক দিয়ে Request OTP অপশনে ক্লিক করবেন।
  • এরপর আপনার সামনে Alert মেসেজ Have you read the points carefully? শো করবে Yes ক্লিক করেবেন। এবার রেজিস্টার মোবাইল নম্বরে OTP এসেছে সেটা বসিয়ে দেবেন।
  • নীচের দিকে I Have read the below points carefully. চেক বক্সে ঠিক মার্ক দিয়ে Submit অপশনে ক্লিক করবেন।
  • এখন আপনার সামনে Alert মেসেজ Are you sure you went to update Date Of Exit? শো করবে update ক্লিক করেবেন।
  • পরবর্তী পেজে Alert মেসেজ Date Of Exit Updated successfully. শো করবে OK তে ক্লিক করলে আপনার PF একাউন্টে Date Of Exit অনলাইন আপডেট সম্পূর্ণ হবে।
প্রিয় দর্শক আজকে এই আর্টিকেল মাধ্যমে "PF Account Date Of Exit Update Online" কিভাবে করবেন তা আপনাদের সম্পূর্ণ তথ্য শেয়ার করলাম, আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো কিছু সমস্যা থাকে সেক্ষেত্রে নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন। এবং এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
Share Post


logoblog

Thanks for reading পিএফ একাউন্টে Date Of Exit অনলাইন আপডেট কিভাবে করবেন? || How To Update Date Of Exit In Epf Online

Previous
« Prev Post

No comments:

Post a Comment