এই আর্টিকেল এর মাধ্যমে আমরা নতুন পিএফ মেম্বারদের জন্য পিএফ একাউন্ট সম্পর্কে সমস্ত কিছু খুব সহজ পদ্ধতিতে জানাবো।
Table of contents
PF কি?PF UAN Number Activate কিভাবে করবেন?PF Balance Check Online কিভাবে করবেন?
PF কি?
যখন কোনো এমপ্লয়ার নতুন সরকারি বা কোম্পানির কাজ করে, তখন ওই এমপ্লয়ার যে পরিমাণ মাসিক নূন্যতম বেতন পান, তাঁর 12% অর্থ PF বা প্রফিডেন্ট ফান্ড জমা করে থাকে। এই PF বা প্রফিডেন্ট ফান্ড ভারত সরকার এর এমপ্লয়ার প্রফিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) প্রদত্ত্ব একটি 12 ডিজিট বা সংখ্যার একটি একাউন্ট নাম্বার যেটা PF Number বা Universal Account Number (UAN) নামে পরিচিত।
PF UAN Number Activate কিভাবে করবেন?
আপনার PF বা প্রফিডেন্ট ফান্ড এর একাউন্ট ব্যালেন্স চেক করতে পারেন, তাই প্রথমে "UAN Number Activate" করতে হবে। এর জন্য -
EPFO এর অফিসিয়াল ওয়েবসাইটের UAN Portal জাবেন নীচের দিকে Important Links এরপর Activate UAN অপশনে ক্লিক করবেন এরপর পরবর্তী পেজটিতে আপনার ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার (UAN), আধার নাম্বার, আবেদনকারীর নাম, জন্মতারিখ, আধার কার্ডের সঙ্গে রেজিস্টার মোবাইল নাম্বার, ও ক্যাপচার কোড বসিয়ে "I hereby consent to provide my Aadhaar Number, One Time Pin (OTP) data for Aadhaar based authentication for the purpose of establishing my identity and I agree to share my basic details as available with Aadhaar for the purpose of activating UAN" অপশনে ক্লিক করে নীচের দিকে Get Authorization Pin অপশনে ক্লিক করুন।
EPFO এর অফিসিয়াল ওয়েবসাইটের UAN Portal- Click Here
পরবর্তী পেজে আবেদনকারীর আধার নাম্বার, আবেদনকারীর নাম, জন্মতারিখ, আধার কার্ডের সঙ্গে রেজিস্টার মোবাইল নাম্বার শো করবে এটি ভালো করে দেখে নেবেন, এবং নীচের দিকে I Agree ক্লিক করবেন ও OTP ID 4 ডিজিট বা সংখ্যার অটোমেটিক থাকবে এবং নীচে Enter OTP অপশনে আবেদনকারীর রেজিস্টার মোবাইল নম্বরে যে OTP এসেছে সেটা বসিয়ে নীচে Validate OTP And Activate UAN অপশনে ক্লিক করুন। এরপর Your UAN is Activate, The Password is Sent to your registered mobile number মেসেজ আসবে, এর অর্থ আবেদনকারীর রেজিস্টার মোবাইল নম্বরে একটি Unique Password আসবে। ওই Unique Password দিয়ে EPFO এর অফিসিয়াল ওয়েবসাইটের UAN Portal গিয়ে UAN নম্বর, Password ও ক্যাপচা কোড বসিয়ে Sing in করতে হবে। এরপর আপনার পিএফ একাউন্ট ওপেন হয়ে যাবে।
PF Balance Check Online কিভাবে করবেন?
পিএফ একাউন্ট ব্যালেন্স অনলাইন চেক করার জন্য আপনাকে EPFO এর অফিসিয়াল ওয়েবসাইটের UAN Portal Sing in করতে হবে। এরপর পরবর্তী পেজটিতে ড্রপডাউন মেনু "View" অপশনে ক্লিক করে "Passbook" অপশনে ক্লিক করলে নতুন একটি পেজ ওপেন হবে সেখানে আপনাকে আপনার UAN নম্বর, Password ও ক্যাপচা কোড ক্যালকুলেশন করে বসিয়ে Login অপশনে ক্লিক করতে হবে।
এরপর আপনার পিএফ একাউন্ট ওপেন হবে, এবং নীচের দিকে Select MEMBER ID ক্লিক করে যে MEMBER ID এর "PF Balance Check" করতে চাইছেন সেটি সিলেক্ট করে view Passbook অপশনে ক্লিক করে সম্পূর্ণ ডিটেইলস দেখতে পাবেন এবং Download Passbook অপশনে ক্লিক করে PDF File Download করতে পারবেন।
UMANG অ্যাপ্লিকেশন ডাউনলোড - Click Here
এছাড়াও আপনি UMANG অ্যাপের সাহায্যে "PF Account Balance Check" চেক করতে পারেন। এর জন্য আপনাকে গুগল প্লেস্টোর থেকে UMANG অ্যাপটি ইনস্টল করে ওপেন করতে হবে এবং ওখানে All Service ক্লিক করে Search করতে হবে EPFO। পরবর্তী পেজটিতে EPFO ক্লিক করে Login করতে হবে Universal Account Number (UAN) নম্বর দিয়ে Get OTP নম্বর দিয়ে। এরপর 'View Passbook' অপশনে ক্লিক করে "PF Account Balance Check" করে দেখেনিতে পারবেন।
প্রিয় দর্শক আজকে আমরা "PF Account Balance Check" সম্পর্কিত সমস্ত নতুন আপডেট আপনাদের কাছে শেয়ার করলাম, যদি আপনাদের কোনো রকম সমস্যা হয় তাহলে আপনি নীচে কমেন্ট বক্সে জানতে পারেন। এছাড়াও এই রকম নতুন আপডেট খবর পেতে আমাদের Follow করুন।
No comments:
Post a Comment