Monday, November 8, 2021

Swasthya Sathi Card Aadhar Link Online // স্বাস্থ্য সাথী কার্ডে আধার কার্ড লিঙ্ক না থাকলে বাতিল হবে স্বাস্থ্য সাথী কার্ড?

  Deb Kumar       Monday, November 8, 2021
আপনার স্বাস্থ্য সাথী কার্ডে আধার কার্ড লিঙ্ক না থাকলে বাতিল হবে স্বাস্থ্য সাথী কার্ড, সেক্ষেত্রে আপনি কি করে বুঝবেন যে আপনার "Swasthya Sathi Card Aadhar Link" রয়েছে কিনা, অনলাইন কিভাবে চেক করবেন? "স্বাস্থ্য সাথী কার্ডে আধার কার্ড লিঙ্ক" না থাকলে পাবেন না স্বাস্থ্য সাথী কার্ডের বিশেষ সুবিধা, তাই আধার কার্ড লিঙ্ক করা খুবই জরুরী। 
আজকের এই আর্টিকেল এর মাধ্যমে Swasthya Sathi Card কি? Swasthya Sathi Card Aadhar Link রয়েছে কিনা কিভাবে চেক করবেন? স্বাস্থ্য সাথী কার্ডে আধার কার্ড লিঙ্ক সম্পর্কে সম্পূর্ণ তথ্য বিস্তারিত আলোচনা করবো। 
swasthya sathi status check online
Swasthya Sathi Card কি? 
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায়, প্রত্যেক গরিব ও মধ্যবিত্ত পরিবার কে বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা দেয়ার জন্য যে প্রকল্প চালু করেন তা দুয়ারে সরকার ক্যাম্প এই ক্যাম্পে "Swasthya Sathi Card" এর একটি নতুন প্রকল্প শুরু হয়। এই স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে প্রত্যেক পরিবার 5 লক্ষ্য টাকা পর্যন্ত চিকিৎসার জন্য আর্থিক সাহায্য পাবেন। স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে বিনামূল্যে সরকারি বেসরকারি ও হসপিটালে চিকিৎসা করতে পারবেন। যদি কোনো বেসরকারি হসপিটাল চিকিৎসার জন্য অস্বীকার করে সেক্ষেত্রে ওই হসপিটালের লাইসেন্স পর্যন্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত দেন রাজ্য সরকার। তবে এই স্বাস্থ্য সাথী কার্ড এর সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না থাকলে সরকারি বেসরকারি ও হসপিটালে চিকিৎসা ক্ষেত্রে সুবিধা পাবেন না। 
Swasthya Sathi Card Aadhar Link রয়েছে কিনা কিভাবে চেক করবেন?
স্বাস্থ্য সাথী কার্ডে আধার কার্ড লিঙ্ক না থাকলে বাতিল হবে স্বাস্থ্য সাথী কার্ড, সেক্ষেত্রে আপনি কি করে বুঝবেন যে আপনার "Swasthya Sathi Card Aadhar Link" রয়েছে কিনা। এর জন্য -
প্রথমে আপনাকে যেকোনো ব্রাউজার ওপেন করে "Swasthya Sathi" লিখে সার্চ করতে হবে, এরপর swasthyasathi.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে ওপেন করতে হবে।
Swasthya Sathi অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক - Click Here 
এরপর অফিসিয়াল ওয়েবসাইটটির উপর দিকে Menu Bar অপশনে Find Your Name অপশনে ক্লিক করতে হবে। পরবর্তী পেজে আবেদনকারীর মোবাইল নম্বর ও Find Name For অপশনে যদি আপনি নিজের জন্য চেক করবেন তাহলে Yourself ক্লিক করুন, আর যদি অন্য কারুর জন্য হয় সেক্ষেত্রে আপনি Others অপশনে ক্লিক করে Submit এ করুন।
এবার পরের পেজে আবেদনকারীর State Name- West Bengal দেওয়া থাকবে(যেহেতু এই প্রকল্প শুধুমাত্র West Bengal এর), Select District Name, Block/Municipality অপশনে আবেদনকারী যদি Rural বা গ্রামের হন তাহলে Block এবং আবেদনকারী যদি Urban বা শহরের হন সেক্ষেত্রে Municipality Select করে Select Block Name বা Select Municipality Name, Select GP Name, Select By অপশনে দুটি অপশন(Aadhaar NoKhadyasathi Ration Card No) আসবে সেটিতে আপনারা Aadhaar No অপশনে ক্লিক করবেন কারন "স্বাস্থ্য সাথী কার্ডে আধার কার্ড লিঙ্ক" Verify করার জন্য।
swasthya sathi status check online
এরপর Aadhaar No বসিয়ে নীচে Submit অপশনে ক্লিক করলে যদি আবেদনকারীর সমস্ত ডিটেইলস শো করে সেক্ষেত্রে বুঝবেন যে আপনার "Swasthya Sathi Card Aadhar Link" রয়েছে।
প্রিয় দর্শক আজকে আমরা "স্বাস্থ্য সাথী কার্ডে আধার কার্ড লিঙ্ক" রয়েছে কিনা চেক করার সঠিক নিয়ম এই আর্টিকেল এর মাধ্যমে শেয়ার করলাম। আপনাদের যদি কোনো স্বাস্থ্য সাথী কার্ড সম্পর্কে কোনো রকম সমস্যা থাকে সেক্ষেত্রে নীচে কমেন্ট বক্সে জানতে পারেন। এবং এই রকম নতুন আপডেট খবর পেতে আমাদের Follow করুন।
Share Post


logoblog

Thanks for reading Swasthya Sathi Card Aadhar Link Online // স্বাস্থ্য সাথী কার্ডে আধার কার্ড লিঙ্ক না থাকলে বাতিল হবে স্বাস্থ্য সাথী কার্ড?

Previous
« Prev Post

No comments:

Post a Comment