Tuesday, November 9, 2021

How to Earn Money From Youtube Shorts || ইউটিউব শর্টস থেকে কিভাবে টাকা রোজগার করবেন?

  Deb Kumar       Tuesday, November 9, 2021
ইউটিউব থেকে শর্টস ভিডিও বানিয়ে টাকা রোজগার করবেন ভাবছেন। এর জন্য আপনাকে কি কি করতে হবে, আজকে আমারা "Earn Money From Youtube Shorts" সম্পূর্ণ তথ্য বিস্তারিত জানাবো।
ইউটিউব শর্টস ভিডিও বানিয়ে এখন অনেকেই প্রচুর টাকা রোজগার করছে। আপনি ও চাইলে ইউটিউব শর্টস ভিডিও বানিয়ে টাকা রোজগার করতে পারবেন। এর জন্য আপনার ইউটিউব চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইবার প্রয়োজন হবে না। 
আজকে আমরা এই আর্টিকেল এর মাধ্যমে Youtube Shorts কি? Youtube Shorts ভিডিও কিভাবে আপলোড করবেন? Youtube Shorts থেকে কিভাবে টাকা রোজগার করবেন? Youtube Shorts এর কি নিয়ম রয়েছে? সম্পূর্ণ বিষয় বিস্তারিত আলোচনা করবো।
Earn Money From Youtube Shorts
Youtube Shorts কি?
ইউটিউব শর্টস হল ইউটিউব এর একটি নতুন ফিউচার বা আপডেট যেটি টিকটক এর মতো শর্ট ভিডিও( 15 সেকেন্ড - 1 মিনিট )আপলোড করতে হয়। টিকটক ব্যান্ড হয়ে যাওয়ায়, সোশালমিডিয়ায় নিত্য নতুন প্ল্যাটফর্ম আসে। তবে ইউটিউব সবচেয়ে বড় ভিডিও প্ল্যাটফর্ম, তাই ইউটিউব ও "Youtube Shorts" নামে নতুন ফিউচার চালু করে। এই ইউটিউব শর্টস এখন অনেকেই প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করছে যেটা অনেকটা Youtube Stories এর মতো। 
Youtube Shorts ভিডিও কিভাবে আপলোড করবেন?
ইউটিউব শর্টস ভিডিও বানানোর জন্য আপনাকে প্রথমে গুগল প্লেস্টোর থেকে Youtube অ্যাপ ইনস্টল করতে হবে।
অফিসিয়াল Youtube অ্যাপ লিঙ্ক - Click Here
এরপর ইমেল আইডি দিয়ে একটি চ্যানেল বানাতে হবে। আপনার Youtube অ্যাপ ওপেন করলে দেখতে পাবেন নীচের দিকে একটি প্লাস আইকন (+) দেখতে পাবেন, আপনাকে ওই প্লাস আইকনে (+) ক্লিক করতে হবে। এরপর Create a Short অপশনে ক্লিক 15 সেকেন্ড -1 মিনিট এর ভিডিও বানিয়ে Next অপশনে ক্লিক করতে হবে। এবার ভিডিও Title, Description( Descriptionএর মধ্যে #Shorts,#Youtubeshorts অবশ্যই দেবেন ), Location, দিয়ে Next অপশনে ক্লিক করুন। পরের পেজে ভিডিও টি যদি ছোট্ট বাচ্চাদের হয় তাহলে Yes, it's made for kids অপশনে ক্লিক করতে হবে, আর যদি এটি ছোট্ট বাচ্চাদের না হয় তাহলে No, it's not made for kids অপশনে ক্লিক করে উপরে Upload অপশনে ক্লিক করে ভিডিও আপলোড করেদিন। এছাড়াও আপনি আগে থেকে ভিডিও বানিয়ে আপলোড করতে পারেন। 
Youtube Shorts থেকে কিভাবে টাকা রোজগার করবেন?
ইউটিউব থেকে ঘোষণা করেছে যে Youtube Shorts ভিডিও ক্রিয়েটরদের মোট 100M ডলার রিওয়ার্ড প্রদান করবে। যেসব ক্রিয়েটর শর্টভিডিও আপলোড করে এবং তাদের ভিডিও তে ভালো পরিমানের ভিউ আসে, তাদের প্রতি মাসে প্রায় 100$ থেকে 10,000$ ডলার রিওয়ার্ড প্রদান করা হবে। এই টাকা কিন্তু ক্রিয়েটররা ইমেল এর মাধ্যমে পাবেন সেখান থেকে ক্লেম করতে হবে। আপনি ইউটিউবে শর্টস ভিডিও তৈরি করে মাসে 7 লক্ষ টাকা পেতে পারেন। এর জন্য কোনো সাবস্ক্রাইবার প্রয়োজন হবে না।
Youtube Shorts এর কি নিয়ম রয়েছে?
ইউটিউবে শর্টস ভিডিও এর ক্ষেত্রে কিংবা ইউটিউব ভিডিও কিছু Policy বা নিয়ম রয়েছে। সেগুলো -
  • আপনাকে ইউটিউবে শর্টস ভিডিও রেগুলার আপলোড করতে হবে। 
  • ইউটিউবে শর্টস ভিডিও কনস্পেট বা কন্টেন্ট গুলো অবশ্যই নিজের(কোনো রকম কারুর ভিডিও কপি করা চলবেনা) হতে হবে। 
  • এছাড়া ভিডিও গুলো কিন্তু Portrait বা হরিজোন্টালে হতে হবে। 
  • এখানে কোনো রকম কপিরাইট গান ব্যবহার করতে পারবেন না। 
  • ভিডিও আপলোড এর সাথে #Shorts লিখতে হবে। এবং ভিডিও টি 15 সেকেন্ড থেকে 60 সেকেন্ড এর মধ্যে হতে হবে। 
প্রিয় দর্শক আজকে এই আর্টিকেল মাধ্যমে "Earn Money From Youtube Shorts" এর সম্পূর্ণ বিষয় শেয়ার করলাম, আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা চাইলে ইউটিউব শর্ট ভিডিও বানিয়ে টাকা রোজগার করতে পারেন। এই রকম নতুন আপডেট খবর পেতে আমাদের Follow করুন।
Share Post


logoblog

Thanks for reading How to Earn Money From Youtube Shorts || ইউটিউব শর্টস থেকে কিভাবে টাকা রোজগার করবেন?

Previous
« Prev Post

No comments:

Post a Comment