পশ্চিমবঙ্গ সরকার তথা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে তৃতীয় বারের "Duare Sarkar Camp Next Date" ঘোষণা করেন। এই দুয়ারে সরকার ক্যাম্প এর মাধ্যমে প্রত্যেক নাগরিক সরকারি প্রকল্প গুলো নতুন করে আবেদন করতে পারবে এবং যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই ভুল সংশোধন করতে পারবেন।
আজকে আমারা পরবতী Duare Sarkar Camp কবে শুরু হবে? এবং পরবতী Duare Sarkar Camp কোন কোন প্রকল্পের কাজ হবে? পরবতী Duare Sarkar Camp নতুন কোন প্রকল্প শুরু হবে? সম্পূর্ণ বিষয় আপনাদের শেয়ার করবো।
পরবতী Duare Sarkar Camp কবে শুরু হবে?
পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর বাড়ির দুয়ারে নিয়ে এসেছে সরকারি পরিষেবা, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে "Duare Sarkar Camp Next Date" ঘোষণা করেন। তিনি বলেন যে আগামী 16 নভেম্বর থেকে শুরু হচ্ছে এবং 15 ডিসেম্বর পর্যন্ত "দুয়ারে সরকার ক্যাম্প" থাকবে। এবং তিনি এটা ও জানিয়েছেন যাঁর যখন যেখানে দরকার আসছে আপনার দুয়ারে সরকার।
পরবতী Duare Sarkar Camp কোন কোন প্রকল্পের কাজ হবে?
দুয়ারে সরকার ক্যাম্পে আগে যেসব প্রকল্প কাজ হয়েছে সেগুলো আবার পুনরায় চালু হবে এবং স্বাস্থ্য সাথী কার্ড, লক্ষীর ভান্ডার প্রকল্প, কৃষক বন্ধু, ঐক্যশ্রী ও কন্যাশ্রী দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করা যাবে। দুয়ারে সরকার ক্যাম্পের কর্মসূচি -
- লক্ষীর ভান্ডার প্রকল্প
- স্বাস্থ্য সাথী কার্ড
- কৃষক বন্ধু
- ঐক্যশ্রী
- স্টুডেন্ট ক্রেডিট কার্ড
- জাতিগত শংসাপত্র
- কন্যাশ্রী
- রুপশ্রী
- জব কার্ড
- খাদ্য সাথী
- মানবিক কল্যাণ কর্মসূচি
- জয় জোহার / তপশিলি বন্ধু পেনশন প্রকল্প
- বৃদ্ধ ও বিধবা ভাতা / প্রতিবন্ধী ভাতা
- উৎসশ্রী প্রকল্প
- যুবশ্রী প্রকল্প
- পাড়ায় সমাধান
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে তৃতীয় বারের "Duare Sarkar Camp Next Date" ঘোষণা করেন। এই বার যে সকল মহিলার লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন করতে পারেননি বা এখনো টাকা আসেনি, যাদের স্বাস্থ্য সাথী কার্ড এখনো পর্যন্ত হয়নি, কৃষক বন্ধু প্রকল্পে জমির পরিমাণ আরো যুক্ত করতে, খাদ্য সাথী প্রকল্পে রেশন কার্ডের সমস্ত ভুল সংশোধন ও সমস্ত প্রকল্প আবার আবেদন করতে পারবেন।
যোগাযোগ করুন :-
দুয়ারে সরকার বিষদে জানতে আপনারা সরাসরি যোগাযোগ করুন 325,HRBC Building, Sarat Chatterjee Road,Shibpur, Howrah-711102.
Helpline : (1070 /033-22143526)
Email: duaresarkar@gmail.com
প্রিয় দর্শক আজকে এই আর্টিকেল মাধ্যমে পরবতী দুয়ারে সরকার ক্যাম্প এর সম্পর্কে সমস্ত তথ্য শেয়ার করলাম, আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা চাইলে দুয়ারে সরকার ক্যাম্প গিয়ে আরো বিষদে জানতে পারেন। এই রকম নতুন আপডেট খবর পেতে আমাদের Follow করুন।
No comments:
Post a Comment