আজকে আমারা জানাবো যে কিভাবে অনলাইন আপনার মোবাইল এর মাধ্যমে "pf passbook balance check online" দেখবেন তা স্টেপ বাই স্টেপ আপনাদের শেয়ার করবো।
PF Balance Check করে দেখতে পারবেন যে কত টাকা প্রতিমাসে জমা হচ্ছে PF Account এর মধ্যে।
আপনি কি সরকারি বা বেসরকারি কোম্পানিতে কাজ করেন, প্রত্যেক মাসে মাসিক বেতন প্রায় 12% টাকা আপনার PF Account জমা করা হয়। এই পিএফ আ্যকাউন্টে টাকা আপনি কিভাবে সরকারি চেক করবেন অনলাইন। এর জন্য EPFO এর UAN(Universal Account Number) এ আপনার PF Balance জমা হয়। এই PF Account জমা টাকা সরাসরি আপনার মোবাইল এর মাধ্যমে অনলাইন দেখতে পারেন খুব সহজে।
আজকের এই প্রতিবেদন এর মাধ্যমে আমরা "PF Balance Check 2025" কিভাবে পিএফ ব্যালেন্স চেক করবেন মোবাইল দিয়ে? দেখুন ওয়েবসাইট লিংক নীচে দেওয়া হয়েছে।
PF Balance Check 2025 || কিভাবে পিএফ ব্যালেন্স চেক করবেন মোবাইল দিয়ে?-
আপনি আপনার pf একাউন্ট ব্যালেন্স চেক করতে পারেন খুব সহজে এর জন্য-
- আপনাকে EPFO (Employees Provident Fund Organisation) অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।
- এরপর EPF Passbook অফিসিয়াল পোর্টাল ওপেন করুন।
- এবার UAN Number, Password ও captcha code বসিয়ে sign in ক্লিক করুন।
- এখন আপনার PF Account যে মোবাইল নম্বর লিংক রয়েছে সেই নম্বরে OTP আসবে, সেই OTP বসিয়ে Varify তে ক্লিক করলেই দেখতে পাবেন PF Balance কত রয়েছে।
PF Balance Check ওয়েবসাইট লিংক- Click Here
এই ভাবে ওয়েবসাইট থেকে PF Balance Check 2025 দেখতে পারেন, এছাড়াও UMANG অ্যাপ এ লগইন করে সরাসরি PF Balance Check Online Mobile দেখতে পাবেন। UMANG অ্যাপ আপনি Play Store থেকে ইনস্টল করেনিন।
এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
No comments:
Post a Comment