Friday, June 3, 2022

Epf-পেনশন এর টাকা তোলার সঠিক নিয়ম || Epf pension withdrawal process online জেনে নিন বিস্তারিত তথ্য!

  Deb Kumar       Friday, June 3, 2022
আপনার pf এর টাকা তোলার পর Epf পেনশন এর টাকা তুলতে পারবেন। এর জন্য আপনাকে কি কি করতে হবে। এই "Epf pension withdrawal process online" কিভাবে করবেন সমস্ত কিছু বিস্তারিত জানতে পারবে এই আর্টিকেল এর মাধ্যমে। এমন অনেকেই আছেন যে pf এর টাকা তোলার পর Epf-পেনশন এর টাকা তোলার সঠিক নিয়ম কি? জানেন না। তাই আপনারা "pf pension withdrawal process" সম্পূর্ণ জেনে নিন। 
epf pension withdrawal process online
Epf pension withdrawal করার জন্য কি করতে হবে?
একজন Employee কর্মরত অবস্থায় কিন্ত "pf pension withdrawal" করতে পারবেন না। এর জন্য যে সকল বিষয়ে গুরুত্ব দিতে হবে সেগুলো -
1. আপনার pf account যে মোবাইল নম্বরটি রেজিস্টার আছে সেই মোবাইল নম্বরটি আধার কার্ডের সঙ্গে রেজিস্টার থাকতে হবে।
2. আপনার pf account Date of exit থাকতে হবে অর্থাৎ আপনি যে কাজ করতেন সেই কাজ ছাড়ার শেষ তারিখ Epf account এ আপডেট করতে হবে।
3. আপনার pf account এ নিজস্ব ব্যাংক একাউন্ট লিংক থাকতে হবে।
4. pf account এ নিজস্ব ব্যাংক একাউন্ট লিংক রয়েছে সেই ব্যাংক একাউন্ট এর পাসবুক বা চেক বুক আপনার থাকতে হবে।
5. Epf pension withdrawal করার আগেই pf withdrawal সম্পূর্ণ করতে হবে।
Epf pension withdrawal process online  কিভাবে করবেন? 
আপনার pf account এ সমস্ত টাকা তোলার পর আপনি "Epf pension withdrawal" করতে পারবেন। এর জন্য আপনাকে -
  • প্রথমে আপনাকে EPFO এর Universal Account Number (UAN) এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক- Click Here
  • এরপর UAN এর নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার দিয়ে লগইন করতে হবে।
  • এবার হোম পেজে আপনাকে 'Online Services' অপশনে গিয়ে CLAIM (FORM-31,19,10C&10D) এ ক্লিক করতে হবে। ব্যাঙ্ক একাউন্ট নাম্বার দিয়ে 'Verify' তে ক্লিক করতে হবে।
epf pension withdrawal process
  • এবার WARNING(s):-Certificate of Undertaking একটি নোটিশ শো করবে সেটি yes ক্লিক করার পর 'Proceed for online claim' ক্লিক করলে নতুন একটি পেজ ওপেন হবে সেখানে  "I want to apply for" অপশনে "ONLY PENSION WITHDRAWAL" অর্থাৎ FORM-10C এ ক্লিক করতে হবে। 
  • এরপর "Epf pension withdrawal" এর সম্পূর্ণ ফর্ম টি ওপেন হবে, Select Service অপশনে আপনি যে যায়গায় কাজ করতেন সেই Service সিলেক্ট করবেন। এবং এর নীচে Employee Address অপশনে আবেদনকারী অ্যাড্রেস দেবেন।
এছাড়াও নীচের দিকে "Upload Scanned copy of cheque/passbook" এর Choose File অপশনে epf account এ যে ব্যাংক একাউন্ট kyc update রয়েছে সেই পাসবুক এর ফটো আপলোড করতে হবে। তবে (এই ফাইল 100 KB এবং সর্বোচ্চ 500 KB সাইজের JPG এবং JPEG হতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, IFSC এবং নাম স্ক্যান করা ছবি হতে হবে।) নীচে "I hereby consent to provide my Aadhaar Number, Biometric and/or One Time Pin (OTP) data for Aadhaar based authentication for the purpose of establishing my identity" চেক বক্সে ঠিক মার্ক দিয়ে Get Aadhaar OTP অপশনে ক্লিক করতে হবে।
এরপর আপনার রেজিস্ট্রার মোবাইল নাম্বারে একটি OTP আসবে সেটি বসিয়ে নীচে Validate OTP and Submit Claim From অপশনে ক্লিক করলে OTP verify হলে আপনার "Epf pension withdrawal online process" সম্পূর্ণ হবে। এছাড়াও আপনি OTP has been verified , eKYC updated and Pension Withdrawal  Claim form submitted successfully on Unified Portal. Please CLICK HERE to view pdf ডাউনলোড করতে পারবেন।
প্রিয় দর্শক আজকে এই আর্টিকেল মাধ্যমে "pf pension withdrawal online process" কিভাবে করবেন তা আপনাদের সম্পূর্ণ শেয়ার করলাম, আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো মতামত থাকে বা সমস্যা থাকে সেক্ষেত্রে নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন। এবং এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
Share Post


logoblog

Thanks for reading Epf-পেনশন এর টাকা তোলার সঠিক নিয়ম || Epf pension withdrawal process online জেনে নিন বিস্তারিত তথ্য!

Previous
« Prev Post

No comments:

Post a Comment