মাননীয় পর্ষদ সভাপতি তিনি জানিয়েছেন আগামী 2023 সালে মাধ্যমিক পরীক্ষা 23 শে ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে এবং পরীক্ষা শেষ হবে 4 মার্চ। এছাড়াও সম্পূর্ণ রুটিন প্রকাশিত হয়েছে।
Madhyamik Exam Routine [2023]
- 23 ফেব্রুয়ারি 2023 বৃহস্পতিবার- প্রথম ভাষা (Banglali)
- 24 ফেব্রুয়ারি 2023 শুক্রবার- দ্বিতীয় ভাষা (English)
- 25 ফেব্রুয়ারি 2023 শনিবার- ভূগোল (Geography)
- 27 ফেব্রুয়ারি 2023 সোমবার- ইতিহাস (History)
- 28 ফেব্রুয়ারি 2023 মঙ্গলবার- জীবন বিজ্ঞান (Life Science)
- 2 মার্চ 2023 বুধবার- অঙ্ক (Mathematics)
- 3 মার্চ 2023 বৃহস্পতিবার- ভৌত বিজ্ঞান (Physical Science)
- 4 মার্চ 2023 শুক্রবার- ঐচ্ছিক বিষয়
Madhyamik Exam Routine Pdf
মাননীয় পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, এবারেও পরীক্ষার সময় ছিল মোট 3 ঘণ্টা 15 মিনিট। তার মধ্যে প্রথম 15 মিনিট দেওয়া হত প্রশ্নপত্র পড়ে দেখার জন্য। পরের 3 ঘণ্টায় উত্তর লেখে পরীক্ষার্থীরা। এবারের পরীক্ষাতেও যেমন কঠিন নিরাপত্তায় বিশেষ জোর দিয়েছে পর্ষদ। ঠিক সেই ভাবে আগামী বৎসর অর্থাৎ প্রশ্নফাঁস তথা যেকোনও রকমের বিশৃঙ্খলা এড়াতে পরীক্ষা চলাকালীন সুব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে দিল পর্ষদ।
No comments:
Post a Comment