মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায়, বিভিন্ন প্রকল্পের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে ও রাজ্য সরকারের তহবিল থেকে যে Scholarship প্রদান করা হয় তা "Chief Minister Relief Fund" বা Nabanna Scholarship। এই "নবান্ন স্কলারশিপ 2022" পশ্চিমবঙ্গের সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এই স্কলারশিপ এর জন্য কিভাবে আবেদন করবেন ও কি কি ডকুমেন্টস প্রয়োজন। এবং কিভাবে ফর্ম Pdf Download করবেন তা বিস্তারিত আপনাদের শেয়ার করবো।
Nabanna Scholarship আবেদন যোগ্যতা কি?
এই "Nabanna Scholarship 2022" আবেদন শুধুমাত্র যে সমস্ত শিক্ষার্থী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। এবং যারা মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ও মাধ্যমিক 50% থেকে 60% কিংবা উচ্চমাধ্যমিক 65% নম্বর পেয়েছেন তারা এই স্কলারশিপ আবেদন করতে পারবে। আপনি যদি এই স্কলারশিপ আবেদন করেন তাহলে আপনি "Chief Minister Relief Fund" থেকে 10,000 টাকা আর্থিক সহায়তা পাবেন।
Nabanna Scholarship 2022 আবেদন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন?
এই "Nabanna Scholarship 2022" আবেদন করতে যেসব ডকুমেন্টস প্রয়োজনীয় সেগুলো হলো -
- পরিচয় পত্র যেমন (আধার কার্ড/ভোটার কার্ড কিংবা প্যান কার্ড)।
- পূর্ববর্তী উত্তীর্ণ পরীক্ষার মার্কশিট বা এডমিট কার্ড।
- বর্তমান রঙিন বা কালার পাসপোর্ট সাইজ ফটো।
- নতুন বা চলতি বছরের ভর্তির প্রমাণ পত্র ( স্কুল বা কলেজের ভর্তির প্রমাণ পত্র)।
- ইনকাম সার্টিফিকেট (বার্ষিক আয় 1 লক্ষ 20 হাজার এর মধ্যে হতে হবে)।
- এমপি(MP)/এমএলএ(MLA) স্বাক্ষর করে একটি শংসাপত্র।
- নিজস্ব ব্যাংক একাউন্ট পাসবুক ডিটেইলস।
Nabanna scholarship আবেদন করার সহজ উপায়?
এই "Nabanna Scholarship 2022" সাধারণত অনলাইন আবেদন হয় না তাই অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। এর জন্য আপনাকে আপনার "নবান্ন স্কলারশিপ ফর্ম" ফিলাপ করে সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে জমা করতে হবে।
Nabanna Scholarship 2022 আবেদন পত্র কোথায় জমা করবেন?
এই "নবান্ন স্কলারশিপ 2022" আবেদন পত্র বা ফর্ম ফিলাপ করে আপনারা সরাসরি Nabanna ভবনে গিয়ে জমা করতে হবে।
ঠিকানা -
To,
The Hon’ble Chief Minister,
Government of West Bengal,
Nabanna,
325, Sarat Chatterjee Road,
Howrah-711102
Nabanna Scholarship From Pdf Download কিভাবে করবেন?
নবান্ন স্কলারশিপ 2022 আবেদন করতে যে ফর্ম প্রয়োজন, সেই Nabanna Scholarship From Pdf Download করতে নীচে APPLICATION FORM PDF "Download" অপশনে ক্লিক করুণ।
Application Form Pdf ➡️Download⬅️
প্রিয় দর্শক আজকে এই আর্টিকেল মাধ্যমে "Nabanna Scholarship 2022" আবেদন কিভাবে করবেন তা আপনাদের সম্পূর্ণ শেয়ার করলাম, আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো মতামত থাকে বা সমস্যা থাকে সেক্ষেত্রে নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন। এবং এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
No comments:
Post a Comment