Rupashree Prakalpa কি?
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তথা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2018 সালে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা আর্থিক ভাবে অসচ্ছল বা পিছিয়ে যে সকল পরিবার, সেই সকল পরিবারকে প্রাপ্তবয়স্ক কন্যাদের বিয়ে দিতে যাতে অসুবিধা না হয় তার জন্য এককালীন 25 হাজার টাকা আর্থিক অনুদানের ঘোষণা করেন তা Rupashree Prakalpa বলা হয়।
Rupashree Prakalpa কি কি ডকুমেন্ট প্রয়োজন?
আপনি যদি এই "rupashree prakalpa online apply 2022" আবেদন করতে চাইছেন তাহলে আপনাকে অবেদন করতে যে সমস্ত নথিপত্র প্রয়োজনীয় সেগুলো হলো -
- পাত্র-পাত্রীর বয়সের আধার কার্ড।
- পাত্র-পাত্রীর যদি SC/ST/OBC থাকেন তাহলে তাঁর জাতিগত শংসাপত্র বা সার্টিফিटকেট।
- নিজস্ব ব্যাংক একাউন্ট পাসবইয়ের ফটো কপি। বিবাহের প্রমাণপত্র হিসাবে বিবাহের নিমন্ত্রণ কার্ড বা বিবাহ নথিভুক্তকরনের নোটিশ কিংবা ম্যারেজ সার্টিফিকেট।
- এছাড়াও পাত্র-পাত্রীর একসাথে তোলা পাসপোর্ট সাইজ কালার ফটো।
- ইনকাম সার্টিফিকেট।
- রেজিস্টার মোবাইল নম্বর।
Rupashree Prakalpa আবেদন করার জন্য বয়স কত হতে হবে?
রুপশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে সকলে পারবেন না এর জন্য পাত্র-পাত্রীর নিদিষ্ট বয়স হতে হবে সুতরাং পাত্রের বয়স 21+ হতে হবে এবং পাত্রীর নিদিষ্ট বয়স 18+ থাকতে হবে। যদি আপনি এই প্রাপ্ত বয়স্কদের নীচে অথচ বিয়ে দিচ্ছেন সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা দ্বারা প্রশাসনিক ভাবে কঠোর সিদ্ধান্ত নিতে পারেন।
Rupashree Prakalpa Application ফর্ম কিভাবে ডাউনলোড করবেন?
আপনারা যদি রুপশ্রী প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্ম খুঁজছেন তাহলে আপনি সরাসরি Rupashree Prakalpa অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। আপনাদের সুবিধার জন্য নীচে "rupashree prakalpa form pdf download" লিংক দেওয়া হলো।
rupashree prakalpa form pdf download লিংক - Click Here
Rupashree Prakalpa নতুন করে আবেদন কিভাবে করবেন?
রুপশ্রী প্রকল্প নতুন করে আবেদন করতে প্রথমে আপনাকে rupashree prakalpa form pdf download করতে হবে। এরপর সম্পূর্ণ ফর্মটি ফিলাপ করে সঙ্গে আধার কার্ড, পাত্র-পাত্রীর যদি SC/ST/OBC থাকেন তাহলে তাঁর জাতিগত শংসাপত্র বা সার্টিফিকেট, বিবাহের প্রমাণপত্র হিসাবে বিবাহের নিমন্ত্রণ কার্ড বা বিবাহ নথিভুক্তকরনের নোটিশ কিংবা ম্যারেজ সার্টিফিকেট, ব্যাংক একাউন্ট পাসবইয়ের জেরক্স কপি সহ স্থানীয় BDO অফিস কিংবা SDO অফিসে জমা করতে হবে।
প্রিয় দর্শক আজকে এই আর্টিকেল মাধ্যমে "rupashree prakalpa apply 2022" কিভাবে করবেন তা আপনাদের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ শেয়ার করলাম, আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। "rupashree prakalpa form pdf download" কিভাবে করবেন তা আপনাদের সম্পূর্ণ তথ্য শেয়ার করলাম। যদি আপনাদের কোনো মতামত থাকে বা সমস্যা থাকে সেক্ষেত্রে নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন। এবং এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
No comments:
Post a Comment