- old age pension কি?
- old age pension আবেদন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন?
- old age pension যোগ্যতা কি?
- old age pension কিভাবে আবেদন করবেন?
আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আমরা অনলাইন কিভাবে আবেদন করবেন তা আপনাদের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ শেয়ার করবো।
old age pension কি?
যে সকল ব্যক্তি 60 বছর বয়সে শারীরিক ও মানসিক ভাবে অক্ষম, এবং কর্মহীন সেই সকল ব্যক্তি সরকার থেকে প্রতি মাসে 1000 টাকা পেনশন বা ভাতা পেয়ে থাকে, সেই ভাতা বা পেনশন কে আমরা এক কথায় old age pension বা বৃদ্ধ ভাতা বলা হয়।
old age pension আবেদন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন?
বৃদ্ধ ভাতা বা old age pension এর জন্য অনলাইন আবেদন করতে আবেদনকারীর যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন সেগুলো হলো -
- আধার কার্ড।
- জাতিগত শংসাপত্র।
- রেশন কার্ড (খাদ্যসাথী কার্ড)।
- ভোটার কার্ড।
- ইনকাম সার্টিফিকেট।
- নিজস্ব ব্যাংক একাউন্ট।
- রেজিস্টার মোবাইল নম্বর।
old age pension যোগ্যতা কি?
বৃদ্ধ ভাতা বা old age pension এর যোগ্যতা অর্থাৎ কারা এই প্রকল্পের আওতায় অবেদন করতে পারবেন।
- আবেদনকারী বয়স 60 হতে হবে।
- পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা থাকতে হবে।
- অন্য কোনো ভাতা বা পেনশন এর সুবিধা থাকা যাবে না অর্থাৎ সরকারি না বেসরকারি পেনশন।
- আবেদনকারীর নূন্যতম ইনকাম 15 হাজার এর কম থাকবে তাঁরাই বৃদ্ধ ভাতা বা old age pension অবেদন করতে পারবে।
old age pension কিভাবে অনলাইন আবেদন করবেন?
বৃদ্ধ ভাতা বা old age pension অবেদন আমরা সকলে অফলাইন আবেদন করতাম কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু এখন অনলাইন নিবন্ধন শুরু হয়ে গেছে তাই "old age pension" অনলাইন আবেদন করতে পারবেন। এর জন্য আপনাকে -
- প্রথমে আপনাকে গুগলে umang.gov.in লিখে সার্চ করতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক- Click Here
- এরপর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে। এবং সেখানে মেনুতে ক্লিক করে Services অপশনে ক্লিক করতে হবে।
- এবার Search বক্সে National Social Assistance Programme বা NSAP লিখে সার্চ করবেন। এরপর "old age pension" এর ওয়েবসাইটি ওপেন করবেন।
- National Social Assistance Programme বা NSAP ওয়েবসাইটি ওপেন করলে দেখতে পাবেন View Beneficiary Payment Status ও Apply Online এই দুটি অপশন, আপনারা Apply Online এর Open অপশনে ক্লিক করবেন।
- এবার নতুন একটি পেজ ওপেন হবে সেখানে Create Account অপশনে ক্লিক করে আপনাকে আপনার মোবাইল নম্বর দিয়ে Get OTP অপশনে ক্লিক করবেন ক্যাপচার দিয়ে একাউন্ট বানাতে হবে।
- এরপর Search বক্সে National Social Assistance Programme বা NSAP লিখে সার্চ করবেন। Apply Online এর Open অপশনে ক্লিক করলে আপনারা 3টি অপশনে (Applicant Details, Account Details, Aadhar Verification) অবেদন করতে পারবেন। প্রথমে Applicant Details আবেদন করার সম্পূর্ণ ফর্ম ওপেন হবে সেখানে Scheme name অপশনে IGNOAPS বা Indira Gandhi National Old Age Pension Scheme সিলেক্ট করতে হবে এবং আপনাকে আপনার সমস্ত ডিটেইলস দিয়ে ফর্মটি ফিলাপ করে next অপশনে ক্লিক করবেন।
- এরপর Account Details এ আপনার Beneficiary Number, Mobile Number এবং ব্যাংক একাউন্ট ডিটেইলস দিয়ে next অপশনে ক্লিক করে পরবর্তী Aadhar Verification অপশনে ক্লিক করতে হবে এবং সেখানে আপনার আধার কার্ডে যে নাম দেওয়া রয়েছে সেই নাম লিখতে হবে এবং আধার কার্ডের নম্বর বসিয়ে Upload Photo অপশনে আপনার আধার কার্ডের স্ক্যান কপি আপলোড করতে হবে। এরপর নীচের দিকে Submit অপশনে ক্লিক করলে আবেদন সম্পূর্ণ হবে এবং একটি রেফারেন্স আইডি পাবেন ওটি নোট করে রাখবেন,আবেদন স্ট্যাটাস চেক করার জন্য।
প্রিয় দর্শক আজকে এই আর্টিকেল মাধ্যমে "old age pension online registration" কিভাবে করবেন তা আপনাদের সম্পূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ শেয়ার করলাম, আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো কিছু সমস্যা থাকে সেক্ষেত্রে নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন। এবং এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
No comments:
Post a Comment