shram yogi mandhan yojana কি?
প্রধানমন্ত্রী "shram yogi mandhan yojana" কেন্দ্রীয় সরকারের একটি পেনশন প্রকল্প। এই প্রকল্পের আওতায় কৃষক থেকে শুরু করে সমস্ত অসংগঠিত শ্রমিক আবেদন করতে পারবেন। এই প্রকল্পের আওতায় শ্রমিকদের প্রতি মাসে 3000 টাকা করে পেনশন দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।
shram yogi mandhan yojana আবেদন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন?
প্রধানমন্ত্রী "shram yogi mandhan yojana" অনলাইন আবেদন করার জন্য যে সমস্ত নথিপত্র প্রয়োজনীয় সেগুলো -
- আধার কার্ড।
- নিজস্ব ব্যাংক একাউন্ট।
- রেজিস্টার মোবাইল নম্বর।
- পাসপোর্ট সাইজ কালার ফটো।
- ই-শ্রম কার্ড এর UAN নম্বর।
shram yogi mandhan yojana কারা আবেদন করতে পারবেন না?
প্রধানমন্ত্রী "shram yogi mandhan yojana" অনলাইন সকলে আবেদন করতে পারবেন না।
- শুধু মাত্র অসংগঠিত শ্রমিক আবেদন করতে পারবে।
- অসংগঠিত শ্রমিকদের মাসিক আয় 15,000 এর কম হতে হবে।
- অবেদনকারী বয়স 18 থেকে 40 বছর আছে তাঁরা আবেদন করতে পারবে।
তবে যেসকল ব্যক্তি ট্যাক্স দেয় কিংবা NPS/ESIC/EPFO রয়েছে তাঁরা কিন্তু এই পোর্টালের জন্য আবেদন করতে পারবেন না।
shram yogi mandhan yojana apply online কিভাবে করবেন?
প্রধানমন্ত্রী "shram yogi mandhan yojana" অনলাইন আবেদন করার জন্য আপনি e-shram portal কিংবা mandhan.in অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।
- প্রথমে আপনার মোবাইল কিংবা কম্পিউটারের গুগলে সার্চ করতে হবে mandhan.in অফিসিয়াল ওয়েবসাইট।
অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক - Click Here
- এরপর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে এবং সেখানে "Click Here to apply now" অপশনে ক্লিক করতে হবে।
- এবার পরবর্তী পেজটিতে Self Enrollment অপশনে ক্লিক করতে হবে।
- Self Enrollment অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন মোবাইল নম্বর দিয়ে PROCEED অপশনে ক্লিক করবেন।
- এরপর আবেদনকারীর নাম, ইমেইল আইডি ও ক্যাপচার কোড বসিয়ে GENARATE OTP অপশনে ক্লিক করতে হবে।
- এরপর আপনার রেজিস্ট্রার মোবাইল নাম্বারে OTP আসবে সেটি বসিয়ে PROCEED অপশনে ক্লিক করবেন।
- এবার নতুন একটি পেজ ওপেন হবে সেখানে Dashboard মেনু তে Enrollment ক্লিক করে "Pradhan Mantri Shram Yogi Maandhan Yojana" অপশনে ক্লিক করলে।
- অনলাইন আবেদন করার সম্পূর্ণ ফর্ম ওপেন হবে সেখানে আবেদনকারীর নিজস্ব ডকুমেন্ট দিয়ে ফিলাপ করতে হবে এবং নীচের দিকে I hereby declare that I have no objection in authenticating myself using aadhar based authentication system and provide my consent to use the information ( Aadhaar number/Demographics/ Biometric) for the enrollment. চেক বক্সে ঠিক মার্ক দিয়ে Submit করলে আপনার রেজিস্টার সম্পূর্ণ হবে।
এছাড়াও আপনি চাইলে আপনার এলাকায় পাশাপাশি CSC সেন্টারে গিয়ে আবেদন করতে পারবেন।
shram yogi mandhan yojana কি কি সুবিধা পাবেন?
প্রধানমন্ত্রী "shram yogi mandhan yojana" কেন্দ্রীয় সরকারের এই পেনশন প্রকল্পে যেসকল সুবিধা পাবেন সেগুলো -
সমস্ত অসংগঠিত শ্রমিকদের প্রতি মাসে 55 টাকা থেকে 200 টাকা মধ্যে অর্থাৎ আবেদনকারীর বয়স অনুযায়ী টাকা বিনিয়োগ করতে হবে। এবং এই টাকা আবেদনকারী 60 বছর পর প্রত্যেকে পাবেন প্রতি মাসে 3000 টাকা Pension পাবেন।
আরও বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন -
Toll free number - 1800 267 6888, 14434
প্রিয় দর্শক আজকে এই আর্টিকেল মাধ্যমে "shram yogi mandhan yojana apply online" কিভাবে করবেন তা আপনাদের সম্পূর্ণ তথ্য শেয়ার করলাম, আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো মতামত থাকে বা সমস্যা থাকে সেক্ষেত্রে নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন। এবং এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
No comments:
Post a Comment