Monday, January 3, 2022

Pradhan mantri awas yojana 2022 new list || প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ নতুন লিস্ট 2022

  Deb Kumar       Monday, January 3, 2022

প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ 2022 সালের নতুন লিস্ট কিভাবে দেখবেন? ওই লিস্টে আপনার রয়েছে কিনা কিভাবে চেক করবেন, এছাড়াও সম্পূর্ণ লিস্ট কিভাবে ডাউনলোড করবেন। আজকে আমারা "pradhan mantri awas yojana 2022" এর কারা বাড়ি পাবেন এবং কারা পাবেন না তা আপনাদের শেয়ার করবো। এই "প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ 2022" আপনার এলাকায় সম্পূর্ণ লিস্ট কিভাবে দেখবেন? তা এই আর্টিকেল এর মাধ্যমে বিস্তারিত জেনেনিন।

Table of contents
pradhan mantri awas yojana 2022 কারা সুবিধা পাবেন?
pradhan mantri awas yojana আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে?
pradhan mantri awas yojana আবেদন কিভাবে আবেদন করবেন?
pradhan mantri awas yojana 2022 এর সম্পূর্ণ লিস্ট কিভাবে দেখবেন?
এই যোজনার আওতায় প্রত্যেক গরীব ও মধ্যবিত্ত বাড়ি পাবেন। এই "প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ" প্রত্যেকে প্রায় 2 লক্ষ 67 হাজার টাকা পাবে। তাহলে আপনি জেনে নিন যে আপনার নাম লিস্টে রয়েছে কিনা।
pradhan mantri awas yojana gramin

pradhan mantri awas yojana 2022 কারা সুবিধা পাবেন?
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এই প্রকল্পের আওতায় যে সকল ব্যক্তি "bangla awas yojana" বাড়ি বা ঘর পাইনি সেই ব্যক্তি এই প্রকল্প বা যোজনার অধীনে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে "pradhan mantri awas yojana 2022" বাড়ির জন্য টাকা পাবেন। তবে যারা এই প্রকল্পে সুবিধা পাবেন-
ভারতীয় নাগরিক হতে হবে।
প্রত্যেক গরীব ও মধ্যবিত্ত পরিবার পাবেন।
আবেদনকারীর নিজস্ব জমি বা বাস্তু থাকতে হবে।

Ayushman Mitra ID Apply Online // আয়ুষ্মান মিত্র আইডি অনলাইন রেজিস্ট্রেশন কিভাবে করবেন?বিস্তারিত জেনে নিন

যেসব সকল ব্যক্তির বাৎসরিক ইনকাম 1 লক্ষ বা তার নিচে একমাত্র তারাই আবেদন করতে পারেবেন।
তবে সরকারি চাকুরিজীবিরা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর জন্য নাম নথিভুক্ত করতে পারবে না।
pradhan mantri awas yojana আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে?
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করার জন্য আবেদনকারী যে সমস্ত নথিপত্র প্রয়োজনীয় সেগুলো হলো -

  • আধার কার্ড।
  • ভোটার কার্ড।
  • পাসপোর্ট সাইজ কালার ফটো।
  • আবেদনকারীর নিজস্ব ব্যাংক একাউন্ট।
  • বিডিও ইনকাম সার্টিফিকেট।
  • নিজস্ব জমির কম্পিউটার রেকড বা পর্চা।
  • জাতিগত শংসাপত্র শুধু মাত্র (SC/ST/OBC) আবেদনকারীর জন্য।
  • রেজিস্টার মোবাইল নাম্বর।
pradhan mantri awas yojana আবেদন কিভাবে আবেদন করবেন?
আপনি যদি 2021 সালে "pradhan mantri awas yojana" এর জন্য আবেদন না করে থাকেন তাহলে আপনি নতুন করে আবেদন করতে পারবেন এর জন্য আপনাকে http://pmaymis.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর 'মেনু বার'-এর "সিটিজেন অ্যাসেসমেন্ট" অপশন ক্লিক করে অনলাইন আবেদন করতে পারবেন। এই "pradhan mantri awas yojana 2022" নতুন করে আবেদন কিভাবে করবেন তা আমরা পরবর্তী আর্টিকেল এর মাধ্যমে বিস্তারিত তথ্য আপনাদের শেয়ার করবো।
pradhan mantri awas yojana 2022 এর সম্পূর্ণ লিস্ট কিভাবে দেখবেন?
আপনি যদি 2021 সালে "pradhan mantri awas yojana" এর জন্য আবেদন করে থাকেন তাহলে আপনি খুব সহজে "pradhan mantri awas yojana 2022 new list" চেক করতে পারেন। এর জন্য আপনাকে -
  • প্রথমে আপনাকে গুগলে সার্চ করতে হবে https://egramswaraj.gov.in অফিসিয়াল ওয়েবসাইট।
অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক - Click Here
  • এরপর অফিসিয়াল ওয়েবসাইট হোম পেজে নীচের দিকে দেখতে পাবেন 'Beneficiary Report' এই অপশনে ক্লিক করতে হবে।
pradhan mantri awas yojana gramin
  • Beneficiary Report অপশনে ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হবে সেখানে আপনাকে Panchayat Wise অপশনে ঠিক মার্ক দিয়ে Scheme Name Select অপশনে ক্লিক করে "Pradhan Mantri Awas Yojana-Gramin" এই Scheme বা প্রকল্প সিলেক্ট করতে হবে।
  • এরপর Plan Year অপশনে আপনি যে আর্থিক বৎসরের স্ট্যাটাস চেক করতে চাইছেন সেই আর্থিক বছর সিলেক্ট করুন। এবার State Name,District Panchayat & Equivalent, Block Panchayat & Equivalent, Gram Panchayat & Equivalent সিলেক্ট করে নীচে Capthca দেওয়া রয়েছে সেটি বসিয়ে Get Report অপশনে ক্লিক করবেন।
pradhan mantri awas yojana gramin 2022 new list
এরপর পরবর্তী পেজটিতে আপনার এলাকার সম্পূর্ণ লিস্ট আপনি দেখতে পাবেন। এছাড়াও আপনার নাম আপনি Search বক্সে সার্চ করে দেখে নিতে পারবেন, কিংবা সম্পূর্ণ লিস্ট pdf ডাউনলোড করতে পারবেন।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা নতুন রেজিস্ট্রেশন || কি কি নতুন আপডেট রয়েছে?
প্রিয় দর্শক আজকে এই আর্টিকেল মাধ্যমে "pradhan mantri awas yojana 2022 new list" কিভাবে দেখবেন তা আপনাদের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ শেয়ার করলাম, আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। এরপর পরবর্তী আর্টিকেল এর মাধ্যমে আমরা "pradhan mantri awas yojana 2022" নতুন করে কিভাবে আবেদন করবেন তা আপনাদের সম্পূর্ণ তথ্য শেয়ার করবো। যদি আপনাদের কোনো মতামত থাকে বা সমস্যা থাকে সেক্ষেত্রে নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন। এবং এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।

Share Post


logoblog

Thanks for reading Pradhan mantri awas yojana 2022 new list || প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ নতুন লিস্ট 2022

Previous
« Prev Post

No comments:

Post a Comment