Thursday, January 6, 2022

e-shram card benefits 2022 // ই-শ্রম কার্ড কি কি সুবিধা রয়েছে? জেনে নিন বিস্তারিত!

  Deb Kumar       Thursday, January 6, 2022

আপনি কি ই-শ্রম কার্ড বা শ্রমিক কার্ড "e-shram portal" অনলাইন আবেদন করেছেন। আপনি কি জানেন "e-shram card benefits" নতুন বছরে 2022 এ কি কি সুবিধা পেতে চলেছে গ্রাহকরা। তাহলে জেনে নিন বিস্তারিত আজকের এই আর্টিকেল এর মাধ্যমে, e-shram card আবেদন করার শেষ তারিখ কবে? e-shram card আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন? e-shram card নতুন করে কিভাবে আবেদন করবেন? e-shram card এর কি কি সুবিধা পাবেন?
কেন্দ্রীয় সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর অনুপ্রেরণায় ভারতীয় অসংগঠিত শ্রমিকদের নতুন প্রকল্প চালু করেন। এই e-shram card আওতায় প্রত্যেক অসংগঠিত শ্রমিক পাবেন প্রতি মাসে প্রায় 3000 টাকা।

e-shram card benefits
e-shram card আবেদন করার শেষ তারিখ কবে?
ই-শ্রম কার্ড এর ইতিমধ্যে বিভিন্ন রাজ্যের থেকে প্রায় 196130675 জন এই কার্ডের আওতায় নাম নথিভুক্ত রয়েছে। এখন আপনার রেজিস্টার করতে পারেন, এই e-shram portal অফিসিয়াল নোটিশ অনুযায়ী এখনও কোনো আবেদন করার শেষ তারিখ প্রকাশিত হয়নি। আপনারা যদি চাইলে 2022 সালে নতুন করে আবেদন করতে পারেন। তবে এই প্রকল্পের আওতায় যারা 2021 আর্থিক বছরে 31 শে ডিসেম্বর এর আগে রেজিস্টার করছেন তারা কিন্ত এই প্রকল্পের সুবিধা পাবেন খুব শীঘ্রই।
e-shram card আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন?
ই-শ্রম কার্ড নতুন করে অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য আবেদনকারী যেমস্ত ডকুমেন্টস প্রয়োজন সেগুলো -
Pradhan mantri awas yojana 2022 new list || প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ নতুন লিস্ট 2022

  • আধার কার্ড
  • মোবাইল নম্বর (আধার কার্ড এর সঙ্গে লিঙ্ক থাকতে হবে)
  • স্কুল সার্টিফিকেট
  • ইনকাম সার্টিফিকেট
  • নিজস্ব ব্যাংক একাউন্ট
e-shram card নতুন করে কিভাবে আবেদন করবেন?
যদি একজন অসংগঠিত শ্রমিক হন, 2021 আর্থিক বছরে 31 শে ডিসেম্বর এর আগে "e-shram card" রেজিস্টার না করেন তাহলে আপনি 2022 সালে নতুন করে আবেদন করতে পারেন। এর জন্য আপনাকে "e-shram portal" এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক- Click Here  
এরপর হোম পেজে REGISTER on e-Shram অপশনে ক্লিক করবেন। পরবর্তী পেজটি ওপেন হবে সেখানে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি রেজিস্টার আছে সেই মোবাইল নম্বরটি দেবেন এবং ক্যাপচার কোডটি বসিয়ে Sent OTP তে ক্লিক করুন। এরপর OTP বসিয়ে Submit করলে পরবর্তী পেজটি ওপেন হবে সেখানে আধার নম্বর দিয়ে "I agree to the terms & conditions for registration under eSHRAM Portal" অপশনে ক্লিক করে Sent OTP ক্লিক করবেন। এরপর OTP বসিয়ে Submit করলে পরবর্তী পেজটিতে আপনার আধার কার্ডের সমস্ত ডিটেলস চলে আসবে এরপর Parsonal Details , Nominee Details, Address, Qualification and Income Details, Occupation Details, Bank Account Details সমস্ত তথ্য দিয়ে Submit করতে হবে, তাহলে আপনার "e-shram card" আবেদন সম্পন্ন হবে।
e-shram card এর কি কি সুবিধা পাবেন?
আপনার "e-shram card" বানানো থাকে তাহলে আপনি "e-shram card benefits 2022" যে সুযোগ সুবিধা পাবেন সেগুলো দেখুন-
  • ই-শ্রম কার্ড থাকলে কেন্দ্র সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা থেকে এককালীন 2 লক্ষ টাকা পাবেন।
  • আপনার যদি কোনো দুর্ঘটনার কারণে, যদি আপনি শারীরিকভাবে পুরোপুরি অক্ষম হন তাহলে আপনি 2 লক্ষ টাকা পর্যন্ত বীমা পাবেন।
  • আপনার যদি দুর্ঘটনার কারণে, যদি আপনি শারীরিকভাবে আংশিক অক্ষম হন তাহলে আপনি 1 লক্ষ টাকা পাবেন।
  • এছাড়াও আপনি যদি প্রতি মাসে 55 টাকা প্রধানমন্ত্রী মানধন পেনশন স্কিমে জমা করেন, তাহলে আপনি 60 বছর বয়সে, এই "e-shram card" এর মাধ্যমে প্রত্যেক মাসে 3000 টাকা ভাতা বা পেনশন পাবেন।
ইতিমধ্যে কিন্ত up বা উত্তরপ্রদেশ রাজ্যে এই "e-shram card" আওতায় সমস্ত অসংগঠিত শ্রমিক প্রতি মাসে 500 টাকা করে ভাতা দেওয়া শুরু হয়েছে। তাহলে আপনি কি চান যে আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে এই "e-shram card benefits 2022" উত্তরপ্রদেশ যেমন দেওয়া শুরু হচ্ছে ঠিক সেই রকম পশ্চিমবঙ্গে রাজ্যে চালু করা হোক। যদি আপনাদের কোনো মতামত থাকে বা সমস্যা থাকে সেক্ষেত্রে নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন। এবং এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।

Share Post


logoblog

Thanks for reading e-shram card benefits 2022 // ই-শ্রম কার্ড কি কি সুবিধা রয়েছে? জেনে নিন বিস্তারিত!

Previous
« Prev Post

No comments:

Post a Comment