Table of contents
- pf withdrawal কখন করতে পারবেন?
- pf withdrawal করার জন্য কোন বিষয়ে বেশি গুরুত্ব দিতে হবে?
- epf withdrawal online apply কিভাবে করবেন?
- pf withdrawal online claim status কিভাবে দেখবেন?
pf withdrawal কখন করতে পারবেন?
আপনার যদি pf account থাকে সেক্ষেত্রে আপনি আপনার pf withdrawal করতে পারেন, তবে আপনার pf account passbook কম পক্ষে 6 মাসের টাকা জমা থাকতে হবে। যদি আপনার 6 মাসের কম অর্থাৎ 3-4 মাসের টাকা জমা রয়েছে ,তখন আপনি কিন্ত "pf withdrawal online apply" করতে পারবেন না।
pf withdrawal করার জন্য কোন বিষয়ে বেশি গুরুত্ব দিতে হবে?
আপনি যদি "EPFO" বা এমপ্লয়ার প্রফিডেন্ট ফান্ড অর্গানাইজেশন এর নতুন member হয়ে থাকলে যে বিষয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেগুলো -
- প্রথম আপনাকে আপনার UAN নম্বর জানতে হবে।
- UAN নম্বর activate করতে হবে।
- epf account passbook kyc update রয়েছে কিনা চেক করতে হবে।
- epf account passbook balance চেক করতে হবে।
- UAN নম্বরে মোবাইল নাম্বার লিংক আছে কিনা চেক করতে হবে।
- epf এর Universal Account Number (UAN) আধার কার্ড এর সঙ্গে আপনার মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকতে হবে।
pf withdrawal online apply কিভাবে করবেন?
আপনার epf account যদি "pf withdrawal online claim" করতে প্রথমে আপনাকে -
- আপনার কম্পিউটার বা মোবাইলে গুগলে সার্চ করতে হবে "EPFO" বা এমপ্লয়ার প্রফিডেন্ট ফান্ড অর্গানাইজেশন এর Universal Account Number (UAN) portal ওপেন করে, UAN নম্বর ও password এবং capthca বসিয়ে লগইন করতে হবে।
"EPFO" এর UAN অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক - Click Here
- এরপর অফিসিয়াল ওয়েবসাইট হোম পেজে ড্রপ ডাউন মেনু "Online Services" অপশনে গিয়ে CLAIM (FORM-31,19,10C&10D) এ ক্লিক করতে হবে।
- এবার নতুন একটি পেজ ওপেন হবে সেখানে BANK ACCOUNT No. (As seeded against UAN) বসিয়ে Verify তে ক্লিক করলে, একটি মেসেজ শো করবে সেটি Yes অপশনে ক্লিক করতে হবে।
- এবার নীচের দিকে "Proceed for online claim" ক্লিক করতে হবে।
- এবার নতুন একটি পেজ ওপেন হবে সেখানে "I want to apply for" অপশনে "PF ADVANCE (FORM-31)"এ ক্লিক করতে হবে।
- এরপর pf withdrawal এর সম্পূর্ণ ফর্ম টি ওপেন হবে, Select Service অপশনে আপনি যে যায়গায় কাজ করতেন সেই Service সিলেক্ট করবেন। Select Service এরপর "Purpose for which advance is required" অপশনে ক্লিক করে আপনি কি জন্য টাকা তুলতে চাইছেন সেটি সিলেক্ট করবেন।
Account passbook balance চেক কিভাবে করবেন জেনে নিন- Click Here
- এরপর "Amount of Advance required (in Rs.)" অপশনে ক্লিক করে আপনি কত টাকা তুলতে চান তা লিখবেন। এবং এর নীচে Employee Address অপশনে আবেদনকারী অ্যাড্রেস দেবেন।
- এছাড়াও নীচের দিকে "Upload Scanned copy of cheque/passbook" এর Choose File অপশনে epf account এ যে ব্যাংক একাউন্ট kyc update রয়েছে সেই পাশবুক এর ফটো আপলোড করতে হবে। তবে (এই ফাইল 100 KB এবং সর্বোচ্চ 500 KB সাইজের JPG এবং JPEG হতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, IFSC এবং নাম স্ক্যান করা ছবি হতে হবে।) নীচে "I hereby consent to provide my Aadhaar Number, Biometric and/or One Time Pin (OTP) data for Aadhaar based authentication for the purpose of establishing my identity" চেক বক্সে ঠিক মার্ক দিয়ে Get Aadhaar OTP অপশনে ক্লিক করতে হবে।
- এরপর আপনার রেজিস্ট্রার মোবাইল নাম্বারে একটি OTP আসবে সেটি বসিয়ে নীচে Validate OTP and Submit Claim From অপশনে ক্লিক করলে OTP verify এবং এরপর নীচের দিকে আপনার OTP has been verified , eKYC updated and PF Advance Claim form submitted successfully on Unified Portal. Please CLICK HERE to view pdf ডাউনলোড করতে পারবেন।
pf withdrawal online claim status কিভাবে দেখবেন?
আপনি যদি epf এর advance withdrawal এর জন্য আবেদন করে থাকেন, তাহলে আপনি "pf withdrawal online claim status" চেক করে নিতে পারবেন। এর জন্য আপনাকে-
সরাসরি epf এর UAN অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
এরপর UAN নম্বর ও password এবং capthca বসিয়ে লগইন করতে হবে।
পরবর্তী হোম পেজে ড্রপডাউন মেনু "Online Service" অপশনে ক্লিক করতে হবে।
এরপর "Track Claim Status" অপশনে ক্লিক করলে epf claim stutas দেখতে পাবেন।
Account passbook kyc update রয়েছে কিনা কিভাবে চেক করবেন- Click Here
প্রিয় দর্শক আজকে এই আর্টিকেল মাধ্যমে "epf withdrawal process online 2022" কিভাবে টাকা তোলার সঠিক ভাবে আবেদন করবেন,তা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ শেয়ার করলাম, আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। এরপর পরবর্তী আর্টিকেল এর মাধ্যমে আমরা "epf account UAN card download" কিভাবে করবেন তা আপনাদের সম্পূর্ণ তথ্য শেয়ার করবো। যদি আপনাদের কোনো মতামত থাকে বা সমস্যা থাকে সেক্ষেত্রে নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন। এবং এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
No comments:
Post a Comment