Tuesday, January 11, 2022

e-Ration Card card download west bengal // অনলাইন ই-রেশন কার্ড কিভাবে ডাউনলোড করবেন? জেনে নিন বিস্তারিত তথ্য!

  Deb Kumar       Tuesday, January 11, 2022
আপনার কি রেশন কার্ড হারিয়ে গেছে কিংবা নষ্ট হয়ে গেছে, তাহলে এখন থেকে আর চিন্তার করার কোন কারণ নেই। কারণ অনলাইন আপনার মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে খুব সহজে "e-Ration Card download" করতে পারবেন। আজকে আমারা জানাবো "e-Ration Card" কি? e-Ration Card ডাউনলোড করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন? "e-Ration Card" ডাউনলোড কিভাবে করবেন? "e-Ration Card" কি কি সুবিধা রয়েছে? 
আপনারা এতদিন আধার কার্ড কিংবা প্যান কার্ড অনলাইন থেকে ডাউনলোড করেছেন। কিন্তু এখন থেকে আধার কার্ড কিংবা প্যান কার্ড পাশাপাশি "e-Ration Card download" করতে পারবেন।
download e ration card
e-Ration Card কি?
ই-রেশন কার্ড হল খাদ্যসাথী প্রকল্পে ডিজিটাল রেশন কার্ড এর ফটোকপি যা আধার কার্ড কিংবা প্যান কার্ড এর মতো দেখতে। যদি অরিজিনাল ডিজিটাল রেশন কার্ড নষ্ট বা হারিয়ে যায় তাহলে আপনি এই "e-Ration Card" এর মাধ্যমে খাদ্যসাথী প্রকল্পের রেশন এর সুবিধা পাবেন।
e-Ration Card ডাউনলোড করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন?
আপনারা হয়তো আধার কার্ড ডাউনলোড করার সময় দেখছেন যে রেজিস্টার মোবাইল নম্বরে OTP এর মাধ্যমে ডাউনলোড করতে পরতেন, তবে e-Ration Card কিন্তু কোন রেজিস্টার মোবাইল এর OTP প্রয়োজন হবে না। সেক্ষেত্রে যে ডকুমেন্ট প্রয়োজন সেগুলো হল -
  • ডিজিটাল রেশন কার্ড এর নাম্বর।
  • আপনার রেশন কার্ডের ক্যাটাগরি(AAY,PHH,SPHH,RKSY-I,RKSY-II,GEN)।

e-Ration Card ডাউনলোড কিভাবে করবেন?
আপনার হারিয়ে যাওয়া কিংবা নষ্ট হয়ে যাওয়া রেশন কার্ড পুনরায় ডিজিটাল "e-Ration Card download" করতে পারেন। এর জন্য আপনাকে -
প্রথমে আপনাকে পশ্চিমবঙ্গের খাদ্যসাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in যেতে হবে। 
অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক - Click Here 
এরপর অফিসিয়াল ওয়েবসাইটে হোম পেজে service অপশনের Ration Card (+) আইকন ক্লিক করে "e-Ration Card" অপশনে ক্লিক করতে হবে। 
এবার নতুন একটি পেজ ওপেন হবে সেখানে নিচের দিকে Click to download e-Ration Card অপশনে ক্লিক করবেন।
e ration card status
পরবর্তী নতুন পেজে Please Enter Ration Card Number অপশনে আপনার ডিজিটাল রেশন কার্ড এর নাম্বর বসিয়ে দেবেন এবং Please Select Category অপশনে আপনার রেশন কার্ড যে ক্যাটাগরি সেটি Select করে, নীচে Download অপশনে ক্লিক করলে আপনার e-Ration Card টি PDF ডাউনলোড হয়ে যাবে। 
e-Ration Card কি কি সুবিধা রয়েছে? 
ই-রেশন কার্ড ডাউনলোড করলে যে সুবিধা গুলো পাবেন সেগুলো -
  • প্রথমত আপনার রেশন কার্ড যদি হারিয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি ওই e-Ration Card দিয়ে রেশন ব্যবস্থার রেশন নিতে পারবেন। 
  • যদি আপনি এই e-Ration Card ডাউনলোড করেন তাহলে আপনি ডিজিটাল রেশন কার্ড ভৌত/কাগজের ফর্ম্যাটে বহন করতে হবে না, তখন আপনার মোবাইল এর PDF টি দেখিয়ে খাদ্যদব্য নিতে পারবেন। 
  • যদি আপনার কাছে "e-Ration Card download" থাকে সেক্ষেত্রে আপনি Ration Card stutas check করতে পারবেন খুব সহজে।
প্রিয় দর্শক আজকে এই আর্টিকেল মাধ্যমে "e-Ration Card download" কিভাবে করবেন,তা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ শেয়ার করলাম, আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো মতামত থাকে বা সমস্যা থাকে সেক্ষেত্রে নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন। এবং এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
Share Post


logoblog

Thanks for reading e-Ration Card card download west bengal // অনলাইন ই-রেশন কার্ড কিভাবে ডাউনলোড করবেন? জেনে নিন বিস্তারিত তথ্য!

Previous
« Prev Post

No comments:

Post a Comment