আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনার অধীনে কেন্দ্রীয় সরকারের তরফে 55 কোটি ভারতবাসীকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য নতুন "Ayushman Mitra Id Apply Online" কেন্দ্রীয় সরকারের এই "আয়ুষ্মান মিএ অনলাইন রেজিস্ট্রেশন" করে থাকেন তাহলে আপনি CSC সেন্টারের মতো কাজ করতে পারেন। বলতে পারেন যে এই "Ayushman Mitra Id" একটি স্বেচ্ছাসেবী উদ্যোগ। এই আয়ুষ্মান মিত্র আইডি আপনার যদি রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে আপনি আপনার আইডি দিয়ে অসংখ্য মানুষকে পরিষেবা দিতে পারবেন তাঁর বিনিময়ে আপনি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ভালো কমিশন পাবেন।
আজকে এই আর্টিকেল এর মাধ্যমে আমরা Ayushman Mitra Id কি? Ayushman Mitra Id Apply Online কিভাবে করবেন? এই আইডি নেওয়ার পর আপনি কি কি সুবিধা পাবেন তা সম্পূর্ণ তথ্য বিস্তারিত আলোচনা করবো।
Ayushman Mitra Id কি?
আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনার অধীনে কেন্দ্রীয় সরকারের তরফে 55 কোটি ভারতবাসীকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে Ayushman Mitra পরিকল্পনা নেওয়া হয়েছে। এই আয়ুষ্মান মিত্র আইডি স্বেচ্ছাসেবী উদ্যোগ, দেশের যে কোনো ব্যক্তি এই আয়ুষ্মান মিত্র হতে পারেন।
Ayushman Mitra Id Register করলে কি কি সুবিধা পাবেন?
আপনি যদি এই"Ayushman Mitra Apply Online" তাহলে আপনি যে সুবিধা গুলো পাবেন। সেগুলো -
- দেশের যে নাগরিক এই আয়ুষ্মান ভারত সুবিধা পাচ্ছে তাদের যোগ্যতা যাচাই করতে পারবে।
- তালিকাভুক্ত হাসপটাল চিহ্নিন্ত করতে সুবিধাভোগীদের সাহায্য করবে।
- নিকটবর্তী CSC সেন্টার বা তালিকাভুক্ত হাসপটালের মাধ্যমে আয়ুষ্মান কার্ড তৈরি করতে সাহায্য করবেন।
- এছাড়াও এই প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের অধিকার সম্পর্কে জানতে পারবেন।
আয়ুষ্মান মিত্র অনলাইন রেজিস্ট্রেশন খুব সহজে করতে পারেন মোবাইল এর মাধ্যমে খুব সহজে এর জন্য আপনাকে -
আয়ুষ্মান মিত্র অফিসিয়াল ওয়েবসাইট https://pmjay.gov.in যেতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক - Click Here
আয়ুষ্মান মিত্র অফিসিয়াল ওয়েবসাইট এর হোম পেজে মেনু অপশনে ক্লিক করে Portals এর Ayushman Mitra অপশনে ক্লিক করতে হবে।
এরপর নতুন একটি পেজ ওপেন হবে সেখানে CLICK HERE TO REGISTER অপশনে ক্লিক করবেন।
পরবর্তী পেজে User Management এর Ayushman Mithra Registration অপশনে ক্লিক করতে হবে।
এরপর Self Registration এ আপনার মোবাইল নম্বর ও আধার কার্ডের নম্বর বসিয়ে Submit করতে হবে, তবে যে মোবাইল নম্বরটি রেজিস্টার রয়েছে আপনার আধার কার্ডের সঙ্গে ওই নম্বর টা দিতে হবে।
এবার মোবাইল নম্বর ও আধার কার্ডের নম্বর বসিয়ে Submit করলে e-KYC AUTHENTICATION এর একটি মেসেজ শো হবে এটি আপনারা চেক মার্কে ঠিক দেবেন এবং আপনার রেজিস্ট্রেশন মোবাইল নম্বরটিতে একটি OTP আসবে ওই OTP বসিয়ে Validate অপশনে ক্লিক করবেন।
এরপর আপনার সামনে EKYC has been verified successfully মেসেজ শো করবে সেটি OK করবেন।
এরপর পরবর্তী পেজে একটি ফর্ম ওপেন হবে সেখানে Personal Details সে আপনার আধার কার্ডের সমস্ত তথ্য দেখতে পাবেন এবং যদি আপনার Email Id না থাকে তাহলে আপনাকে Email Id দিতে হবে, এছাড়া Valid Photo অপশনে আপনার একটি পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে।
এরপর নীচের দিকে Communication Address Details অপশনে, যদি আপনার Personal Details ও Communication Address Details এক থাকে তাহলে Please check this box if your communication address is same as Aadhaar Address চেক বক্সে ঠিক মার্ক দিয়ে State ও District সিলেক্ট করবেন।
এবার নীচের দিকে Declaration এ I am not a current user of existing PMJAY Systems চেক বক্সে ঠিক মার্ক দিয়ে Self Register অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর Ayushman Mithra Id Created Successfully মেসেজ আসবে ওটি OK করবেন।
এরপর আপনারা ওই login id দিয়ে Ayushman Mithra Login করতে পারবেন।
এর জন্য আপনাকে Ayushman Mithra Login অপশনে ক্লিক করে Login Id বসিয়ে Proceed অপশনে ক্লিক করলে আপনার রেজিস্টার মোবাইল নাম্বরটিতে একটি 6 ডিজিট এর OTP আসবে ওই OTP বসিয়ে Validate অপশনে ক্লিক করলে আপনার Ayushman Mitra ID ওপেন হবে। এই ভাবে আপনি আয়ুষ্মান ভারত এর আয়ুষ্মান মিত্র লগইন করতে পারবেন।
প্রিয় দর্শক আজকে এই আর্টিকেল মাধ্যমে "Ayushman Mitra ID Apply Online" কিভাবে করবেন তা আপনাদের সম্পূর্ণ তথ্য শেয়ার করলাম, আশাকরি আপনারা বুঝতে পেরেছেন, এই Portal এ যখন কাজ শুরু হবে তখন Login Id দিয়ে কিভাবে কাজ করবেন তা অবশ্যই আমরা পরবর্তী আর্টিকেল এর মাধ্যমে বিস্তারিত জানাবো। যদি আপনাদের কোনো কিছু সমস্যা থাকে সেক্ষেত্রে নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন। এবং এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
No comments:
Post a Comment