বাংলা সহায়তা কেন্দ্র অনলাইন নতুন করে আবেদন এর বিজ্ঞপ্তি প্রকাশিত হল, অর্থাৎ BSK recruitment 2022 নতুন করে অফিসিয়াল কর্মক্ষেত্রে কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। এই "bangla sahayata kendra recruitment 2022" অনলাইন আবেদন কিভাবে করবেন? আজকের এই আর্টিকেল এর মাধ্যমে bangla sahayata kendra বা bsk কি? Bangla sahayata kendra আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে? Bangla sahayata kendra আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন? Bangla sahayata kendra কিভাবে নতুন করে আবেদন করবেন?
bangla sahayata kendra বা bsk recruitment কি?
বাংলা সহায়তা কেন্দ্র হল পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের স্থায়ী ভাবে কর্মক্ষেত্রে নিযুক্ত করার একটি প্রক্রিয়া। এই "bangla sahayata kendra" অবেদন করতে পারবেন সাধারণ মানুষও তবে এটা জেনে রাখা দরকার যে কম্পিউটারের এক্সপেরিমেন্ট সার্টিফিকেট থাকা দরকার। কারণ সরকারের বিভিন্ন স্কলারশিপ, প্রকল্প ও দুয়ারে সরকার ক্যাম্পে, কর্মক্ষেত্রে নিযুক্ত করার সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার।
bangla sahayata kendra আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে?
বাংলা সহায়তা কেন্দ্র অনলাইন আবেদন করার জন্য যেসব ডকুমেন্ট প্রয়োজন সেগুলো হলো -
- আধার কার্ড।
- জাতিগত শংসাপত্র শুধু মাত্র (SC/ST/OBC) আবেদনকারীর জন্য।
- শিক্ষাগত প্রমাণপত্র (মাধ্যমিক এডমিট কার্ড)।
- কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট।
- পাসপোর্ট সাইজ কালার ফটো।
- আবেদনকারীর সিগনেচার বা স্বাক্ষর।
বাংলা সহায়তা কেন্দ্র অনলাইন নতুন করে আবেদন করতে আবেদনকারীর যে সমস্ত যোগ্যতা সম্পন্ন থাকতে হবে সেগুলো -
- প্রথমত ভারতীয় নাগরিক হতে হবে।
- আবেদনকারীর বয়স 18 থেকে 55 বছর হতে হবে।
- কম্পিউটার বিষয়ে এক্সপেরিমেন্ট থাকতে হবে বা কম্পিউটার জানা আবশ্যিক। কারণ ডেটা এন্ট্রি করার জন্য প্রথমে নিযুক্ত হবে সকল আবেদনকারী।
bangla sahayata kendra কিভাবে নতুন করে আবেদন করবেন?
বাংলা সহায়তা কেন্দ্র অনলাইন আবেদন শুরু হয়ে গিয়েছে। কারণ দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতে চলেছে রাজ্যে, ডেটা এন্ট্রি করার জন্য আবেদনকারী অনলাইন "bangla sahayata kendra recruitment 2022" অবেদন করতে পারবেন। তাই কিভাবে আবেদন করবেন জেনে নিন -
- প্রথমে আপনাকে গুগলে সার্চ করতে হবে https://www.parrecruitment.com অফিসিয়াল ওয়েবসাইট।
- অফিসিয়াল ওয়েবসাইট হোম পেজে গিয়ে BSK PMU Recruitment অপশনে ক্লিক করতে হবে।
- এরপর নতুন একটি পেজ ওপেন হবে সেখানে Applicant Login অপশনে ক্লিক করে, নীচের দিকে Sing up অপশনে ক্লিক করে আবেদনকারীর নাম, জন্ম তারিখ, ইমেল আইডি, ও মোবাইল নম্বর, পাসওয়ার্ড ও ক্যাপচার বসিয়ে Register অপশনে ক্লিক করে একাউন্ট এর ইউজার আইডি ও পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে।
- এরপর Applicant Login অপশনে ক্লিক করে ইউজার আইডি, পাসওয়ার্ড ও ক্যাপচার দিয়ে লগইন করতে হবে।
- পরবর্তী পেজে আবেদন করার সম্পূর্ণ ফর্ম ওপেন হবে সেখানে আপনাকে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে ফিলাপ করবেন এবং ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে।
এই ভাবে আপনারা "bangla sahayata kendra recruitment" আবেদন করতে পারবেন।
প্রিয় দর্শক আজকে এই আর্টিকেল মাধ্যমে বাংলা সহায়তা কেন্দ্র অনলাইন আবেদন বা "bangla sahayata kendra recruitment 2022" কিভাবে আবেদন করবেন তা আপনাদের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ শেয়ার করলাম, আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো মতামত থাকে বা সমস্যা থাকে সেক্ষেত্রে নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন। এবং এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
No comments:
Post a Comment