e-shram card activate কিভাবে করবেন?
আপনারা সকলে "e-shram card" বা শ্রমিক কার্ড মোবাইল কিংবা CSC সেন্টারে বানিয়েছেন। তবে এই কার্ড এর UAN নম্বর Activate রয়েছে কিনা বা "e-shram card activate" কিভাবে করবেন, জেনে নিন সমস্ত তথ্য
আপনার "e-shram card" বা শ্রমিক কার্ড এর Universal Account Number (UAN) নম্বর Activate যে ভাবে করবেন -
প্রথমে আপনাকে আপনার মোবাইল কিংবা কম্পিউটারের গুগলে সার্চ করতে হবে Activate UAN এরপর UAN (Universal Account Number) এর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।
আপনারা সরাসরি নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে পারেন।
অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক - Click Here
অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করার পর UAN অপশনে আপনার "e-shram card"এর 12 ডিজিট বা সংখ্যার নম্বরটি দেবেন, এছাড়াও আধার কার্ডের নম্বর, নাম, জন্ম তারিখ এবং মোবাইল নম্বর ও ক্যাপচার কোড বসিয়ে নীচে চেক বক্সে ঠিক মার্ক দিয়ে Get Authorization Pin অপশনে ক্লিক করবেন।
পরের পেজে I Agree চেক বক্সে ঠিক মার্ক দিয়ে আপনার "e-shram card" যে মোবাইল নম্বরটি রেজিস্টার রয়েছে সেই মোবাইল নম্বরটিতে একটি OTP আসবে সেটি Enter OTP অপশনে বসিয়ে নীচে Validate OTP and Activate UAN অপশনে ক্লিক করলে আপনার "e-shram card" বা শ্রমিক কার্ড এর UAN(Universal Account Number) নম্বর Activate হয়ে যাবে।
e-shram card balance check কিভাবে অনলাইন করবেন?
কেন্দ্রীয় সরকারের "e-shram card" বা শ্রমিক কার্ডের 1000 টাকা দেওয়া শুরু হয়েছে। আপনার একাউন্টে এই প্রকল্পের টাকা এসেছে চেক করুন এই পদ্ধতিতে।
"e-shram card balance check" করার জন্য প্রথমে আপনাকে গুগলে umang.gov.in লিখে সার্চ করতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক- Click Here
এরপর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে এবং সেখানে মেনুতে ক্লিক করে login/ Register অপশনে ক্লিক করে একটি একাউন্ট বানাতে হবে। এরপর আপনাকে আপনার একাউন্ট login করতে হবে।
এবার হোম পেজে Search বক্সে Pfms লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখতে পাবেন Services অপশনের নীচে Know Your Payment এবং Track your NSP Payment এই দুটি অপশন। আপনাকে Know Your Payment ক্লিক করতে হবে।
পরবর্তী পেজটিতে আপনাকে আপনার Account number, Bank Name ও Mobile Number দিয়ে নীচে submit অপশনে ক্লিক করলে পরবর্তী পেজে আপনি সরকারি কোন প্রকল্পের সুবিধায় কত টাকা পেয়েছেন তা আপনি দেখতে পাবেন।
তবে এই প্রকল্পের সুবিধা কিন্ত আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত টাকা দেওয়া শুরু হয়নি, এটি এখন শুধু মাত্র উত্তরপ্রদেশ রাজ্যে এই প্রকল্পের আওতায় কিন্তু 500 টাকা করে প্রতি মাসে দেওয়া শুরু করেছে। যদি পশ্চিমবঙ্গে এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হয় তাহলে আমরা পরবর্তী আর্টিকেল মাধ্যমে আপনাদের শেয়ার করবো।
প্রিয় দর্শক আজকে এই আর্টিকেল মাধ্যমে "e-shram card balance check online" কিভাবে করবেন তা আপনাদের সম্পূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ শেয়ার করলাম, আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। আর পরবর্তী আর্টিকেল মাধ্যমে আপনাদের "e-shram card" নতুন আপডেট বিস্তারিত জানাবো।যদি আপনাদের কোনো কিছু সমস্যা থাকে সেক্ষেত্রে নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন। এবং এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
BasirGharami
ReplyDelete