Sunday, February 20, 2022

ই-প্যান কার্ড ডাউনলোড অনলাইন 2022 // How To Download e-PAN Card Online

  Deb Kumar       Sunday, February 20, 2022

আপনি কি জানেন যে আপনার প্যান কার্ড হারিয়ে গেলে কিংবা নষ্ট হয়ে গেলে, আপনার মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে প্যান কার্ড ডাউনলোড বা "e-PAN Card Download Pdf" খুব সহজে করতে পারেন। তাহলে জেনে নিন আজকের এই আর্টিকেল এর মাধ্যমে কিভাবে how to download pan card (e-pan) ডাউনলোড করবেন? এবং এই ই-প্যান কার্ড ডাউনলোড করার পর পাসওয়ার্ড কি দেবেন বা কিভাবে ওপেন করবেন pdf file জেনে নিন বিস্তারিত।

e pan card download online

e-PAN Card কি?
ই-প্যান কার্ড হল প্যান কার্ডের অনলাইন একটি ভার্চুয়াল ফটো কপি। এটি আপনার প্যান কার্ড যদি কোনো কারণে হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি এই ভার্চুয়াল ফটো কপি বা e-pan card download pdf ব্যবহার করতে পারেন। এটির ফলে হারানোর কোনও ঝুঁকি থাকে না। আপনার যখনই প্রয়োজন হবে তখন ডাউনলোড করে ডিজিটাল প্যান কার্ডের মতো ব্যবহার করতে পারবেন।
e-PAN Card কিভাবে ডাউনলোড করবেন?
যদি আপনি চাইছেন যে আপনার "pan card download pdf" ডাউনলোড করতে। তাহলে এর জন্য-

  • প্রথমে আপনাকে আপনার মোবাইল কিংবা কম্পিউটারের গুগলে e-PAN Card Download লিখে সার্চ করতে হবে।
  • এরপর অফিসিয়াল ওয়েবসাইট onlineservices.nsdl.com ওপেন করতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক - Click Here 

e pan card download online
  • এবার আপনি Acknowledgement Number PAN Number দিয়ে e-PAN Card Download করতে পারবেন। এখন আপনার PAN, Aadhaar Number, Date of Birth বসিয়ে নীচে চেক বক্সে ঠিক মার্ক দিয়ে এবং Captcha বসিয়ে Submit অপশনে ক্লিক করবেন।
  • পরবর্তী পেজে আপনার PAN Card এর ডিটেইলস শো করবে এবং e-PAN Card Download করার জন্য OTP আসবে এর জন্য আপনারা মোবাইল নম্বর বা ইমেইল আইডি সিলেক্ট করে নীচে চেক বক্সে ঠিক মার্ক দিয়ে Genarate OTP অপশনে ক্লিক করবেন।
  • এখন আপনার সামনে নতুন পেজ ওপেন হবে সেখানে আপনার রেজিস্ট্রেশন মোবাইল নম্বরে যে OTP এসেছে সেটা বসিয়ে Validate  অপশনে ক্লিক করবেন।
  • এবার নতুন পেজ ওপেন হবে সেখানে Download e-PAN PDF Download e-PAN XML ক্লিক করে e-PAN Card PDF ডাউনলোড করতে পারবেন।
e-PAN Card PDF কিভাবে ওপেন করবেন?
আপনি যদি ই-প্যান কার্ড ডাউনলোড করেন তাহলে আপনার "e-PAN Card PDF" ওপেন করতে পাসওয়ার্ড দিতে হবে, সেক্ষেত্রে আপনি আপনার Date of Birth বা জন্ম তারিখ দেবেন।কিভাবে দেবেন, ধরুন ফেব্রুয়ারি 1 তারিখ 2000 সালে জন্ম তখন আপনার পাসওয়ার্ড হবে Incorporation in DDMMYYYY format অর্থাৎ 01022000 এই ভাবে।
প্রিয় দর্শক আজকে এই আর্টিকেল মাধ্যমে "e-PAN Card Download Pdf" কিভাবে করবেন তা আপনাদের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ শেয়ার করলাম, আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। এবং "e-PAN Card PDF" কিভাবে ওপেন করবেন তা আপনাদের সম্পূর্ণ তথ্য শেয়ার করলাম। যদি আপনাদের কোনো মতামত থাকে বা সমস্যা থাকে সেক্ষেত্রে নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন। এবং এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।

Share Post


logoblog

Thanks for reading ই-প্যান কার্ড ডাউনলোড অনলাইন 2022 // How To Download e-PAN Card Online

Previous
« Prev Post

No comments:

Post a Comment