Prabasi BSK কি?
যে সকল ব্যক্তি পশ্চিমবঙ্গের বাসিন্দা তবে বিভিন্ন কাজের জন্য তিনি পশ্চিমবঙ্গের বাইরে অন্য রাজ্যে বসবাস করেন, তাহলে আপনি Prabasi BSK মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি প্রকল্প গুলির সুবিধা পাবেন এই Prabasi BSK রেজিস্ট্রেশন এর মাধ্যমে।
ePrabasi BSK কিভাবে রেজিস্ট্রেশন করবেন?
আপনি যদি "ePrabasi BSK" নতুন করে রেজিস্ট্রেশন করতে চাইছেন তাহলে আপনাকে
- প্রথমে আপনার মোবাইল কিংবা কম্পিউটারের গুগলে bsk.wb.gov.in লিখে সার্চ করতে হবে। এরপর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক- Click Here
- অফিসিয়াল ওয়েবসাইট হোম পেজে Prabasi BSK দেখতে পাবেন সেখানে ক্লিক করতে হবে।
- পরবর্তী পেজে "ePrabasi LOGIN" অপশনে ক্লিক করে, New User? Register here অপশনে ক্লিক করতে হবে।
- New User? Register here অপশনে ক্লিক করার পর আবেদন করার সম্পূর্ণ ফর্ম ওপেন হবে সেখানে আপনাকে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে submit অপশনে ক্লিক করলে আবেদন সম্পূর্ণ হবে।
Communication and Login Details অনশনে যে ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়েছেন সেই ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবেন।
প্রিয় দর্শক আজকে এই আর্টিকেল মাধ্যমে "Bangla sahayata kendra online apply 2022" কিভাবে করবেন তা আপনাদের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ শেয়ার করলাম, আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। "ePrabasi online registration 2022" নতুন করে কিভাবে আবেদন করবেন তা আপনাদের সম্পূর্ণ তথ্য শেয়ার করলাম। যদি আপনাদের কোনো মতামত থাকে বা সমস্যা থাকে সেক্ষেত্রে নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন। এবং এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
No comments:
Post a Comment