Tuesday, February 8, 2022

বাংলা আবাস যোজনা নতুন লিস্ট 2022-23 || Bengla awas yojana 2022 new list

  Deb Kumar       Tuesday, February 8, 2022

পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় প্রকল্প "Bengla awas yojana"। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বাংলা আবাস যোজনা নতুন লিস্ট 2022 এর মার্চ মাসের মধ্যেই সমস্ত গরিব ও মধ্যবিত্ত মানুষ কে বাড়ি দেওয়ার সিদ্ধান্ত প্রকাশ করেন। এই প্রকল্পের আওতায় সকলে gov এর তরফ থেকে অর্থাৎ রাজ্য সরকারের কাছ থেকে 1 লক্ষ 20 হাজার টাকা পাবেন, গত সপ্তাহে মাননীয়া মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। আপনারা  যারা এখনও "বাংলা আবাস যোজনা" বাড়ি পাননি, 2022-23 আর্থিক বছরে নতুন লিস্টে আপনার নাম রয়েছে কিনা চেক করে দেখতে নিন। 2022-23 আর্থিক বছরে 1 লক্ষ 89 হাজার 107 টি বাড়ি পাবেন মুখ্যমন্ত্রীর ঘোষণা। আজকে আমরা "bengla awas yojana 2022-23 new list" কিভাবে দেখবেন তা আপনাদের সম্পূর্ণ বিষয় বিস্তারিত শেয়ার করবো।

bangla awas yojana beneficiary list

Bengla awas yojana 2022-23 বাড়ি কারা পাবেন?

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানিয়ে দেন যে আমেদের রাজ্যের যে সমস্ত পরিবার এখনও পর্যন্ত পাকা বাড়ি বানাতে পারেননি শুধু মাত্র তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। এছাড়াও এই প্রকল্পের সুবিধার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে সেগুলো হলো -

  1. আধার কার্ড।
  2. ভোটার কার্ড।
  3. আবেদনকারীর নিজস্ব জব কার্ড থাকতে হবে।
  4. নিজস্ব জমির বা ভূমির কম্পিউটার রেকড বা পর্চা।
  5. আবেদনকারীর ব্যাঙ্ক একাউন্ট।

Bengla awas yojana 2022-23 new list কিভাবে দেখবেন?

বাংলা আবাস যোজনায় আপনার নাম রয়েছে কিনা খুব সহজে মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে চেক করতে পারেন। এর জন্য আপনাকে যেটা করতে হবে।
  • প্রথমে আপনার মোবাইল কিংবা কম্পিউটারের গুগলে ippe2 লিখে সার্চ করতে হবে।
  • এরপর https://mnregaweb2.nic.in অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে সেটি ওপেন করতে হবে।
আপনাদের সুবিধার জন্য নীচে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া হল- Click Here
  • অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করার পর State,District, Block, Panchayat, এবং Rows অর্থাৎ pdf file কত রো তে দেখতে চাইছেন সেটি সিলেক্ট করে নীচে Sumit করে আপনার এলাকার সম্পূর্ণ লিস্ট দেখতে পাবেন। এবং আপনার নাম আপনি সার্চ করে দেখে নিতে পারবেন।
এই ভাবে আপনি আপনার মোবাইল এর মাধ্যমে "বাংলা আবাস যোজনা নতুন লিস্ট" চেক করে দেখতে পারেন।
প্রিয় দর্শক আজকে এই আর্টিকেল মাধ্যমে "bengla awas yojana 2023 new list" কিভাবে দেখবেন তা আপনাদের সম্পূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ শেয়ার করলাম, আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো কিছু সমস্যা থাকে সেক্ষেত্রে নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন। এবং এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।

Share Post


logoblog

Thanks for reading বাংলা আবাস যোজনা নতুন লিস্ট 2022-23 || Bengla awas yojana 2022 new list

Previous
« Prev Post

No comments:

Post a Comment