epf uan card কি?
এমপ্লয়ার প্রফিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা "EPFO" এর uan card বলতে 12 সংখ্যার একটি একাউন্ট নাম্বার কিংবা কার্ড যেটা epf uan card বলা হয়। এই কার্ড আধার, প্যান ও ভোটার কার্ডের মতো pdf download করে pvc card বানাতে পারেন।
epf uan card download পদ্ধতি অনলাইন
আপনার "epf uan card download" করার জন্য -
প্রথমে আপনাকে গুগলে UAN (Universal Account Number) অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক- Click Here
- এরপর UAN নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- পরবর্তী পেজে আপনার uan card ফটো আছে কিনা চেক করার জন্য ড্রপডাউন মেনু View অপশনে ক্লিক করে PROFILE ক্লিক করুন।
- এবার আপনার uan card ফটো না থাকলে ফটো আপলোড করবেন।
- এখন আপনার "epf uan card download" করার জন্য ড্রপডাউন মেনু View অপশনে ক্লিক করে 'UAN CARD' অপশনে ক্লিক করবেন।
- এরপর দেখতে পাবেন UAN Card : Preview এবং ডানদিকে Download অপশন শো করবে সেটিতে ক্লিক করে "epf uan card pdf" ডাউনলোড করতে পারবেন।
প্রিয় দর্শক আজকে এই আর্টিকেল মাধ্যমে "epf uan card download" কিভাবে করবেন তা আপনাদের সম্পূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ শেয়ার করলাম, আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো কিছু সমস্যা থাকে সেক্ষেত্রে নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন। এবং এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
No comments:
Post a Comment