Tuesday, November 30, 2021

Aadhar Card Download // আধার কার্ড কিভাবে ডাউনলোড করবেন? সম্পুর্ন পদ্ধতিতে জেনে নিন

  Deb Kumar       Tuesday, November 30, 2021
আমাদের আধার কার্ড ভারতীয় প্রত্যেক নাগরিকদের জন্মের প্রমান পত্র বা পরিচয় পত্র। এই আধার কার্ড কোনো ভুল থাকলে কিংবা নতুন আধার কার্ড আবেদন করলে সেই "aadhar card download" কিভাবে করবেন? আধার কার্ড আমরা খুব সহজে মোবাইল এর মাধ্যমে Unique Identification Authority of India (UIDAI) অফিসিয়াল ওয়েবসাইট এর নতুন Pratal myAadhaar থেকে আধার কার্ড এর 12 ডিজিট বা সংখ্যা কিংবা Enrollment Id দিয়ে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন।
download aadhar card online
Aadhar card download স্টেপ বাই স্টেপ পদ্ধতিতে
আপনার আধার কার্ড কিভাবে মোবাইল এর মাধ্যমে "addhar card download" করবেন দেখেনিন পদ্ধতিতে।
  • আধার কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে UIDAI অফিসিয়াল ওয়েবসাইট এর নতুন Pratal myAadhaar অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। 
অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক (UIDAI) - Click Here 
  • এরপর হোম পেজে "Download Aadhaar" অপশনে ক্লিক করতে হবে। 
  • পরবর্তী পেজটিতে Aadhaar Number, Enrollment ID, Virtual ID যেকোনো একটি অপশনে ক্লিক করে ওই নম্বর দিয়ে নীচে Enter Security Code বা ক্যাপচার কোড বসিয়ে Sent OTP অপশনে ক্লিক করতে হবে। 
  • এরপর আপনার রেজিস্ট্রার মোবাইল নাম্বারে একটি OTP আসবে ওই OTP বসিয়ে নীচে Verify & Download অপশনে ক্লিক করতে হবে। 
  • এরপরে পরবর্তী নতুন পেজটিতে Congratulations একটি মেসেজ শো করবে সেটির নীচের দিকে Go To Download অপশনে ক্লিক করলে আপনার আধার কার্ড PDF ডাউনলোড হয়ে যাবে। 
এরপর আপনাকে ওই PDF File ওপেন করলে একটি Password দিতে হবে যেটা আপনার নামের প্রথম 4টা অক্ষর ক্যাপিটেল লেটার ও জন্মের সাল বসিয়ে Open অপশনে ক্লিক করলে আপনার আধার কার্ড ওপেন হবে। 
প্রিয় দর্শক আজকে এই আর্টিকেল মাধ্যমে "aadhar card download" কিভাবে করবেন তা আপনাদের স্টেপ বাই স্টেপ শেয়ার করলাম, আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো কিছু সমস্যা থাকে সেক্ষেত্রে নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন। এবং এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের Follow করুন।
Share Post


logoblog

Thanks for reading Aadhar Card Download // আধার কার্ড কিভাবে ডাউনলোড করবেন? সম্পুর্ন পদ্ধতিতে জেনে নিন

Previous
« Prev Post

No comments:

Post a Comment