Monday, December 6, 2021

ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করবেন? // How to Earn Money From Facebook

  Deb Kumar       Monday, December 6, 2021
আপনি কি জানেন ফেসবুকে সময় কাটানোর সাথে সাথে, আপনি চাইলে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারেন। আপনারা অনেকেই জানেন যে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় ঠিক সেই রকম ফেসবুক থেকেও টাকা রোজগার করা যায়। ফেসবুকে যে ট্রাফিক রয়েছে বা ইউজার সংখ্যা রয়েছে ইউটিউব এর তুলনায় অনেক বেশি। তাই "earn money from facebook page" কিভাবে করবেন? আজকে আমারা এই আর্টিকেল এর মাধ্যমে ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম কিভাবে করবেন সমস্ত কিছু বিস্তারিত শেয়ার করবো।
Table of contents
Facebook Page কি?
Facebook Page কিভাবে ওপেন করবেন?
Facebook Page কিভাবে টাকা রোজগার করবেন? 
earn money from facebook page
Facebook Page কি?
আমরা সাধারণত ফেসবুক ব্যবহার করে থাকি, আর এই ফেসবুকে সর্বোচ্চ 5000 ফ্রেন্ড হয়ে থাকে। তাই যখন কিছু পোস্ট করি শুধু মাত্র ফেসবুক ফ্রেন্ড এর কাছে পৌঁছে যায়। তাই নিজস্ব Facebook Page ওপেন করে আপনার পোস্ট গুলো পাবলিক ভিজিটর আনতে পারেন খুব সহজে। এক কথায় Facebook Page হল ইউটিউব এর মতো একটি ভিডিও প্লাটফর্ম, য়ার মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট করে মানুষ কে আনন্দ দিয়ে থাকে। 
Facebook Page কিভাবে ওপেন করবেন?
আপনার যদি একটি Facebook একাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল এর মাধ্যমে খুব সহজেই একটি প্রফেশনাল ফেসবুক পেজ বানাতে পারবেন। এর জন্য আপনাকে -
আপনার মোবাইল এর Facebook অ্যাপ্লিকেশনটি ওপেন করে আপনার ফেসবুক একাউন্টটি লগইন করতে হবে, হোম পেজে এরপর উপরের দিকে মেনু অপশনে ক্লিক করুন। 
  • এরপর নীচের দিকে Pages অপশনে ক্লিক করতে হবে।
earn money from facebook page
  • পরবর্তী পেজটিতে উপরের দিকে (+) Create অপশনে ক্লিক করুন। 
  • এরপর পরবর্তী নতুন পেজটিতে Get Started অপশনে ক্লিক করবেন। 
  • এবার আপনার Facebook Page যে নাম দিতে যাইছেন ওই নাম লিখে Next অপশনে ক্লিক করুন। 
  • এখন আপনার Facebook Page টির ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি যে রিলেটেড পেজটি ওপেন করতে চাইছেন ওই ক্যাটাগরি সিলেক্ট করে Next অপশনে ক্লিক করবেন। 
  • পরবর্তী পেজটিতে Enter Website অপশনে আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটটির লিঙ্ক দিতে পারেন, তবে আপনার কোনো ওয়েবসাইট না থাকলে নীচের I don't have a website অপশনে টিক মার্ক দিয়ে Next অপশনে ক্লিক করুন। 
  • এরপর Facebook Page টির প্রোফাইল পিকচার ও কভার ফটো অপশনে আপনার ফেসবুক পেজে যে প্রোফাইল পিকচার ও কভার ফটো অপশনে প্রোফাইল পিকচার ও কভার ফটো অপশনে দিতে যাইছেন সেগুলো আপলোড করে Done অপশনে ক্লিক করতে হবে।
  • এবার আপনার সামনে Important Next Step একটি মেসেজ শো করবে সেটি পরে Next অপশনে ক্লিক করুন। 
এখন আপনার Facebook Page টি ওপেন পুরোপুরি ভাবে সম্পূর্ণ হয়ে গেছে। এবার আপনি আপনার সমস্ত প্রকার পোস্ট এই ফেসবুক পেজে আপলোড করতে পারেন খুব সহজে। তবে একটা কথা, আপনার পোস্ট গুলো পাবলিশ করে নেবেন না হলে ওই পোস্ট গুলো ভিজিটর দেখতে পাবেন না। 
Facebook Page কিভাবে টাকা রোজগার করবেন? 
আমরা অনেকেই জানি যে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়, ঠিক সেই রকম ফেসবুক থেকেও "earn money from facebook page" টাকা রোজগার করা যায়। যদি আপনি ফেসবুক থেকে Facebook Page বানিয়ে নতুন ভিডিও পোস্ট করে ফলোয়ার বাড়াতে পরেন তাহলে Facebook Page থেকে টাকা ইনকাম করতে পারেন। ঠিক যে রকম ইউটিউব মনিটাইজ করতে হয়, ফেসবুক পেজকে মনিটাইজ করতে হয় এর জন্য আপনাকে আপনার ফেসবুক পেজটিতে কমপক্ষে 10,000 লাইক বা ফলোয়ার থাকতে হবে। আপনি যে ভিডিও আপলোড করবেন সেটা কমপক্ষে 2 মিনিট থেকে 3 মিনিট হতে হবে। এছাড়া আপনি যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিও গুলো সব মিলিয়ে ভিউস মোট 30000 থাকতে হবে। তবে প্রতিটি ভিডিও 1 মিনিট করে ভিউ হতে হবে। এবং ভিডিও গুলো নিজস্ব কন্টেন্ট থাকতে হবে। গুগুল অ্যাডসেন্সের বিজ্ঞাপন ছাড়া আপনি Promotion করে ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে পারেন এর জন্য আপনার ফেসবুক পেজে হিউজ পরিমাণে ভিউস থাকতে হবে। 
প্রিয় দর্শক আজকে এই আর্টিকেল মাধ্যমে "earn money from facebook page" কিভাবে টাকা ইনকাম করবেন তা আপনাদের সম্পূর্ণ তথ্য শেয়ার করলাম, আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো কিছু সমস্যা থাকে সেক্ষেত্রে নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন। এবং এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
Share Post


logoblog

Thanks for reading ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করবেন? // How to Earn Money From Facebook

Previous
« Prev Post

No comments:

Post a Comment