Saturday, November 27, 2021

Omicron Variant || করোনার নতুন বিপদ ওমিক্রন ভ্যারিয়েন্ট? ভ্যারিয়েন্ট অফ কনসার্ন কি? বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ভ্যারিয়েন্ট অফ কনসার্ন সম্পর্কে কি বলেছেন?

  Deb Kumar       Saturday, November 27, 2021
করোনার নতুন ভাইরাস কে "Omicron Variant" নামে ঘোষণা করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। এই ভ্যারিয়েন্ট অফ কনসার্ন কি? করোনার নতুন বিপদ "ওমিক্রন ভ্যারিয়েন্ট" কেন বলা হয়েছে? এই করোনার নতুন ভ্যারিয়েন্ট বাড়ছে উদ্বেগ, তবে কি আবার আসতে চলেছে নতুন ভাইরাস। কি বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ভ্যারিয়েন্ট অফ কনসার্ন সম্পর্কে জেনে নিন সমস্ত কিছু বিস্তারিত।
Table of contents
omicron variant কি?
ভ্যারিয়েন্ট অফ কনসার্ন কি?
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ভ্যারিয়েন্ট অফ কনসার্ন সম্পর্কে কি বলেছেন? 
ভারত বর্ষে omicron variant এর প্রভাব কি রয়েছে? 
omicron variant
omicron variant কি?
ওমিক্রন ভ্যারিয়েন্ট হল একধরনের ভাইরাস যেটা করোনার নতুন রূপ বলা যায় এককথায়। এই ভ্যারিয়েন্ট বাকি ভ্যারিয়েন্ট ( আলফা, বিটা, গামা, ও ডেল্টা ) তুলনায় নতুন এবং বেশি শক্তিশালী এর প্রভাবে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছে বলে মনে করছেন WHO (বিশ্ব স্বাস্থ্য সংস্থা)।
ভ্যারিয়েন্ট অফ কনসার্ন কি?
করোনার নতুন বিপদ বা new covid variant "ভ্যারিয়েন্ট কনসার্ন" এটি একটি নতুন এর ভ্যারিয়েন্ট। এতদিন আমরা ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে চিন্তায় ছিলাম, এখনও বিশ্বের সবচেয়ে শক্তিশালী রয়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট, সেটিকে ছাড়িয়ে এবার নতুন ভ্যারিয়েন্ট তৈরী হয়েছে "Omicron Variant" যেটা WHO (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ভ্যারিয়েন্ট অফ কনসার্ন নামে আক্ষ্য দিয়েছেন। এই ভ্যারিয়েন্ট দক্ষিণ আফিকা, ইজরায়েল, বেলজিয়ামে সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। ডেল্টা ভ্যারিয়েন্ট এর চেয়ে বেশী মিউটেশন রয়েছে এই "omicron variant" এর মধ্যে। 
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ভ্যারিয়েন্ট অফ কনসার্ন সম্পর্কে কি বলেছেন?
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO যে ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে বা মৃত্যু হাড় ও বেশী থাকে এবং মানুষের প্রতিরোধ ক্ষমতাকে বিনষ্ট করে সেগুলোকে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন বলেছেন। এই ভ্যারিয়েন্ট দক্ষিণ আফিকা, ইজরায়েল, বেলজিয়ামে দুটো ভ্যাকসিন নেওয়ার পর ও সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। তাই ভ্যাকসিন কতটা কার্যকরী হতে বাধা দেবে সেই নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর বিশেষজ্ঞগণ খুবই চিন্তিত রয়েছে।
ভারত বর্ষে omicron variant এর প্রভাব কি রয়েছে?
ভারত বর্ষের জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ বলছে যে "omicron variant b 1.1 529" কিন্তু আমদের দেশ বা ভারত বর্ষের নয় এই ভ্যারিয়েন্ট দক্ষিণ আফিকা, ইজরায়েল, বেলজিয়ামে হচ্ছে। সেক্ষেত্রে আমাদের দেশে সেইরকম সম্ভাবনা নেই বা প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে এই ভ্যারিয়েন্ট যে যায়গায় হচ্ছে সেই যায়গার মানুষ যদি আসেন তাঁদের কোভিড টেস্ট করে এবং এর পাশাপাশি এই ভ্যারিয়েন্ট  টেস্ট করা দরকার। যেহেতু এখন লগডাউন নেই তাই এর জন্য আমাদের সতর্ক থাকতে হবে এবং যে বিধি মেনে চলছি এবং কোভিড ভ্যাকসিন দ্বিতীয় ডোজ আমাদের সকল কে নেওয়া উচিত। 
প্রিয় দর্শক আজকে এই আর্টিকেল মাধ্যমে "omicron variant" সম্পর্কে সমস্ত কিছু  আপনাদের শেয়ার করলাম, আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের সকলের কাছে অনুরোধ আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে সবাই সুন্দর ও সুস্থ থাকুন। যদি আপনাদের কোনো কিছু বলার থাকলে সেক্ষেত্রে নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন। এবং এই রকম নতুন নতুন আপডেট খবর পেতে আমাদের Follow করুন।
Share Post


logoblog

Thanks for reading Omicron Variant || করোনার নতুন বিপদ ওমিক্রন ভ্যারিয়েন্ট? ভ্যারিয়েন্ট অফ কনসার্ন কি? বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ভ্যারিয়েন্ট অফ কনসার্ন সম্পর্কে কি বলেছেন?

Previous
« Prev Post

No comments:

Post a Comment