Monday, November 22, 2021

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি বেনিফিশিয়ারি লিস্ট চেক অনলাইন // PM Kisan Beneficiary List Check Online

  Deb Kumar       Monday, November 22, 2021

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় আপনি যদি নতুন করে আবেদন করে থাকেন তাহলে আপনার নাম রয়েছে কিনা কিভাবে চেক করবেন বা আপনার এলাকায় সম্পূর্ণ লিস্ট কিভাবে দেখবেন? আজকে আমারা "pm kisan beneficiary list" কিভাবে চেক করবেন সম্পূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ আপনাদের শেয়ার করবো। আপনার গ্রামের সমগ্ৰ নতুন নামের লিস্ট অনলাইন মোবাইল এর মাধ্যমে দেখতে পাবেন খুব সহজে।

Table of contents
pm kisan beneficiary list অনলাইন কিভাবে চেক করবেন?
pm kisan beneficiary status অনলাইন কিভাবে চেক করবেন?
pm kisan beneficiary list
pm kisan beneficiary list অনলাইন কিভাবে চেক করবেন?
আপনার এলাকার সম্পূর্ণ "pm kisan beneficiary list" কিভাবে দেখবেন, স্টেপ বাই স্টেপ পদ্ধতিতে জেনে নিন।
  • প্রথমে আপনাকে PM Kisan এর অফিসিয়াল ওয়েবসাইট PMkisan.gov.in যেতে হবে।
  • এরপর অফিসিয়াল ওয়েবসাইট এর হোম পেজে Farmers Corner অপশনে Beneficiary List অপশনে ক্লিক করুন।
অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক - Click Here
  • পরবর্তী পেজটিতে Beneficiaries list under PMKisan অপশন এর Select State, Select District, Select Sub District, Select Block, Select Village এরপর Get Report অপশনে ক্লিক করলে আপনার সামনে আপনার গ্রামের সমগ্ৰ নতুন নামের লিস্ট দেখতে পাবেন।
pm kisan beneficiary status অনলাইন কিভাবে চেক করবেন?
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় আপনার নাম রয়েছে কিনা কিভাবে "pm kisan beneficiary list" চেক করবেন বা আপনার এলাকায় সম্পূর্ণ লিস্ট দেখতে পারেন এছাড়াও আপনি সরাসরি "pm kisan beneficiary status" চেক করে দেখে নিতে পারবেন আপনার সম্পূর্ণ ডিটেইলস।
প্রথমে PMkisan ওয়েবসাইট এর হোম পেজে যেতে হবে। এরপর হোম পেজে Farmers Corner এর অপশনে যাবে। Farmers Corner অপশনে Beneficiaries Status অপশনে ক্লিক করুন। এবার Beneficiaries Status - এর 3 টি অপশন থাকবে Aadhar Number, Account Number এবং Mobile Number এগুলোর মধ্যে যেকোনো একটি অপশনে ক্লিক করুন। আপনি Aadhar Number অপশনে ক্লিক করে Aadhar Number বসিয়ে এরপর Get Report অপশনে ক্লিক করলে‌ আপনার সামনে Beneficiaries Status এর সম্পূর্ণ স্টাটাস দেখতে পাবেন।
প্রিয় দর্শক আজকে এই আর্টিকেল মাধ্যমে "pm kisan beneficiary list" কিভাবে চেক করবেন সমস্ত কিছু  আপনাদের শেয়ার করলাম, আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে আপনারা নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন। এবং এই রকম নতুন নতুন আপডেট খবর পেতে আমাদের Follow করুন।

Share Post


logoblog

Thanks for reading প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি বেনিফিশিয়ারি লিস্ট চেক অনলাইন // PM Kisan Beneficiary List Check Online

Previous
« Prev Post

No comments:

Post a Comment