প্রথমে পরীক্ষার্থীদের 11:55 মিনিটে প্রশ্ন পত্র দেওয়া হবে। এর পাশাপাশি উত্তর শিট ও দেওয়া হয়ে যাবে। যখন প্রশ্নপত্র ও উত্তর শিট দেওয়া হবে, তোমাদের দেখতে হবে যে ও গুলো ঠিক আছে কিনা, বা ছেড়া রয়েছে কিনা। এরপর উত্তর পত্রের যে ফন্ট পেজ রয়েছে সেটা তোমাকে সঠিক ভাবে ফিলাপ করতে হবে।
মাধ্যমিক পরীক্ষা 2022 উত্তর পত্রের ফন্ট পেজ ফিলাপ করার সঠিক নিয়ম :-
তোমরা যারা "Madhyamik Exam 2022" পরীক্ষা দেবে। পরীক্ষার্থীদের 11:55 মিনিটে উত্তর শিট দেওয়া হবে। সেই উত্তর শিট এর যে ফন্ট পেজ রয়েছে সেটি প্রথম তোমাকে ফিলাপ করতে হবে।
- Madhyamik Pariksha Secondary Examination, 20 লিখা রয়েছে, সেখানে শুধু মাত্র আপনি যে আর্থিক বৎসরে পরীক্ষা দিচ্ছেন সেই সাল লিখবেন। ধরুণ আপনি 2022 সালে পরীক্ষা দিচ্ছেন তাহলে আপনি শুধু মাত্র 22 লিখতে হবে।
- SUBJECT এর কাছে তোমাদের যেদিন যে পরীক্ষা রয়েছে সেই Subject Name লিখতে হবে।
- এরপর PAPER এর যায়গায় কিছু লিখতে হবে না।
- NAME এর কাছে আপনি আপনার নাম, অর্থাৎ এডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট যে নাম দেওয়া রয়েছে সেই নাম লিখতে হবে।
- এরপর Roll ও No এর যায়গায় আপনার এডমিট কার্ড যে Roll ও No রয়েছে সেই নম্বর লিখে দেবেন।
- এবার Registration No এর যায়গায় আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট যে Registration No রয়েছে সেই নম্বর লিখতে হবে।
- এখন Registration No এর পাশে of 20_ ও 20_ দেওয়া থাকবে, সেখানে আপনাকে of 2021 ও 2022 লিখবেন। সুতরাং আপনি যে সালের ব্যাচ সেই সাল লিখতে হবে।
- Syllabus এর যায়গায় আপনারা New ও Old ঠিক মার্ক দিতে হবে, যেহেতু সকলে New Syllabus পরীক্ষা দিচ্ছো তাই সবাই New ঠিক মার্ক দেবেন।
- এরপর Languages In Which Answers Be Writing অর্থাৎ আপনি যে ভাষার উত্তর পত্র লিখবেন সেই Languages লিখতে হবে। আপনি English, Hindi ও Bengali যে Languages উত্তর পত্র লিখবেন সেটি লিখবেন।
- এবার আপনি উপর দিকে Loose Sheet (F) No/Nos এর যায়গায় আপনি যতগুলো Loose Sheet নেবেন সেই নম্বর লিখে দেবেন ধরুন আপনি দুটো Loose Sheet নিয়েছেন তখন আপনি Loose Sheet (F) No/Nos এর পাশে 2(Tow) লিখে দেবেন।
- এছাড়াও Center Code এর পাশে আপনি যে Center পরীক্ষা দেবেন সেই Code নম্বর লিখতে হবে।
উত্তর লেখার টাইম 12টা থেকে শুরু হচ্ছে, এরপর আপনাদের Attendance sheet আসবে সেটি আপনি কিন্ত আপনার নাম সিগনেচার করে দেবেন। যদি আপনি এই Attendance sheet সিগনেচার না করেন তাহলে আপনার পরীক্ষা যে দিয়েছো তার কোনো প্রমাণ থাকবে না।
এবার বলি তোমরা ওনেকে মোবাইল, ক্যালকুলেটর, হেডফোন ও ঘড়ি নিয়ে যায় সেক্ষেত্রে ধরা পরলে আপনার পরীক্ষা ক্যান্সেল হতে পারে। তবে ঘড়ি আপনি ব্লুটুথ ডিভাইস ছাড়া ব্যবহার করতে পারেন।
এখন বলি ভূগোল ও গণিত পরীক্ষার ক্ষেত্রে গ্রাফ পেপার বা ম্যাপ দেওয়া হয় সেগুলো তোমারা উত্তর শিট এর সঙ্গে যে শুতো দেওয়া হবে, সেটি দিয়ে ভালো করে বেঁধে দেবে।
এবার আপনি কোন কালারের পেন ইউজ করবে বলি, পেন এর ক্ষেত্রে আপনি কলো ও ব্লু কালার ব্যবহার করতে পারেন। তবে তোমরা লাল বা সবুজ কালারের পেন ব্যবহার করবে না।
তোমরা যখন উত্তরপত্রে উত্তর লিখবে, তাঁর আগে উত্তরপত্রে উপরে ও বাম সাইটে 1 ইঞ্চি করে মার্জিন দিয়ে দেবেন।
আশাকরি এই ইনফ্রমেশন বা টিপসগুলো আপনাদের "Madhyamik Exam 2022" জন্য সাহায্য করবে। আমাদের এই অফিসিয়াল ওয়েবসাইট এর পক্ষ থেকে সকল মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য রইল অসংখ্য শুভেচ্ছা।
No comments:
Post a Comment