Agnipath yojana কি?
অগ্নিপথ যোজনা হল একধরনের প্রকল্প, যার মাধ্যমে দেশের তরুণ রা সবাই সেনাবাহিনীতে নিয়োগ হতে পারবে। এটি স্বল্পমেয়াদী অর্থাৎ 4 বছরের জন্য নিয়োগ হবে। এবং এই সেনাবাহিনীতে যুক্ত সৈনিকদের অগ্নিবীর বলা হবে।
Agnipath yojana আবেদন করার যোগ্যতা:
1. অগ্নিবীরদের আবেদন করার জন্য বয়স 17 বছর 6 মাস থেকে 21 বছর তবে 2022-23 বছরে one time measure হিসাবে ছাড় রয়েছে 23 বছর পর্যন্ত।
2. শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও সিনিয়র সেকেন্ডারি।
3. আগের মতই স্ট্যান্ডার্ড শারীরিক সুস্থতা পরীক্ষা।
4. পরিষেবার সময়কাল 4 বছর।
5. প্রশিক্ষণের সময়কাল (Basic Training) 6 মাস।
Agnipath yojana সুবিধা কি রয়েছে?
অগ্নিবীররা দেশের সৈনিক হিসেবে যে সমস্ত সুবিধা পাবেন সেগুলো -
1. প্রথম বছরের বেতন প্রতি মাসে 30 হাজার টাকা। তা থেকে 30% টাকা অর্থাৎ 9 হাজার টাকা কেটে নেওয়া হবে, অর্থাৎ 21 হাজার টাকা হাতে পাওয়া যাবে।
2. দ্বিতীয় বর্ষে বেতন 33 হাজার টাকা। মাসে 10 হাজার টাকা কেটে নেওয়া হবে। অর্থাৎ হাতে পাওয়া যাবে 23 হাজার টাকা প্রতি মাসে।
3. তৃতীয় বছরে 36 হাজার টাকা পাওয়া যাবে, তা থেকে 11 হাজার টাকা কেটে প্রতি মাসে 25 হাজার টাকা হাতে পাওয়া যাবে।
4. চতুর্থ বছরে 40 হাজার টাকা মাসে বেতন, তা থেকে প্রতি মাসে 12 হাজার টাকা কেটে নেওয়া হবপ, অর্থাৎ 28 হাজার টাকা হাতে পাওয়া যাবে।
5. এরপর 4 বছরের মেয়াদ শেষে বা অবসরে, চার বছর ধরে কেটে রাখা ওই সব টাকা একত্রিত ভাবে এককালীন 11 লক্ষ 71 হাজার টাকা পরিষেবা তহবিল প্যাকেজ হিসাবে পাবে অগ্নিবীররা।
8. এই 4 বছরের মেয়াদের পরে, যোগ্যতার মানদণ্ড হিসাবে, 25% "অগ্নিবীর জওয়ানকে" ভারতীয় সেনাবাহিনীতে স্থায়ীভাবে নিয়োগ করা হবে, বাকি 75% অগ্নিবীরদের দক্ষতা শংসাপত্র দেওয়া হবে, যার ভিত্তিতে সরকারী বা বেসরকারি কোম্পানিতে চাকরির অগ্রাধিকার পাবেন। পাশাপাশি নিজস্ব ব্যবসা করতে চাইলে তার জন্য ন্যূনতম সুদের হারে অ-নিরাপত্তা ঋণ প্রদান করা হবে।
9. প্রতি বছর তিন বাহিনী মিলিয়ে প্রায় 50 হাজার করে "অগ্নিবীর" সৈন্য নিয়োগ করা হবে।
Agnipath yojana online আবেদন পদ্ধতি:
অগ্নিবীররা এই "agnipath yojana" অনলাইন আবেদন করতে পারবেন। এর জন্য আপনাকে www.joinindianarmy.nic.in অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারবেন।
অফিসিয়াল ওয়েবসাইট লিংক - Click Here এছাড়া CSC সেন্টারে গিয়ে আবেদন করতে পারবেন।
ইতিমধ্যে joinindianarmy.nic.in অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা পড়লে আপনি সমস্ত ডিটেইলস বুঝতে পারবেন।
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড লিংক -
➡️ Download ⬅️
ইতিমধ্যে বায়ু সেনাবাহিনী আবেদন শুরু হয়ে গেছে।
No comments:
Post a Comment