পশ্চিমবঙ্গ সরকার তথা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কৃষকের ফসল নষ্ট বা ক্ষতি জন্য বাংলার কৃষকদের কিচ্ছু পরিমাণ অর্থ সাহায্য করে BSB বা Bangla Shasya Bima প্রকল্পের মাধ্যমে। আপনি আপনার মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে খুব সহজে "BSB Certificate Download" কিভাবে করবেন? এবং কোন ফসলের জন্য কত টাকা পাচ্ছেন তাঁর স্ট্যাটাস চেক অনলাইন কিভাবে করবেন তা বিস্তারিত জেনে নিন এই আর্টিকেল এর মাধ্যমে।
Bangla Shasya Bima প্রকল্পের স্ট্যাটাস চেক অনলাইন :
আপনি যদি কৃষক হন আর আপনার যদি BSB বা Bangla Shasya Bima প্রকল্পের আবেদন করা থাকে সেক্ষেত্রে আপনি আপনার "bengla shasya bima status check" করতে পারবেন অনলাইন। এর জন্য আপনাকে -
- প্রথমে আপনাকে গুগলে BSB লিখে সার্চ করতে হবে।
- এরপর Search Insurance Coverage অপশনে ক্লিক করবেন।
- পরবর্তী পেজটিতে আবেদনকারীর ভোটার আইডি কার্ড নম্বর এবং যে ফসলের জন্য অর্থাৎ আপনি খরিফ মরসুম বা রবি মরসুম সিলেক্ট করবেন ও আপনি যে আর্থিক বৎসরের স্টেটাস দেখতে চাইছেন সেই আর্থিক বছর সিলেক্ট করে Check অপশনে ক্লিক করলে আপনার "bangla sasya bima status" দেখতে পাবেন।
Bangla Sasya Bima বা BSB Certificate Download পদ্ধতি :
আপনার যদি বাংলা শস্য বীমা প্রকল্পের "BSB Certificate Download" থাকে তাহলে আপনি সরাসরি কত জমির জন্য কত টাকা পাচ্ছেন তাঁর সম্পূর্ণ তথ্য বিস্তারিত জানতে পারবেন। এই BSB Certificate Download করতে -
অফিসিয়াল ওয়েবসাইট matirkatha.net সাইটে যেতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট লিংক - Click Here
এরপর হোম পেজে কৃষি বিভাগীয় পরিষেবা অপশনে "বাংলা শস্য বীমা" ক্লিক করতে হবে।
পরবর্তী পেজটিতে Farmer Corner অপশনে ক্লিক করতে হবে।
এখন আপনার ভোটার কার্ডের নম্বর বসিয়ে নীচে check অপশনে ক্লিক করলে কৃষকের সম্পূর্ণ ডিটেইলস দেখতে পাবেন এবং নীচের দিকে Download Certificate অপশনে ক্লিক করে bsb certificate Download করতে পারবেন।
No comments:
Post a Comment