
ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তরফ থেকে অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশ করে, আগামী 1 লা আগস্ট 2022 থেকেই নতুন ফর্ম প্রকাশিত হচ্ছে। এর পাশাপাশি "voter card link to aadhar card online" করার জন্য নতুন ফর্ম From : 6B প্রকাশিত হবে। এই ফর্ম এর মাধ্যমে প্রত্যেক নাগরিক ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে পারবে।
From : 6B কিভাবে ফিলাপ করবেন জানুন-
ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে From : 6B পূরণ বা ফিলাপ করতে হবে এর জন্য আপনাকে From : 6B ডাউনলোড করতে হবে।
- এই ফর্মটি ডাউনলোড করার পর আপনাকে জেরক্স করে ফর্মটি প্রয়োজনীয় নথি দিয়ে ফিলাপ করে আবেদন করতে হবে।
From : 6B ডাউনলোড লিঙ্ক - Click Here
অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক - Click Here
- ফর্মটি ফিলাপ করতে আবেদনকারীর নাম, ভোটার কার্ড, আধার কার্ড, মোবাইল নম্বর, ও প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে ফিলাপ করতে হবে এবং এই ফর্মটি ফিলাপ করে আপনি আপনার এলাকার দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা সরাসরি আপনার বুথে বা অঞ্চল অফিসে জমা করতে হবে।
koba thaka susu boba?
ReplyDelete