Monday, July 4, 2022

ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক 2022-23 || voter id card link to aadhar card online in west bengal || From : 6B ফিলাপ পদ্ধতি জেনে নিন বিস্তারিত!

  Deb Kumar       Monday, July 4, 2022
বর্তমানে কিন্তু আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে হবে, সেই প্রক্রিয়াটি রাজ্যে আগামী মাসে অর্থাৎ আগস্ট মাস থেকে শুরু হতে চলেছে এমন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে Election Commission Of India  অফিসিয়াল ভোটার পোর্টাল এর তরফ থেকে। এই সংক্রান্ত একটি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আপনার এই "voter id card to aadhar card link" করার জন্য কত নম্বর ফর্ম ফিলাপ করতে হবে। সেই ফর্ম আপনারা অফলাইন না অনলাইন জমা করতে পারবেন এই বিষয়ে বিস্তারিত জানতে পারবে এই আর্টিকেল এর মাধ্যমে। voter card aadhaar card link
ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তরফ থেকে অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশ করে, আগামী 1 লা আগস্ট 2022 থেকেই নতুন ফর্ম প্রকাশিত হচ্ছে। এর পাশাপাশি "voter card link to aadhar card online" করার জন্য নতুন ফর্ম From : 6B প্রকাশিত হবে। এই ফর্ম এর মাধ্যমে প্রত্যেক নাগরিক ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে পারবে।
From : 6B কিভাবে ফিলাপ করবেন জানুন-
ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে From : 6B পূরণ বা ফিলাপ করতে হবে এর জন্য আপনাকে From : 6B ডাউনলোড করতে হবে।
  • এই ফর্মটি ডাউনলোড করার পর আপনাকে জেরক্স করে ফর্মটি প্রয়োজনীয় নথি দিয়ে ফিলাপ করে আবেদন করতে হবে।
From : 6B ডাউনলোড লিঙ্ক - Click Here 
অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক - Click Here
  • ফর্মটি ফিলাপ করতে আবেদনকারীর নাম, ভোটার কার্ড, আধার কার্ড, মোবাইল নম্বর, ও প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে ফিলাপ করতে হবে এবং এই ফর্মটি ফিলাপ করে আপনি আপনার এলাকার দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা সরাসরি আপনার বুথে বা অঞ্চল অফিসে জমা করতে হবে।
Share Post


logoblog

Thanks for reading ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক 2022-23 || voter id card link to aadhar card online in west bengal || From : 6B ফিলাপ পদ্ধতি জেনে নিন বিস্তারিত!

Previous
« Prev Post

1 comment: