
sc/st/obc certificate online apply করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন?
জাতিগত শংসাপত্র বা sc/st/obc certificate অনলাইন আবেদন করার জন্য যেসব ডকুমেন্ট লাগবে সেগুলো -
- আবেদনকারীর আধার কার্ড।
- ভোটার কার্ড।
- রেশন কার্ড।
- স্কুল সার্টিফিকেট ।
- আবেদনকারীর বাবার বাড়ির কাস্ট সার্টিফিকেট (বিবাহিত মেয়েদের ক্ষেত্রে)।
- রেসিডেন্ট সার্টিফিকেট।
- ইনকাম সার্টিফিকেট।
- পাসপোর্ট সাইজ কালার ফটোকপি।
- রেজিস্টার মোবাইল নম্বর।
sc/st/obc certificate online apply পদ্ধতি 2022-23
কাস্ট সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র অনলাইন আবেদন করার জন্য আপনাকে -
প্রথমে জাতিগত শংসাপত্র বা Certificate এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।এরপর হোম পেজে Citizen's Corner এর Apply For SC/ST/OBC অপশনে ক্লিক করবেন।পরবর্তী পেজে আবেদনকারী নাম,ঠিকানা, বাবার নাম, বয়স, আধার কার্ড/রেশন কার্ড/ভোটার কার্ড নাম্বার ও প্রয়োজনীয় ডকুমেন্ট বসিয়ে, এবং বিবাহিত মেয়েদের ক্ষেত্রে তার বাবার বাড়ি কাস্ট সার্টিফিকেট নম্বর ও সম্পর্ক কি তা লিখে দেবেন।এবার নতুন পেজে ফটো আপলোড করে সাবমিট করেদিন। এরপর আপনার এই Application টির একটি Recip Copy প্রিন্ট করে, আপনার BDO অফিসে গিয়ে জমা করলেই অবেদন সম্পূর্ণ হবে।
অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক- Click Here
SC/ST/OBC Certificate Benefits কি রয়েছে?
আপনি যদি কাস্ট সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র বানিয়ে থাকেন তাহলে যেসব সুবিধা পাবেন -
- বিভিন্ন সরকারি প্রকল্প গুলির সুবিধা পাবেন।
- শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন আর্থিক সাহায্য পাবেন।
- রেশন কার্ড তৈরি করতে কাস্ট সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র খুব জরুরী।
- এছাড়াও বিডিও ইনকাম সার্টিফিকেট তৈরী করতে SC/ST/OBC Certificate প্রয়োজন।
SC/ST/OBC Certificate Download কিভাবে করবেন জানুন -
জাতিগত শংসাপত্র বা sc/st/obc certificate ডাউনলোড করতে -
প্রথমে আপনাকে গুগল প্লেস্টোর থেকে "Digilocker App" ইনস্টল করতে হবে।এরপর App টি ওপেন করুন নাম, আধার কার্ড নম্বর ও জন্ম তারিখ এবং মোবাইল নাম্বার বসিয়ে লগইন করুন।এরপর সার্চে বাটনে ক্লিক করে West Bengal থেকে Cast Certificate অপশনে ক্লিক করবেন।এখন আপনার কাস্ট সার্টিফিকেট নম্বর বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করুন।এরপর আপনার কাস্ট সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে।
No comments:
Post a Comment