
জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুর কারণ?
শিনজো আবে তাঁর বয়স 67 বছর এবং তিনি 2012 থেকে 2020 সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। সংবাদ সূত্রে খবর শুক্রবার জাপানের এক নির্বাচনী সভায় বক্তৃতা দেন। ঠিক 11টা 30 মিনিটে শিনজোকে লক্ষ্য করে গুলি চালান 41 বছরের আততায়ী ইয়ামাগামি। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন, এবং ওই অবস্থায় আবার একটি গুলি চালায় বলে জানা গিয়েছে। সেই সময় তার দেহরক্ষীরা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় এবং ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর মৃত্যু বলে ঘোষণা করেন।
কে ছিল এই 41 বছরের আততায়ী ইয়ামাগামি?
তেতসুয়া ইয়ামাগামি হলেন পশ্চিম জাপানের নারা শহরের 41 বছরের এক ব্যক্তি। তিনি নৌবাহিনী তে কাজ করতেন বলে যানা গিয়েছে। ওই ব্যক্তি তদন্তকারীদের জানিয়েছে নির্বাচনী সভায় শিনজোকে লক্ষ্য করে গুলি চালান। ঠিক তার পর এই ব্যক্তিকে জাপানের পুলিশ গ্রেপ্তার করেন।
জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী shinzo abe মৃত্যুর পর নরেন্দ্র মোদী কি বললেন?
ভারতের প্রধানমন্ত্রী তথা নরেন্দ্র মোদী জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী shinzo abe মৃত্যু কে শোক প্রকাশ করেছেন। এবং তার বাড়ির প্রতি সমবেদনা জানিয়েছেন। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে দিল্লী এক দিনের জাতীয় শোক ঘোষণা করলেন।
No comments:
Post a Comment