
E-ration card download
আপনার রেশন কার্ড অনলাইন ডিজিটাল কার্ড ডাউনলোড করতে আপনাকে -
- প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের food.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক - Click Here
- এরপর হোম পেজটিতে নীচে SPECIAL SERVICES এর অপশনে E-RATION CARD অপশনে ক্লিক করবেন।
- এখন আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে সেখানে "Click to download e-ration card" অপশনে ক্লিক করবেন।
এরপর নতুন পেজটিতে আপনার Ration Card Number ও Category Select করে নীচে Download অপশনে ক্লিক করে আপনার রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন।
প্রিয় দর্শক আজকে এই আর্টিকেল মাধ্যমে "digital e ration card download 2022-23" কিভাবে করবেন তা আপনাদের সম্পূর্ণ শেয়ার করলাম, আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো মতামত থাকে বা সমস্যা থাকে সেক্ষেত্রে নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন। এবং এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
No comments:
Post a Comment