Thursday, July 28, 2022

WB Pradhan Mantri Awas Yojana Gramin New List 2022-23 || প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ নতুন লিস্ট প্রকাশিত হল 2022-23 || জেনে নিন বিস্তারিত!

  Deb Kumar       Thursday, July 28, 2022
আপনার কি প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন লিস্টে নাম রয়েছে, বা আপনার এলাকায় সম্পূর্ণ লিস্ট দেখতে চাইছেন, তাহলে আপনি কিভাবে দেখবেন সেই লিস্ট। আজকে আমারা "pradhan mantri awas yojana list 2022-23" এর সম্পূর্ণ লিস্ট কিভাবে দেখবেন তা জানতে পারবে বিস্তারিত এই আর্টিকেল মাধ্যমে।
প্রধানমন্ত্রী আবাস যোজনা এটি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সকল রাজ্যের গরীব ও মধ্যবিত্ত পরিবারের পাকা বাড়ি তৈরির জন্য আর্থিক সাহায্য প্রদান করে। এই "pradhan mantri awas yojana gramin" প্রকল্পের আওতায় গরিব মানুষ সর্বাধিক 1 লক্ষ 20 হাজার টাকা সুবিধা পাবেন। এই টাকা 3 কিস্তির মাধ্যমে ব্যাংক একাউন্টে পাবেন। pradhan mantri awas yojana gramin
pradhan mantri awas yojana gramin 2022-23 এর নতুন লিস্ট কিভাবে দেখবেন? 
প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন ঘরের লিস্ট দেখতে পারেন এর জন্য আপনাকে -
  • প্রথমে আপনাকে গুগলে nrega.nic.in সার্চ করতে হবে।
এছাড়া আপনি নীচে এই ওয়েবসাইট এর লিংক ক্লিক করে সরাসরি ওপেন করতে পারবেন। 
pradhan mantri awas yojana ওয়েবসাইট লিংক - Click Here 
  • এরপর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নীচের দিকে Reports অপশনে ক্লিক করবেন। 
  • এখন আপনার সামনে ক্যাপচার কোড শো হবে সেটি বসিয়ে verify code অপশনে ক্লিক করবেন। 
  • পরবর্তী পেজটিতে Financial Year 2022-23 Select করে State Name Select করবেন। 
  • নতুন পেজটিতে বিভিন্ন ধরনের লিংক দেওয়া হয়েছে সেখানে আপনাকে R29. Convergence এর 3 নম্বরের PMAY(G) এর PMAY(G) Houses Status এই অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার সামনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার তালিকা দেখতে পাবেন, এবং কোন জেলায় কতগুলো ঘরের লিস্টে নাম রয়েছে তা জানতে পারবেন।
এছাড়া আপনি সরাসরি আপনার বিডিও অফিসে কিংবা গ্রাম পঞ্চায়েতে গিয়ে নতুন লিস্ট দেখতে পারেন। 
প্রিয় দর্শক আজকে এই আর্টিকেল মাধ্যমে "wb pradhan mantri awas yojana gramin list 2022-23" কিভাবে চেক করবেন তা আপনাদের সম্পূর্ণ শেয়ার করলাম, আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো মতামত থাকে বা সমস্যা থাকে সেক্ষেত্রে নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন। এবং এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
Share Post


logoblog

Thanks for reading WB Pradhan Mantri Awas Yojana Gramin New List 2022-23 || প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ নতুন লিস্ট প্রকাশিত হল 2022-23 || জেনে নিন বিস্তারিত!

Previous
« Prev Post

No comments:

Post a Comment