Monday, August 30, 2021

বিডিও ইনকাম সার্টিফিকেট অনলাইন আবেদন পদ্ধতি | BDO income certificate online application

  Deb Kumar       Monday, August 30, 2021
বর্তমানে বিভিন্ন চাকরির ক্ষেত্রে কিংবা বিভিন্ন স্কলারশিপ আবেদন করার জন্য ইনকাম সার্টিফিকেট গুরুত্বপূর্ণ নথি। এই "BDO income certificate online application" কিভাবে করবেন।
আজকে আমরা বিডিও ইনকাম সার্টিফিকেট কি? ইনকাম সার্টিফিকেট গুরুত্বপূর্ণ নথি কেন? বিডিও ইনকাম সার্টিফিকেট অনলাইন আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন? অনলাইন আবেদন কিভাবে করবেন? এই আর্টিকেল এর মাধ্যমে বিস্তারিত জানাবো। 
income certificate online application
Income certificate কি?
এক কথায় ইনকাম সার্টিফিকেট হল এমন একধরনের নথি বা তথ্য যেটার সাহায্যে যে কোনো ব্যক্তির বাৎসরিক আয় কত তা নির্ধারণ করা যায়। এটি সাধারণত অঞ্চল প্রধান কিংবা বিডিও অফিসাররা প্রদান করে থাকে।
ইনকাম সার্টিফিকেট গুরুত্বপূর্ণ নথি কেন?
বর্তমান যেকোনো চাকরির ক্ষেত্রে কিংবা বিভিন্ন স্কলারশিপ এর জন্য Income certificate খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও বিভিন্ন প্রকল্পের জন্য ইনকাম সার্টিফিকেট গুরুত্বপূর্ণ নথি হয়ে গেছে, তাই ইনকাম সার্টিফিকেট বানিয়ে রাখা দরকার।
অনলাইন আবেদন করার কি কি ডকুমেন্ট প্রয়োজন?
এই "BDO income certificate online application" করার জন্য যেসব ডকুমেন্ট প্রয়োজন সেগুলো হলো -
  • আধার কার্ড 
  • ভোটার আইডি কার্ড 
  • প্যান কার্ড (যদি থাকে) 
  • রেশন কার্ড 
  • পাসপোর্ট সাইজ ফটো
  • প্রধান এর ইনকাম সার্টিফিকেট

অনলাইন আবেদন কিভাবে করবেন?
আপনি "BDO income certificate online application" করার জন্য প্রথমে আপনাকে edistrict.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে। এরপর New Registration অপশনে ক্লিক করলে পরবর্তী পেজটি ওপেন হবে এবং সেখানে আপনার Name, Mobile Number, Email ID দিয়ে Next তে ক্লিক করুন এরপর পরবর্তী পেজটিতে Username, Enter Password, Confrom Password বসিয়ে Next তে ক্লিক করলে পরবর্তী পেজটি ওপেন হবে সেখানে OTP অপশনে ক্লিক করে মোবাইল যে OTP এসেছে সেটা বসিয়ে Submit অপশনে ক্লিক করুন।
অফিসিয়াল ওয়েবসাইট - Click Here 
এরপর Username, Password বসিয়ে Captcha নাহলে OTP দিয়ে লগইন করুন। এরপর পরবর্তী পেজটিতে 7 নম্বরে Certificate অপশনে ক্লিক করে Income Certificate ক্লিক করলে পরবর্তী পেজে N.B. I hereby authorise the approving authority of the applied service to view my Aadhaar and other personal information as provided during submission of application বক্সে ক্লিক করে Apply অপশনে ক্লিক করুন। 
এরপর নতুন পেজটি ওপেন হবে।
bdo income certificateonline apply
এখানে আবেদনকারীর Applicant's Basic Information গুলো ফিলাপ করবেন এবং এর নীচে আবেদনকারীর Present Address গুলো বসিয়ে Save & Next অপশনে ক্লিক করুন। এর পরবর্তী পেজটিতে Parent & Husband Details অপশনে আপনি Parent এর Details বসিয়ে নীচে Permanent Address Of Applicant অপশনে যদি আপনার আর Parent Address ( বাবা বা মা ঠিকানা ) একই হয়ে থাকে তাহলে সামনে Same as previous address বক্সে ক্লিক করুন। এছাড়াও নীচের Income Details অপশনে Annual income of the applicant in INR ( আবেদনকারীর বাৎসরিক ইনকাম ) এবং Income Year বসিয়ে নীচে I Accpat বক্সে ক্লিক করে Save & Next অপশনে ক্লিক করুন। পরবর্তী পেজটি ওপেন হবে সেখানে আবেদনকারীর পুরো Details দেখতে পাবেন, এবং নীচের দিকে Attach Supporting Document অপশনে ক্লিক করে,
income certificate
আবেদনকারীর আধার কার্ড কিংবা ভোটার আইডি কার্ড, পাসপোর্ট সাইজ ফটো, প্রধানের ইনকাম সার্টিফিকেট বা আবেদনকারীর স্যালারি স্লিপ এছাড়াও আপনি Other Documents Upload দিয়ে Save & Next অপশনে ক্লিক করে পরবর্তী পেজটিতে আবেদনকারীর পুরো স্টেটাস শো হবে, সেখানে যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা সরাসরি এডিট করে নিতে পারবেন। আবেদনকারীর সব কিছু ঠিক থাকে তাহলে Submit ক্লিক করুন। এরপর Application Acknowledgement শো করবে এবং নীচের দিকে Finish অপশনে ক্লিক করলে 'BDO income certificate online application' অবেদন হয়ে যাবে।
এরপর আপনারা Application Status Check করতে চাইলে ওপরে দিকে Track Application ক্লিক করে দেখেনিতে এবং Download করতে পারবেন।
Share Post


logoblog

Thanks for reading বিডিও ইনকাম সার্টিফিকেট অনলাইন আবেদন পদ্ধতি | BDO income certificate online application

Previous
« Prev Post

1 comment: