Monday, December 9, 2024

How To Find Swift Code Of Your Bank ACCOUNT || Swift Code অনলাইন কিভাবে পাবো?

  Deb Kumar       Monday, December 9, 2024
আপনি যদি Website,Youtube, Facebook, Instagram কাজ করছেন, এবং Goggle AdSense আছে তাহলে একদিন আপনার "Bank Swift Code" প্রয়োজন হবে। এই Swift Code পাওয়ার জন্য Bank এ গিয়ে খোঁজ খবর করলে Bank এর স্টাফরা ও বলতে পারেনা। Goggle AdSense থেকে টাকা Bank এ Transfer করতে Bank ACCOUNT, IFSC Code এর পাশাপাশি Bank Swift Code ও খুবই প্রয়োজন।
how to find swift code online


আপনার Bank থেকে যদি Swift Code না পান তাহলে কিভাবে অনলাইনে 2 মিনিটে Bank Swift Code বের করবেন জেনে নিন বিস্তারিত।

Table of Contents 
❑ Swift Code কি?
❑ Bank Swift Code কেন প্রয়োজন?
❑ Swift Code অনলাইন কিভাবে পাবো?
❑ Goggle AdSense এ Swift Code কিভাবে যুক্ত করবো?

Swift Code কি? 

প্রতিটি Bank এর একটি Swift Code আছে, এই Swift Code হল Bank ACCOUNT এর IFSC Code এর মতোই একটি Code নম্বর, যেটি Out Of Country ডলার কে টাকাতে রুপান্তর করে। Bank IFSC Code হলো National Code যেটি শুধু মাত্র নিজের দেশের টাকা Transfer করা হয়, এবং Bank Swift Code হলো International Code যেটির দ্বারা অন্য দেশের টাকা আমাদের দেশের টাকাই (Dollar to Rupee) রুপান্তর করা হয়। 

Bank Swift Code কেন প্রয়োজন? 

যদি আপনি ওয়েবসাইট (blooger website) বা ইউটিউব (Youtube) চ্যানেলে কিংবা Facebook মনিটাইজ পাবেন, এবং যখন আপনার Google AdSense একাউন্টে 10 ডলার হবে, এরপর Google Adsense এ payment method অপশনে Identity Verification পর Address Verification করতে হয়।
এই Address Verification করার পর, আপনার Bank ACCOUNT আ্যড করতে পারবেন। Bank ACCOUNT আ্যড করতে আপনার Bank Swift Code প্রয়োজন হবে।

Swift Code কিভাবে পাবো?

আপনি আপনার Bank গিয়ে Swift Code খোঁজার চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না। তাহলে আপনি সরাসরি অনলাইনে যেকোনো Bank ACCOUNT এর Swift Code দেখতে পারেন মাত্র দুই মিনিটে। এর জন্য আপনাকে -

  • প্রথমে আপনার মোবাইল এর যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং find swift code লিখে সার্চ করুন।

[Swift Code ওয়েবসাইট লিংক- Click Here]
 
how to find swift code online

  • ওয়েবসাইট ওপেন করে Search for a SWIFT Code নীচে Select Country, Select Bank Name, City Select করার পর অনেক গুলো Swift Code আসবে যেকোনো একটি Select করলে Bank নাম ও Swift Code দেখতে পাবেন।

Goggle AdSense এ Swift Code কিভাবে যুক্ত করবো?

আপনার ওয়েবসাইট (blooger website) বা ইউটিউব (Youtube) চ্যানেলে কিংবা Facebook মনিটাইজ হওয়ার পর Google Adsense একাউন্টে 10 ডলার হলে, তখন আপনাকে গুগল এডসেন্স (Google AdSense) এ প্যান কার্ড দিয়ে Identity Verification পর Address Verification করতে হবে, এর জন্য গুগল এডসেন্সের (Google AdSense) থেকে একটি 6 সংখ্যার পিন আপনার অ্যাডসেন্সে পাঠাবে সেই পিন দিয়ে Address Verification করবেন, এরপর Payment Method অপশনে গিয়ে Bank ACCOUNT, IFSC Code এর পাশাপাশি Bank Swift Code আ্যড করতে পারবেন। এরপর আপনার গুগল এডসেন্স (Google AdSense) যখন 100 ডলার কমপ্লিট হবে সরাসরি আপনার 100 Dollar to Rupee তে টাকা আসবে।


প্রিয় দর্শক আজকে এই আর্টিকেল মাধ্যমে "how to find swift code online" সম্পর্কে বিস্তারিত, তথ্য শেয়ার করলাম, আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো মতামত থাকে বা সমস্যা থাকে সেক্ষেত্রে নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন। এবং এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করে পাশে থাকুন।
Share Post


logoblog

Thanks for reading How To Find Swift Code Of Your Bank ACCOUNT || Swift Code অনলাইন কিভাবে পাবো?

Previous
« Prev Post

3 comments: