Thursday, December 8, 2022

Google AdSense : গুগল এডসেন্স কি? গুগল এডসেন্স থেকে কিভাবে টাকা রোজগার করা যায়? জেনে নিন বিস্তারিত!!

  Deb Kumar       Thursday, December 8, 2022
আমরা অনেকেই কিন্তু গুগল এডসেন্স (Google AdSense) থেকে টাকা রোজগার শুনেছি। এই গুগল এডসেন্স কি? কিভাবে "google adsense" থেকে টাকা রোজগার করা যায়, আপনি কি ওয়েবসাইট (blooger website) বা ইউটিউব (Youtube) চ্যানেল কিংবা বিভিন্ন অ্যাপস (apps) তৈরি করতে পারেন, তবুও আপনি এই গুগল এডসেন্সের মাধ্যমে টাকা ইনকাম করতে পারছেন না। তাহলে আপনি কিভাবে গুগল এডসেন্স থেকে টাকা রোজগার করবেন জেনে নিন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে। 
google adsense login

Table of contents 
  • গুগল এডসেন্স কি? (what is Google AdSense)
  • গুগল এডসেন্স একাউন্ট কিভাবে ওপেন করবেন? (Create Adsense account)
  • গুগল এডসেন্স থেকে কিভাবে টাকা রোজগার করবেন? (Google AdSense make money)
  • গুগল এডসেন্স থেকে কিভাবে টাকা পাবেন? (Google Adsense payment)

গুগল এডসেন্স কি? // what is Google AdSense 

এক কথায় গুগল এডসেন্স হল- গুগলের অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশিং প্রোগ্রাম, যেটি ওয়েবসাইট (blooger website) বা ইউটিউব (Youtube) চ্যানেলে গুগল এডসেন্সের (Google AdSense) মাধ্যমে অ্যাডভার্টাইজ দ্বারা টাকা রোজগার করে সেই টাকার কিছু পরিমাণ গুগল এডসেন্স রেখে আমাদের দিয়ে থাকে। আপনার মোবাইলে ইউটিউবের ভিডিওতে (Youtube) বা ব্লগার ওয়েবসাইটে (blooger website) বিভিন্ন রকমের অ্যাডভার্টাইজ দেখেছেন ওই এডগুলো গুগল এডসেন্স (Google AdSense) দিয়ে থাকে। এই এড(ads) এ যদি ক্লিক করেন তখন তাঁদের গুগল এডসেন্স (Google AdSense) টাকা জমা হয়।

গুগল এডসেন্স একাউন্ট কিভাবে ওপেন করবেন? // how to create Adsense Account 

আপনি আপনার মোবাইল কিংবা কম্পিউটারের ক্রোম ব্রাউজারে গুগল এডসেন্স (Google AdSense) লিখে সার্চ করবেন, এরপর আপনার ইমেইল আইডি (Email id) দিয়ে sign up করে "google adsense login" করতে হবে। এবার আপনাকে আপনার ওয়েবসাইট (blooger website) বা ইউটিউব (Youtube) চ্যানেলের লিংক দিয়ে yes এ ক্লিক করে, country সিলেক্ট করবেন। তারপর পার্সোনাল ইনফরমেশন দিয়ে ফর্মটা ফিলাপ করতে হবে। আপনি যদি গুগল এডসেন্স (Google AdSense) জন্য যোগ্য তাহলে 24 ঘন্টার মধ্যে আপনার  ওই ইমেইল আইডি (Email id) তে Your site is now ready to serve ads on AdSense ইমেইল পাবেন। 
Google news

গুগল এডসেন্স থেকে কিভাবে টাকা রোজগার করবেন? // how to make money from Google AdSense 

গুগল এডসেন্স থেকে কিন্তু খুব সহজে প্রতিমাসে প্রচুর টাকা রোজগার করা যায়। আপনার যদি একটি ওয়েবসাইট (blooger website) বা ইউটিউব (Youtube) চ্যানেল থাকে সেখানে এড মাধ্যমে গুগল এডসেন্সের টাকা রোজগার করতে পারবেন। ওয়েবসাইট (blooger website) বা ইউটিউব (Youtube) চ্যানেলটিতে এড দেখানোর জন্য আপনাকে কিছু নিয়ম অনুসরণ করতে হবে সেগুলো যদি আপনি ফলো করেন, তাহলে কিন্তু গুগল এডসেন্সের (Google AdSense) পাবেন। 

গুগল এডসেন্সের (Google AdSense) পাওয়ার কিছু নিয়ম-
ওয়েবসাইট (blooger website) ক্ষেত্রে আপনারা অবশ্যই About us, Contact Us , Privacy policy  এই 3টি পেজ তৈরি করতে হবে, এবং কমপক্ষে 20টি unique পোস্ট লিখতে হবে।
তবে, ইউটিউব (Youtube) চ্যানেল অ্যাডসেন্স পাওয়ার জন্য আপনাকে কোনও কপিরাইট ভিডিও আপলোড করা চলবে না।
এবং আপনার ইউটিউব (Youtube) চ্যানেল এ আপনাকে 1 বছরে 4000 ঘন্টা ওয়াচ টাইম (watch time) এবং 1000 সাবস্ক্রাইব (subscriber) কমপ্লিট করতে হবে, তখন আপনি মনিটাইজ এর জন্য আবেদন করতে পারবেন। 

গুগল এডসেন্স থেকে কিভাবে টাকা পাবেন? // payment method in Google Adsense 

আপনি যদি ওয়েবসাইট (blooger website) বা ইউটিউব (Youtube) চ্যানেলে গুগল এডসেন্সের (Google AdSense) পাওয়ার পর, যখন আপনার একাউন্টে 10 ডলার পুরণ হবে, তখন আপনাকে গুগল এডসেন্স (Google AdSense) এ Identity Verification পর Address Verification করতে হবে, এর জন্য গুগল এডসেন্সের (Google AdSense) থেকে একটি 6 সংখ্যার পিন আপনার অ্যাডসেন্সে পাঠাবে সেই পিন দিয়ে Address Verification করার পর , ব্যাঙ্ক একাউন্ট আ্যড করতে পারবেন। এরপর আপনার গুগল এডসেন্স (Google AdSense) যখন 100$ ডলার কমপ্লিট হবে তখন আপনার ওই একাউন্টে প্রতি মাসে 21 -26 তারিখের মধ্যে টাকা পাবেন। 

প্রিয় দর্শক আজকে এই আর্টিকেল মাধ্যমে "Google AdSense" সম্পর্কে বিস্তারিত, তথ্য শেয়ার করলাম, আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো মতামত থাকে বা সমস্যা থাকে সেক্ষেত্রে নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন। এবং এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
Share Post


logoblog

Thanks for reading Google AdSense : গুগল এডসেন্স কি? গুগল এডসেন্স থেকে কিভাবে টাকা রোজগার করা যায়? জেনে নিন বিস্তারিত!!

Previous
« Prev Post

No comments:

Post a Comment