Wednesday, December 7, 2022

pf bank account passbook change : পিএফ একাউন্ট পাসবুক আপডেট কিভাবে করবেন? জেনে নিন পদ্ধতি!!

  Deb Kumar       Wednesday, December 7, 2022
আপনি কি জানেন আপনার মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে খুব সহজে অনলাইন pf bank account change বা পিএফ একাউন্ট পাসবুক আপডেট কিভাবে করবেন, "pf bank account kyc update" এর মাধ্যমে অনলাইন একাউন্ট পাসবুক পরিবর্তন কিভাবে করবেন আজকের এই প্রতিবেদনে সমস্ত কিছু বিস্তারিত আপনাদের শেয়ার করবো। 
pf bank account kyc

PF বা EPFO (Employees Provident Fund Organisation) আপনার পুরোনো একাউন্ট পাসবুক বন্ধ হয়ে গেছে তাই সেই bank account পরিবর্তন করে নতুন pf bank account change করুণ মাত্র 2-3 দিনের মধ্যে আপডেট করে নিতে পারবেন। এরপর আপনি খুব সহজেই pf withdrawal করতে পারবেন। 

pf bank account change // পিএফ একাউন্ট পাসবুক আপডেট অনলাইন -

pf account kyc update এর মাধ্যমে ব্যাংক একাউন্ট পরিবর্তন করার জন্য -
  • প্রথমে আপনাকে গুগলে সার্চ করতে হবে EPFO (Employees Provident Fund Organisation)

  • এরপর হোম পেজটিতে KYC Updation (Member) এই অপশনে ক্লিক করবেন। 
  • এরপর পরবর্তী নতুন পেজ ওপেন হবে সেখানে আপনাকে আপনার Universal Account Number (UAN) Password  এবং Captcha বসিয়ে নীচে Sing in করবেন।

অফিসিয়াল ওয়েবসাইট লিংক- Click Here 

Universal Account Number (UAN) অফিসিয়াল পোর্টাল ওপেন হবে সেখানে ড্রপডাউন মেনু Manege অপশনে এ KYC তে ক্লিক করুন। 
  • এরপর দেখতে পাবেন Click on KYC Document To Add নীচে Bank অপশন, সেখানে ক্লিক করুন। 
pf bank account kyc update

  • এবার আপনার Bank Account NumberBank IFSC বসিয়ে Verify করে নীচে मैं अपने यूएएन के साथ आधार को जोड़ने के लिए अपनी पहचान स्थापित करने के उद्देश्य से आधार आधारित प्रमाणीकरण के लिए अपना आधार नंबर प्रदान करने के लिए सहमति देता हू I hereby consent to provide my Aadhaar Number, Biometric and/or One Time Pin (OTP) data for Aadhaar based authentication for the purpose of establishing my identity এখানে ঠিক মার্ক দিয়ে Save অপশনে ক্লিক করবেন। 
  • এরপর আপনাকে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিংক রয়েছে সেই নম্বরে একটি OTP আসবে সেটি বসিয়ে Submit করলে আপনার pf bank account change বা পিএফ একাউন্ট পাসবুক আপডেট অনলাইন সম্পূর্ণ হবে। 
এরপর আপনার 2-3 দিনের মধ্যে pf bank passbook kyc update হয়ে যাবে এবং pf withdrawal এর জন্য আবেদন করতে পারবেন।
এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন। 
Share Post


logoblog

Thanks for reading pf bank account passbook change : পিএফ একাউন্ট পাসবুক আপডেট কিভাবে করবেন? জেনে নিন পদ্ধতি!!

Previous
« Prev Post

No comments:

Post a Comment