প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY) কেন্দ্রীয় সরকারের প্রকল্প, এই প্রকল্পের টাকা দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের আর্থিক মন্ত্রালয় থেকে। কিন্তু এই টাকা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে সরকার বাংলা আবাস যোজনা নাম দিয়ে কেন্দ্রীয় সরকার ও রাজ্যে সরকারের মতবিরোধ নিয়ে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY) প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দেয়। এবার প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY) নাম আবাস প্লাস প্রকল্প চালু করা হয়। pm yojana list 2022-23 ডিসেম্বর মাসে নতুন লিস্ট প্রকাশিত হল। এই নতুন লিস্ট চেক করে আপনার নাম রয়েছে কিনা দেখতে পাবেন।
pm awas yojana list 2022-23 : প্রধানমন্ত্রী আবাস যোজনা নতুন লিস্ট -
প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY) দুটি লিস্ট প্রকাশিত হয় শহর ও গ্রাম ভিত্তিক। আপনি শহরে বা গ্রামের লিস্ট খুব সহজে মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে চেক করতে পারেন এর জন্য আপনাকে -
pm awas yojana অফিসিয়াল ওয়েবসাইট pmayg.nic.in ওপেন করতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট লিংক- Click Here
এরপর অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে Awaassoft ড্রপডাউন মেনু অপশনে Report দেখতে পাবেন সেখানে ক্লিক করতে হবে।
এবার আপনার সামনে পরবর্তী নতুন একটি পেজ ওপেন হবে সেখানে H. Social Audit Reports - Beneficiary details for verification অপশনে ক্লিক করবেন।
আপনার সামনে "pm awas yojana list 2022-23" নতুন লিস্ট দেখার অপশন আসবে সেখানে আপনাকে State Name, District Name,Block/Municipality, GP Name, 2022-23, PMAYG সিলেক্ট করবেন।
এরপর নীচে Capthca দিয়ে Submit অপশনে ক্লিক করবেন pm awas yojana list সম্পূর্ণ দেখতে পাবেন।
No comments:
Post a Comment