অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আগামী 11 ডিসেম্বর 2022 প্রাইমারি TET Exam হবে। তবে এবার প্রাইমারি TET Exam New Rules বা নির্দেশিকা জারি করলো wbbpe (West Bengal Board Of Primary Education)। 2017 সালের পর দীর্ঘ 5 বছর পর প্রাইমারি TET Exam তাই এবার পরীক্ষার্থীর সংখ্যা তুলনা মূলক বৃদ্ধি পাওয়ার wbbpe (West Bengal Board Of Primary Education) কিছু নিয়ম বা "TET Exam New Rules 2022" প্রকাশ করলো।
আজকে আমরা এই প্রতিবেদনে প্রাইমারি TET Exam যে নতুন TET Exam New Rules চালু হয়েছে তা বিস্তারিত আপনাদের শেয়ার করবো।
প্রাইমারি টেট পরীক্ষা নতুন নির্দেশিকা || TET Exam New Rules 2022 -
প্রাইমারি টেট পরীক্ষা দেওয়ার জন্য যে নতুন নিয়ম চালু হলো,
- প্রাইমারি TET Exam পরীক্ষা শুরু হওয়ার আগে থেকে প্রায় 1 ঘণ্টা আগে প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ।
- পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় থাকছে বায়োমেট্রিক সিস্টেম যা পরীক্ষার্থীদের আধার ভ্যারিফিকেশন বলা যায়।
- প্রত্যেকের Admit Card ও পরিচয়পত্র ভ্যারিফিকেশন ছাড়াই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। এবং পুরুষ ও মহিলা দুটি পৃথক লাইন থাকবে, এবং Covid-19 সার্টিফিকেট গুরুত্বপূর্ণ নথি তা প্রয়োজন হবে।
- পরীক্ষার্থীদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা Admit Card ও ফটো কপি আসল আইডি প্রমাণ নিয়ে আসতে হবে, এছাড়াও মাধ্যমিক অ্যাডমিট কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি, ভ্যারিফিকেশন ছাড়াই উপস্থিত হওয়ার অনুমতি দেওয়া হবে না।
- পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রের ভিতরে যেসব জিনিসপত্র নিয়ে যেতে পারবে না সেগুলো -
- শুধু মাত্র মেয়েদের ক্ষেত্রে যেকোন স্টেশনারি আইটেম। সবাই কাগজের বিট, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর, স্কেল, লেখার প্যাড, পেন ড্রাইভ, লগ টেবিল, ইলেকট্রনিক যেকোনো জিনিস (মোবাইল ফোন,ব্লুটুথ,ইয়ারফোন, মাইক্রোফোন) ইত্যাদি পরীক্ষা কেন্দ্রের প্রবেশ নিষিদ্ধ।
- প্রত্যেক প্রার্থীকে তার নিজের কালো বা ব্লু বলপয়েন্ট পেনটি পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে পারবে।
- সকল প্রার্থীর জন্য রোল নম্বার অনুয়ায়ী একটি করে টিকিট রয়েছে, সেই টিকিট খুঁজে বের করতে হবে এবং তার নিজস্ব রোল নাম্বার অনুয়ায়ী বসতে হবে। যদি কোন প্রার্থী তাঁর রুম বা সিট পরিবর্তন করে,তাহলে সেই পরীক্ষার্থীকে অবিলম্বে বাতিল ঘোষণা করা হবে এবং তারপরে কোন আবেদন গ্রহণ করা হবে না।
- যদি কোনো কারণে পরীক্ষার্থী পরীক্ষা শুরু হওয়ার পর যায় সেক্ষেত্রে প্রার্থীকে পরীক্ষা সেন্টারে যেতে দেওয়া হবে না।
- পরীক্ষার হল বা সেন্টারে ধূমপান নিষিদ্ধ।এছাড়াও খাদ্য সামগ্রী বা পানীয় যেমন চা, কফি, কোল্ড ড্রিঙ্কস পরীক্ষার কক্ষের ভিতরে নিয়ে যাওয়া সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করলো wbbpe।
- তবে পরীক্ষার শেষে পরীক্ষার্থীর পরীক্ষা সেন্টারে থাকা পরিদর্শককে উত্তরপত্রের আসল কপি জমা দিতে হবে, এছাড়াও পরীক্ষার্থীদের একটি ডাউনলোড করা স্বাক্ষরিত TET Exam Admit Card জমা দিতে হবে।
- পরীক্ষার্থীদের পরিদর্শক নির্দেশ ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ থেকে বাইরে যেতে দেওয়া হবে না।
প্রাইমারি টেট পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড পদ্ধতি 2022 || How To Download TET ADMIT CARD 2022 Online
প্রিয় পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আজকে "TET Exam New Rules 2022" গুরুত্বপূর্ন নিয়ম শেয়ার করলাম, এছাড়াও আপনি যদি এই নির্দেশিকা না মানেন তাহলে wbbpe (West Bengal Board Of Primary Education) কঠিন সিদ্ধান্ত নিতে পারবেন এমনকি আপনার পরীক্ষা বন্ধ হতে পারে। এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
No comments:
Post a Comment