Friday, December 2, 2022

প্রাইমারি টেট পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড পদ্ধতি 2022 || How To Download TET ADMIT CARD 2022 Online

  Deb Kumar       Friday, December 2, 2022
প্রাইমারি টেট 2022 পরীক্ষার জন্য আপনি কি অবেদন করেছিলেন, তাহলে আপনার 2022 সালের প্রাইমারি টেট পরীক্ষার এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন? আগামী 11 ই ডিসেম্বর 2022 প্রাইমারি টেট পরীক্ষা। তাই "TET Admit Card Download Online" না করলে আপনাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না, এর জন্য এডমিট কার্ড ডাউনলোড বাধ্যতা মূলক।
tet admit card download link

আজকে আমরা জানব কিভাবে অনলাইন TET Admit Card Download করতে পারবেন আপনার মোবাইল এর মাধ্যমে খুব সহজে।

প্রাইমারি টেট পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড পদ্ধতি 2022 // TET Admit Card Download Online -

2022 সালের প্রাইমারি টেট পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করার জন্য,
  • প্রথমে আপনাকে West Bengal Board Of Primary Education এর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।

অফিসিয়াল ওয়েবসাইট লিংক- Click Here 

  • এরপর অফিসিয়াল ওয়েবসাইট হোম পেজে নীচের দিকে Online Application for Teacher Eligibility Test-2022 (TET-2022) for Classes I to V এই অপশনে ক্লিক করবেন।
  • পরবর্তী নতুন পেজ ওপেন হবে সেখানে আপনাকে Teacher Eligibility Test, 2022 (TET-2022) অপশনে ক্লিক করুন।
  • এরপর নতুন একটি পেজ ওপেন হবে সেখানে Print Admit Card / Download Admit Card এ ক্লিক করতে হবে। 
tet exam admit card download 2022

  • এবার আপনার Registration Number & DOB বসিয়ে নীচে Print Admit Card এ ক্লিক করে আপনার প্রাইমারি টেট পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
Share Post


logoblog

Thanks for reading প্রাইমারি টেট পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড পদ্ধতি 2022 || How To Download TET ADMIT CARD 2022 Online

Previous
« Prev Post

No comments:

Post a Comment