আসন্ন পঞ্চায়েত ভোটের আগেই পশ্চিমবঙ্গ সরকার তথা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সকল গরীব এবং মধ্যবিত্ত মানুষের জন্য বাংলা আবাস প্লাস প্রকল্প বা Bangla Awas Yojana পাকা বাড়ি তৈরির সিদ্ধান্ত নিয়েছেন। এই বাংলা আবাস প্লাস প্রকল্প বা Bangla Awas Yojana প্রকল্পে প্রায় 49 লক্ষ বাঙালিকে নতুন করে পাকা বাড়ির তালিকা প্রকাশ করতে চলেছে আগামী 25 শে ডিসেম্বর এর মধ্যে।
এই বাংলা আবাস প্লাস প্রকল্প বা Bangla Awas Yojana প্রকল্পে বাড়ি তৈরির টাকা সরাসরি ব্যাঙ্ক একাউন্টে 3 টি কিস্তির মাধ্যমে দেওয়া হবে। প্রথম কিস্তির টাকা 45,000 টাকা, দ্বিতীয় কিস্তিতে 45,000 টাকা এবং তৃতীয় কিস্তির 30,000 টাকা, টোটাল বাজেট 1 লক্ষ 20 হাজার টাকা দেওয়া হবে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানিয়ে দেন যে "bengla awas yojona" প্রকল্পের লিস্টে যারা থাকবে শুধু মাত্র সেই পরিবার এই প্রকল্পের সুবিধা পাবেন। আপনার নাম রয়েছে কিনা "bengla awas yojana new list 2022-23" কিভাবে চেক করবেন সম্পূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ আপনাদের এই প্রতিবেদন দেখুন।
Bengla awas yojana new list 2022-23|| বাংলা আবাস যোজনা প্রকল্পের নতুন লিস্ট দেখার সহজ উপায়?
আসন্ন পঞ্চায়েত ভোটের আগেই আগামী 25 শে ডিসেম্বর এর মধ্যে "bengla awas yojana new list 2022-23" বাংলা আবাস যোজনা প্রকল্পের নতুন লিস্ট প্রকাশিত হতে চলেছে, এই লিস্টে আপনার রয়েছে কিনা চেক করতে আপনাকে -
- প্রথমে আপনাকে গুগলে সার্চ করতে pmayg.nic.in অফিসিয়াল ওয়েবসাইট।
- এরপর হোম পেজে Awaassoft ড্রপডাউন মেনু অপশনে Report ক্লিক করতে হবে।
- পরবর্তী নতুন পেজটিতে নীচের দিকে H. Social Audit Reports এ Beneficiary details for verification এই লিংকে ক্লিক করতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট লিংক - Click Here
- এখন আপনার সামনে নতুন পেজ ওপেন হবে সেখানে আপনাকে আপনার State Name, District Name, Block Name, GP Name, 2022-23, PMAYG সিলেক্ট করে নীচে Capthca দেওয়া রয়েছে সেটি বসিয়ে Submit করলে আপনার এলাকার সম্পূর্ণ লিস্ট দেখতে পাবেন।
যদি আপনার বাংলা আবাস প্লাস প্রকল্প বা Bangla Awas Yojana নতুন লিস্ট দেখার জন্য কিছু সমস্যা থাকে সেক্ষেত্রে নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন, এই রকম নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
No comments:
Post a Comment