NRC কি?
এক কথায় NRC হল National Register of Citizens। এই ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনস হল সমস্ত ভারতীয় নাগরিকদের একটি রেজিস্টার যার সৃষ্টি নাগরিকত্ব আইন, 1955 এর 2003 সংশোধনীর দ্বারা বাধ্যতামূলক করা হয়েছে, এবং এর মূল উদ্দেশ্য হল ভারতের সমস্ত আইনি নাগরিকদের নথিভুক্ত করা। যাতে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করা যায় এবং নির্বাসন করা যায়।
পশ্চিমবঙ্গে NRC হলে কি হবে?
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদনিক বৈঠকে বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে যদি এনআরসির নাম করে আপনাদের নাম কেউ কেটে না দিতে পারে, তাই এখন থেকে নিজে ভোটকেন্দ্রে গিয়ে বা অনলাইন ভোটার কার্ডের নিজের নাম নথিভুক্ত করার জন্য। এবং আপনার নামটি কোনো রকম ভুল রয়েছে কিনা, যদি ভুল থাকে সেক্ষেত্রে আপনি সংশোধন করতে পারবেন। পশ্চিমবঙ্গে NRC চালু করার নামে, সাধারণ মানুষের মধ্যে মতবিরোধ সৃষ্টির সম্ভাবনা থাকছে, তাই নিজেরা নিজেদের স্বার্থে নিজেদের নাম ভোটার তালিকায় তুলুন। যদি আপনি ভোটকেন্দ্রে গিয়ে ভোটার তালিকায় নাম না নথিভুক্ত করেন তাহলে আপনি NRC অধীন দেশ অংশে আপনার নাগরিক অধিকার থাকবে না।
যদি আপনার নাম ভোটার লিস্ট কিংবা ভোটার কার্ডে ভুল থাকে। সেক্ষেত্রে আপনি সংশোধন করবেন, যদি তা না করেন অসমের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বাংলাতেও, এই আশঙ্কা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোটার লিস্ট 2023 আপনার ও আপনার পরিবারের নাম রয়েছে কিনা কিভাবে চেক করবেন? || West Bengal Voter List Download -
ভোটার লিস্ট 2023 ডাউনলোড করতে প্রথমে আপনাকে Chief Electoral Officer, West Bengal এর ceowestbengal.nic.in অফিসিয়াল ওয়েবসাইটি ওপেন করতে হবে।
এরপর অফিসিয়াল ওয়েবসাইটে হোম পেজে Special Summary Revision 2023 New এই অপশনে ক্লিক করুন।
অফিসিয়াল ওয়েবসাইট লিংক - Click Here
এখন আপনার সামনে পরবর্তী নতুন পেজ ওপেন হবে সেখানে Electoral Roll (Voter List) এ ক্লিক করবেন।
এরপর আপনি আপনার District Name, AC Name ও Polling Station Name সিলেক্ট করবেন।
এখন আপনার সামনে পরবর্তী পেজে Polling Station Name পাশে Draft Roll অপশনে ক্লিক করে Captcha বসিয়ে VERIFY তে ক্লিক করলে আপনার এলাকার সম্পূর্ণ লিস্ট pdf ডাউনলোড হয়ে যাবে।
প্রিয় দর্শক আজকে এই আর্টিকেল মাধ্যমে "West Bengal Voter List Download" বিস্তারিত, তা আপনাদের সম্পূর্ণ শেয়ার করলাম, আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো মতামত থাকে বা সমস্যা থাকে সেক্ষেত্রে নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন। এবং এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
No comments:
Post a Comment