Thursday, November 3, 2022

Agniveer admit card online download : অগ্নিবীর এডমিট কার্ড ডাউনলোড কিভাবে করবেন? জানুন বিস্তারিত!!

  Deb Kumar       Thursday, November 3, 2022
ভারতীয় সেনাবাহিনীতে বা Indian army যোগ দেওয়ার জন্য আপনি কি Agnipath প্রকল্পে আবেদন করেছেন, কিন্তু এখনও পর্যন্ত "Agniveer admit card online download" করতে পারেননি। তাহলে কিভাবে অগ্নিপথ এডমিট কার্ড ডাউনলোড করবেন তা আপনাদের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ শেয়ার করবো। 
agniveer admit card download


ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন নিয়োগ প্রকল্প অগ্নিপথের অধীনে অগ্নিবীরদের নিয়োগের জন্য অগ্নিবীর পদে পরীক্ষার agniveer admit card প্রকাশ হয়েছে। ইতিমধ্যেই প্রার্থীদের তাঁদের রেজিস্টার করা ইমেল আইডিতে ভারতীয় সেনা অগ্নিবীর পদে পরীক্ষার অ্যাডমিট কার্ড পাঠানো শুরু হয়েছে।
যদি আপনি এই অগ্নিপথ এডমিট কার্ড ডাউনলোড না করেন তাহলে আপনি র‍্যালির স্থানে ভারতীয় সেনা "agniveer admit card" সঙ্গে নিতে হবে। অগ্নিবীর হলে টিকিট ছাড়া প্রার্থীদের সমাবেশে উপস্থিত হতে দেওয়া হবে না।

অগ্নিপথ এডমিট কার্ড ডাউনলোড পদ্ধতি / Agniveer admit card online download 
আপনি আপনার মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে বিনামূল্যে সরাসরি অনলাইন "Agniveer admit card online download" করতে পারবেন এর জন্য আপনাকে -
  • প্রথমে আপনাকে www.joinindianarmy.nic.in গুগলে সার্চ করতে হবে। 
  • এই অয়েবসাইট ওপেন করতে Captcha বসিয়ে ENTER WEBSITE ক্লিক করুন। 
  • এরপর অফিসিয়াল ওয়েবসাইট হোম পেজে মেনুতে Agnipath অপশনে ক্লিক করে login/apply online অপশনে ক্লিক করবেন।
অফিসিয়াল ওয়েবসাইট লিংক- Click Here
  • এবার আপনার ইমেইল আইডি ও পাসওয়ার্ড এবং ক্যাপচার বসিয়ে লগইন করুন। 
  • এখন আপনার সামনে নতুন পেজ ওপেন হবে সেখানে আপনাকে Dashboard অপশনে Admit card অপশনে ক্লিক করতে হবে। 
  • পরবর্তী পেজে print অপশনে ক্লিক করলে আপনার সামনে আপনার Agnipath প্রকল্পের Agniveer admit কার্ড Preview দেখতে পাবেন। 
  • এরপর এডমিট কার্ডের নীচের দিকে pdf Download অপশনে ক্লিক করলে আপনার এডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে।
  • এরপর pdf ফাইলটি ওপেন করতে পাসওয়ার্ড দিতে হবে, যেটা আপনার Agnipath আইডি বা ইমেইল আইডি।

অগ্নিবীর এডমিট কার্ড ওপেন করলে 
অ্যাডমিট কার্ডে আপনার Applicant's Name, Mother's Name, Address, Email, Matric Certificate No এছাড়াও Venue র‍্যালির স্থান ও র‍্যালির তারিখ ও সময় গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিত দেখতে পাবেন।
Share Post


logoblog

Thanks for reading Agniveer admit card online download : অগ্নিবীর এডমিট কার্ড ডাউনলোড কিভাবে করবেন? জানুন বিস্তারিত!!

Previous
« Prev Post

No comments:

Post a Comment