Thursday, November 3, 2022

Lakshmi bhandar scheme new update : বিধবা ভাতার পাশাপাশি মহিলাদের 'লক্ষীর ভান্ডার' টাকা দেওয়া হবে || কিভাবে আবেদন করবেন জেনে নিন বিস্তারিত!!

  Deb Kumar       Thursday, November 3, 2022
আপনি কি বিধবা ভাতার টাকা পান, এখন থেকে বিধবা ভাতা পেলেও আপনি আবেদন করতে পারবেন "লক্ষীর ভান্ডার" এর জন্য। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় দুয়ারে সরকার কর্মসূচিতে "lakshmi bhandar scheme" চালু করা হয়েছিল। সেই সময় 'লক্ষীর ভান্ডার' প্রকল্পে তপশিলি মহিলাদের 1000 টাকা ও জেনারেল কাস্ট মহিলাদের 500 টাকা করে দেওয়া শুরু হয়। বর্তমানে "বিধবা ভাতার" পাশাপাশি মহিলাদের 'লক্ষীর ভান্ডার' টাকা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত নেয়।
lakshmi bhandar scheme

বিধবা ভাতার পাশাপাশি 'লক্ষীর ভান্ডার' এর টাকা কিভাবে পাবেন জেনে নিন বিস্তারিত
রাজ্য রাজনীতিতে এবার বড়ো চমক পঞ্চায়েত ভোটের আগে এবার রাজ্যের মহিলাদের জন্য "লক্ষীর ভান্ডার" টাকা বাড়ানোর সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় নেয় রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। এবার থেকে বিধবা মহিলারা বিধবা ভাতার পাশাপাশি 'লক্ষীর ভান্ডার' এর টাকা পাবেন। যেসকল তপশিলি মহিলাদের বিধবা ভাতার 1000 টাকা করে প্রতি মাসে দেওয়া হয় তাঁরা এবার 1400 টাকা করে পাবেন অর্থাৎ 400 টাকা করে পাবেন প্রত্যেক মাসে, এবং জেনারেল কাস্ট মহিলাদের বিধবা ভাতার 500 টাকা করে প্রতি মাসে দেওয়া হয় তাঁরা এবার 1400 টাকা করে পাবেন অর্থাৎ 400 টাকা করে পাবেন প্রত্যেক মাসে। এক্ষেত্রে বিধবা ভাতার পাশাপাশি 'lakshmi bhandar' পেতে কিছু শর্তাবলী অনুসরণ করতে হবে অর্থাৎ বিধবা ভাতার ক্ষেত্রে কোনো বয়স সীমা ছিল না, তবে বিধবাদের lakshmi bhandar আবেদন করার জন্য 25 বছর বয়স হতে হবে। আপনি সরাসরি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নতুন করে আবেদন করতে পারবেন এবং বিধবা ভাতার রেজিস্ট্রেশন আইডি দেওয়া বাধ্যতামূলক।


আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে? 
বিধবা ভাতার পাশাপাশি মহিলাদের 'লক্ষীর ভান্ডার' টাকা পেতে দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করতে হবে, এর জন্য আপনাকে যেসব ডকুমেন্ট প্রয়োজন সেগুলো -
  • আধার কার্ড। 
  • রেশন কার্ড। 
  • বিধবা ভাতার রেজিস্ট্রেশন আইডি বা নম্বর। 
  • ভোটার কার্ড। 
  • কাস্ট সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র। 
  • স্বাস্থ্য সাথী কার্ড। 
  • নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট। 

আরো বিস্তারিত জানতে 'লক্ষীর ভান্ডার' অয়েবসাইট দেখুন - Click Here 

প্রিয় দর্শক আজকে এই আর্টিকেল মাধ্যমে "lakshmir bhandar scheme new update" বিস্তারিত, তা আপনাদের সম্পূর্ণ শেয়ার করলাম, আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো মতামত থাকে বা সমস্যা থাকে সেক্ষেত্রে নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন। এবং এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
Share Post


logoblog

Thanks for reading Lakshmi bhandar scheme new update : বিধবা ভাতার পাশাপাশি মহিলাদের 'লক্ষীর ভান্ডার' টাকা দেওয়া হবে || কিভাবে আবেদন করবেন জেনে নিন বিস্তারিত!!

Previous
« Prev Post

No comments:

Post a Comment